উৎপাদন সম্প্রসারণ পথ কি?(What isExpansion Path?) || স্কেল লাইন কি || মাত্রা রেখা কাকে বলে?
উৎপাদন সম্প্রসারণ পথ কি (What isExpansion Path):
উৎপাদন সম্প্রসারণ পথ(Expansion Path):
বিভিন্ন সমব্যয় রেখা ও সমউৎপাদন রেখার স্পর্শক বিন্দুসমূহ নিয়ে গঠিত সঞ্চার পথকে উৎপাদন সম্প্রসারণ পথ বা স্কেল লাইন বলে । সমব্যয় রেখার সাথে সমউৎপাদন রেখার স্পর্শক বিন্দুগুলােতে উৎপাদকের ভারসাম্য নির্ণীত হবার সাথে ন্যূনতম খরচে উৎপাদন সংমিশ্রণ নির্ধারিত হয় ।
অতএব , সর্বনিম্ন ব্যয় সম্পন্ন উপাদান সংমিশ্রণ সূচক বিন্দুগুলােকে সংযােগকারী রেখাটিই হল উৎপাদন সম্প্রসারণ পথ বা স্কেল লাইন ।
নিম্নের চিত্রে স্কেল লাইন দেখান হল -
চিত্র:
চিত্রে Ox অক্ষে X উপাদান এবং OY অক্ষে Y উপাদান দেখান হয়েছে । AA , BB ও CC হল তিনটি সমব্যয় রেখা এবং I1 , l2 ও l3হল তিনটি সমউৎপাদন রেখা । চিত্রে দেখা যায় AA , BB ও CC সমব্যয় রেখাগুলাে I1, I2 ও I3 সমউৎপাদন রেখাগুলােকে যথাক্রমে e , f ও g বিন্দুতে স্পর্শ করে । এখন e , B f ও g বিন্দুগুলাে যােগ করে যে OEp রেখাটি পাওয়া গেল এটাই হল উৎপাদন সম্প্রসারণ পথ বা স্কেল লাইন ।
আর ও পড়ুন...
Comments
Post a Comment