Posts

Showing posts from March, 2020

সংবিধান কী ? (what is constitution)? || উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলাে কি কি

সংবিধান কী (what is constitution)?  উত্তর: প্রত্যেক রাষ্ট্রেরই একটি সংবিধান থাকে। সংবিধানই হচ্ছে কোনাে রাষ্ট্র বা সরকারের প্রধান চালিকাশক্তি । প্রত্যেক রাষ্ট্রের জন্যই এটা অপরিহার্য। সংবিধানবিহীন রাষ্ট্র কর্ণধারবিহীন জাহাজের সঙ্গে তুলনায়। গ্রীক দার্শনিক এরিস্টটল হতে শুরু করে অদ্যাবধি বহু চিন্তাবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংবিধানের সংজ্ঞা দিয়েছেন । এসব সংজ্ঞা হতে সংবিধানের যথার্থ প্রকৃতি ও স্বরূপ অনুধাবন করা যায় ।  # সংবিধান(constitution ): সংবিধানে ইংরেজি প্রতিরূপ constitution এসেছে ল্যাটিন শব্দ Constitutio থেকে। সংবিধান বা Constitution বলতে কতোগুলো লিখিত বা অলিখিত মৌলিক বিধিমালাকে বোঝায় ।সাধারনভাবে বলতে গেলে একটি দেশের সরকার কীভাবে গঠিত ও পরিচালিত হবে সে সম্পর্কে বিভিন্ন নিয়মাবিলর সমষ্টিকে সংবিধান বলা হয় । সংবিধানকে ভিত্তি করেই সরকার সংঘটিত হয় এবং এটা সরকারের বিভিন্ন বিভাগ যেমন - শাসন বিভাগ , আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন করে দিয়ে এদের পারস্পরিক  সম্পর্ক নির্ণয় করে । # প্রামাণ্য সংজ্ঞা : সংবিধান সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞ

চাহিদা রেখা কাকে বলে?(what is demand curve)? || চাহিদা রেখা অংকন কর?

Image
চাহিদা রেখা কাকে বলে?(what is demand curve)?  চাহিদা রেখা কাকে বলে (what is demand curve) : একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে কোন দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তা যখন একটি রেখার মাধ্যমে দেখানাে হয় সে রেখাকে চাহিদা রেখা বলে । চাহিদা রেখার প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ চাহিদা নির্দেশ করে । অর্থাৎ চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হল চাহিদা রেখা । চাহিদা সূচির মত চাহিদা রেখা থেকেও দ্রব্যের দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক জানা যায় ।  চাহিদা রেখা:  নিচে একটি চাহিদা রেখার উদাহরণ দেওয়া হল- চাহিদা রেখা  রেখাচিত্রে Ox ভূমি অক্ষে  দ্রব্যের চাহিদা ও Oy লম্ব অক্ষে দাম দেখানাে হয়েছে । DD হল চাহিদা রেখা।এ রেখার Q বিন্দুতে ৮ টাকা দামে দ্রব্যের চাহিদা ৪ একক । R , S ও T বিন্দুতে যথাক্রমে ৬ টাকা দামে । চাহিদা ৮ একক , ৪ টাকা দামে চাহিদা ১২ একক ও ২ টাকা দামে চাহিদা হয় ১৬ একক । অর্থাৎ চাহিদা রেখার বিন্দুগুলাে দ্রব্যের বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ নির্দেশ করছে । দাম ও চাহিদার মধ্যে বিপরীত । সম্পর্ক থাকায় চাহিদা রেখা সাধারণত বাম থেক

চাহিদা কী(what is demand)?||অর্থনীতিতে চাহিদা বলতে কী বুঝায়(what is demand in economics)?

চাহিদা কী? || অর্থনীতিতে চাহিদা বলতে কী বুঝায়:   ● চাহিদার সংজ্ঞা: সাধারণ অর্থে কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে । কিন্তু অর্থনীতিতে নিছক আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না ।ক্রেতার যে আকাঙ্ক্ষা পূরণ করার সামর্থ ও ইচ্ছা থাকে , অর্থনীতিতে তাকেই চাহিদা বলে ।  যেমন , কোন লােকের মােটরগাড়ি পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে । কিন্তু তা ক্রয়ের জন্য তার অর্থ ও ইচ্ছা না থাকলে সে আকাক্ষা চাহিদা হবে না । দ্রব্যটি পাওয়ার জন্য প্রয়ােজনীয় অর্থ এবং সে অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তবেই ঐ আকাঙ্ক্ষাকে চাহিদা হিসেবে গণ্য করা যায় । অর্থনীতিবিদ বেনহাম বলেন , “ কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোন দ্রব্য যে পরিমাণ ক্রয় করা হয় তাই ঐ দ্রব্যের চাহিদা । " অধ্যাপক পেনশনের ভাষায়, "কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পশ্চাতে প্রয়োজনীয় অর্থ এবং ওই অর্থ ব্যয় করার প্রবল ইচ্ছা থাকলেই তা অর্থনীতিতে চাহিদা বলে গণ্য হয়।" চাহিদার উপাদান: সুতরাং চাহিদার উপাদান তিনটি , যথা: ১ . কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙক্ষা । ২ . দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়ােজনীয় অর্থ এবং ৩ . অর্থ ব্য

মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান || মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান( Basic Economic Problems and solves)

Image
মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান( Basic Economic Problems and it's solves)   মৌলিক অর্থনৈতিক সমস্যাঃ প্রত্যেক সমাজে মানুষকে কতকগুলো মৌলিক সমস্যার সম্মুখীন হতে হয় । সীমিত সম্পদ ও অসীম অভাব -এ দুয়ের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যে সব সমস্যার সৃষ্টি হয় তাদেরকে অর্থনৈতিক সংক্রান্ত সমস্যা বলে। অর্থনীতিবিদগণ অর্থনীতির যেসব সংজ্ঞা প্রদান করেছেন সেগুলাে বিশ্লেষণ করলে কতকগুলাে মৌলিক সমস্যার সন্ধান পাওয়া যায় ।  অধ্যাপক স্যামুয়েল সন পরস্পর নির্ভরশীল তিনটি মৌলিক সমস্যার কথা উল্লেখ করেছেন । তাঁর মতে ,  প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা হল ৩টি । যথা- ক. কী উৎপাদন করা হবে (What To Produce)?  খ. কীভাবে উৎপাদন করা হবে (How to produce)?  গ. কার জন্য উৎপাদন করা হবে (For Whome to produce)  নিচে এগুলাে ব্যাখ্যা করা হল : ক) কী উৎপাদন করা হবে (What To Produce): মানুষের অভাব অসীম । কিন্তু অভাব পূরণের উপকরণ সসীম । তাই সব অভাব এক সাথে পূরণ করা যায় না । এ কারণে বিভিন্ন অভাবের গুরুত্ব অনুসারে বাছাই করতে হয় এবং কোন কোন দ্রব্য উৎপাদন করা হবে । কি পরিমাণ উৎপা

ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি কাকে বলে?।। ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি?

ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি কাকে বলে?।। ব্যষ্টিক অর্থনীতি ও   সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি? উত্তর: আধুনিক অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা যায়,  (১)ব্যষ্টিক অর্থনীতি ও  (২)সামষ্টিক অর্থনীতি৷  ব্যষ্টিক অর্থনীতি(Micro Economics) : ইংরেজি Micro শব্দটি গ্রিক শব্দ Mikros থেকে উদ্ভব হয়েছে। যার অর্থ অতিক্ষুদ্র । ব্যষ্টিক অর্থনীতি মূলত ব্যক্তি মানুষ অথবা ব্যবসায়ের চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করে থাকে৷  অন্য ভাবে বলা যায়যে, Micro Economics বা ব্যষ্টিক অর্থনীতির লক্ষ্য হলো অর্থনীতির একটি বিশেষ অংশ বা একককে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা। ব্যাস্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি শাখা যা ব্যক্তি, পরিবার ও ফার্ম কিভাবে বাজারে তাদের বণ্টনকৃত সীমিত সম্পদ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তা নিয়ে আলোচনা করে।   সামষ্টিক অর্থনীতি (Macro Economics): Macro শব্দটি গ্রিক শব্দ Macros থেকে এসেছে। যার অর্থ হলাে বৃহৎ। Macro Economics বা সামষ্টিক অর্থনীতি অর্থনীতির সামগ্রিক বিষয়াদি বিশ্লেষণ করে থাকে। সামষ্টিক অর্থনীতি একটি দেশের সামগ্রিক অর

অর্থনীতি কাকে বলে? || অর্থনীতির সংজ্ঞা

অর্থনীতি কাকে বলে | অর্থনীতির সংজ্ঞা: উত্তরঃ অর্থনীতি শব্দটি ইংরেজি 'Economics' শব্দের প্রতিশব্দ। Economics শব্দটি গ্রিক শব্দ 'Oikonomia' থেকে উদ্ভূত যার অর্থ গৃহস্থালী পরিচালনা অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহার যোগ্য সীমিত সম্পদের মাঝে সমন্বয় সাধন করে। আবার আমরা এভাবে ও বলতে পারি Economics বা অর্থনীতি হলো একটি বিজ্ঞান যা কিভাবে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করে তা ব্যবহারের জন্য বন্টন করা হয়, সেটা আলোচনা করে। # এল.রবিন্স এর প্রদত্ত সংজ্ঞাটি বেশিরভাগ আধুনিক অর্থনীতির ক্ষেত্রে প্রযোজ্য। তিনি বলেন, "অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে।"  এল.রবিন্সের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে, এটি মানব জীবনের তিনটি মৌলিক বৈশিষ্টের উপর প্রতিষ্ঠিত, যথা অসীম অভাব, সীমিত সম্পদ ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ।

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?