পানি, অগ্নি , আনন্দ , খ্যাতি এর সমার্থক শব্দ কি কি? || পানি, অগ্নি , আনন্দ , খ্যাতি এর প্রতিশব্দ শব্দ কি কি ?

পানি, অগ্নি , আনন্দ , খ্যাতি এর সমার্থক শব্দ কি কি || পানি, অগ্নি , আনন্দ , খ্যাতি এর প্রতিশব্দ শব্দ কি কি :

     

          প্রতিশব্দ বা সমার্থক শব্দ


এখানে মোট ১৭টি, পানি শব্দটির সমার্থক শব্দ বা প্রতিশব্দ দেওয়া হয়েছে।

       পানি এর সমার্থক বা প্রতিশব্দ

জল পুষ্কর  জীবন উদক
 বারি পানীয় অপ্ তোয়
 সলিল অম্বু নীর প্রাণদ
 উদ ইরা পুষ্কর ইলা
 পয়ঃ   

এখানে মোট ২৩টি, অগ্নি শব্দটির সমার্থক শব্দ বা প্রতিশব্দ দেওয়া হয়েছে।

         অগ্নি এর সমার্থক বা প্রতিশব্দ

 অনল আগুন দহন সর্বভূক
 শিখা কৃশানু বিভাবসু সর্বশুচি
 জ্বালানি শিখা তেজ বায়ুসখা
 বৈশ্বানর জ্বলন জ্বলন হুতভুক
পিঙ্গল বিশ্বপা শিখাবৎ হিমারাতি
 অনিলসখ সপ্তাংশু হবিরশন 


এখানে মোট ১৬টি, আনন্দ শব্দটির সমার্থক শব্দ বা প্রতিশব্দ দেওয়া হয়েছে।

        আনন্দ এর সমার্থক বা প্রতিশব্দ

     হাসি     সুখ    খুশি মজা
      হর্ষ প্রমোদ পুলক স্ফূতর্ত
   সন্তোষ পরিতোষ প্রসন্নতা আমোদ
    প্রমোদ  উল্লাস   তুষ্টি হাসিখুশি


এখানে মোট ১৬টি, খ্যাতি শব্দটির সমার্থক শব্দ বা প্রতিশব্দ দেওয়া হয়েছে।

       খ্যাতি এর সমার্থক বা প্রতিশব্দ

 যশ প্রসিদ্ধি সুখ্যাতি সুনাম
 নাম সুবাদ প্রখ্যাতি প্রতিপত্তি
 বিখ্যাতি নামযশ প্রতিষ্ঠা সুযশ
 প্রখ্যা প্রচার হাতযশ নামডাক




আর ও পড়ুন...

Comments

Post a Comment

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?