রেখা কাকে বলে? || রেখা কি?(What is line?) || রেখা কত প্রকার ও কি কি?(How many types of lines and what are they)?

রেখা কাকে বলে || রেখা কি(What is line?):

রেখা( Line):

রেখা ( Line) একাধিক বিন্দুর পারস্পরিক সংযোগের ফলে সৃষ্ট পথবিশেষ।
রেখার কোন প্রান্ত বিন্দু নেই । ( A line has no end point )

অন্যভাবে বললে, একটি বিন্দুর চলার পথকে রেখা বলা হয়।
রেখার দৈর্ঘ্য আছে , কিন্তু প্রস্থ ও বেধ নাই ।( A Line has length but no breadth and width )

চিত্রঃ

রেখা কাকে বলে? || রেখা কি?(What is line?) || রেখা কত প্রকার ও কি কি?(How many types of lines and what are they)?

      রেখা

রেখার কোন প্রান্ত বিন্দু নেই,তাই রেখাকে ইচ্ছামত উভয় দিকে বাড়ানো যায়।

রেখার প্রকারভেদ:

রেখা মূলত দুই প্রকার। যথা-

১। সরলরেখা ও
২। বক্ররেখা।


১. সরল রেখা( Straight line ):

 যদি কোন বিন্দু সরল পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে সরলরেখা বলে।

দুটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবল মাত্র একটি সরল রেখা আঁকা যায় । (One and only one straight line can be drawn through two points )

চিত্রঃ
রেখা কাকে বলে? || রেখা কি?(What is line?) || রেখা কত প্রকার ও কি কি?(How many types of lines and what are they)?
সরল রেখা
উপরের চিত্রে AB একটি সরল রেখা।

যে সব বিন্দু একই সরল রেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে । ( The points lying on the same straight lines are called co - linear )


২. বক্ররেখা ( Curved line ) : 
একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি দিক  পরিবর্তন হয় তবে তাকে বক্র রেখা বলে ।

চিত্রঃ

রেখা কাকে বলে? || রেখা কি?(What is line?) || রেখা কত প্রকার ও কি কি?(How many types of lines and what are they)?
বক্ররেখা

 উপরের চিত্রে CD একটি বক্র রেখা।

অর্থাৎ যদি কোন বিন্দু আঁকা বাঁকা পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে বক্ররেখা বলে।



আর ও পড়ুন...

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?