কোণযুক্ত চাহিদা রেখা কাকে বলে? || কিংকী চাহিদা রেখা কি? || কোণযুক্ত চাহিদা রেখা অংকন কর? (What is Kinked demand curve)?
কোণযুক্ত চাহিদা রেখা কাকে বলে|| কিংকী চাহিদা রেখা কি|| কোণযুক্ত চাহিদা রেখা অংকন কর(What is Kinked demand curve): কোণযুক্ত চাহিদা রেখা বা কিংকী চাহিদা রেখা: অলিগােপলী বাজারের অন্যতম বৈশিষ্ট্য হলাে , এ বাজারে চাহিদার পরিবর্তন বা উৎপাদন ব্যয়ের পরিবর্তন ঘটলেও দামের কোন পরিবর্তন হয় না । যা কোণযুক্ত চাহিদা রেখার সাহায্যে বিশ্লেষণ করা হয়েছে । কোন ফার্ম যদি প্রচলিত দাম অপেক্ষা বেশী দাম ধার্য করে তাহলে প্রতিযােগী ফার্মগুলাে বাজার দখলের জন্য দ্রব্যের দাম বাড়ায় না । অলিগােপলিতে দামের অনমনীয়তা লক্ষণীয় । দামের অনমনীয়তা সম্পর্কে গুরুত্ত্বপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় কোণ ফাঁসযুক্ত চাহিদা রেখা অর্থাৎ কিংকী চাহিদা রেখার প্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে। এ বিশ্লেষণে অবদান রাখেন পি , এম , সুইজি , আর , জ , হল , এবং সি.জে. হিচ। তাদের মতে অলিগােপলিতে যে দাম নির্ধারিত হয় , তা অপরিবর্তনীয় । নির্ধারিত চলতি দামে অলিগােপলির চাহিদা রেখার মধ্যে কোণ বা ফাঁস সৃষ্টি হয় । নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চাহিদা রেখার উপরের দিকে যে অংশ থাকে সেই অংশ...