অর্থের মায়া কি|| মুদ্রা ধাঁধা কি?(What is Money illusion ?)

 অর্থের মায়া  কি|| মুদ্রা ধাঁধা কি(What is Money illusion)


অর্থের মায়া / মুদ্রা ধাঁধা(Money illusion ):



অর্থের মায়া ধারণাটি কেইস তার আয় ও নিয়ােগ তত্ত্বে শ্রম বাজারের প্রেক্ষিতে ব্যাখ্যা করেছেন । 
তিনি বলেন , শ্রমিকরা অর্থের মােহে ভােগে । ফলে তারা প্রকৃত মজুরি অপেক্ষা আর্থিক মজুরির উপর বেশি জোর দেয় । শ্রমিকরা অর্থের মােহে ভােগে বলে স্বল্পকালে আর্থিক মজুরি নিম্নদিকে অনমনীয় । এজন্য কেইস ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের আর্থিক মজুরি হ্রাসের বিষয়টি বাতিল করে দেন । এর অর্থ স্বল্পকালে শ্রম বাজারে কোন কারণে শ্রমের চাহিদা এর যােগান অপেক্ষা বেশি হলে অনিচ্ছাকৃত বেকারত্ব দেখা দেবে । তবে উল্লেখ্য অর্থের মােহ বা মায়া দীর্ঘকাল প্রযােজ্য নয় । 

সুতরাং বলা যায় কোন ব্যক্তি যখন প্রকৃত মূল্যের চেয়ে আর্থিক মূল্যের সাথে বেশি সাড়া দেয় তখন ঐ ব্যক্তি অর্থের মায়ায় ভােগে । 

 সহজভাবে বলা যায় যখন মজুরি সামান্য বাড়লে শ্রমিকরা খুশি হয় এবং সামান্য মজুরি কমলে শ্রমিকরা তার বিরুদ্ধে সােচ্চার হয়ে ওঠে তখন তাকে অর্থ মায়া বা মােহ বলে । 

চিত্র:

অর্থের মায়া  কি|| মুদ্রা ধাঁধা কি?(What is Money illusion ?)
অর্থের মায়া


আর ও পড়ুন...

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?