রেখা কাকে বলে? || রেখা কি?(What is line?) || রেখা কত প্রকার ও কি কি?(How many types of lines and what are they)?
রেখা কাকে বলে || রেখা কি(What is line?):
রেখা( Line):
রেখা ( Line) একাধিক বিন্দুর পারস্পরিক সংযোগের ফলে সৃষ্ট পথবিশেষ।রেখার কোন প্রান্ত বিন্দু নেই । ( A line has no end point )
অন্যভাবে বললে, একটি বিন্দুর চলার পথকে রেখা বলা হয়।
রেখার দৈর্ঘ্য আছে , কিন্তু প্রস্থ ও বেধ নাই ।( A Line has length but no breadth and width )
চিত্রঃ
রেখা |
রেখার প্রকারভেদ:
রেখা মূলত দুই প্রকার। যথা-১। সরলরেখা ও
২। বক্ররেখা।
১. সরল রেখা( Straight line ):
যদি কোন বিন্দু সরল পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে সরলরেখা বলে।
দুটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবল মাত্র একটি সরল রেখা আঁকা যায় । (One and only one straight line can be drawn through two points )
চিত্রঃ
সরল রেখা
উপরের চিত্রে AB একটি সরল রেখা।যে সব বিন্দু একই সরল রেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে । ( The points lying on the same straight lines are called co - linear )
২. বক্ররেখা ( Curved line ) :
একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি দিক পরিবর্তন হয় তবে তাকে বক্র রেখা বলে ।
চিত্রঃ
বক্ররেখা |
উপরের চিত্রে CD একটি বক্র রেখা।
অর্থাৎ যদি কোন বিন্দু আঁকা বাঁকা পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে বক্ররেখা বলে।
আর ও পড়ুন...
Comments
Post a Comment