ভাষা কাকে বলে? || ভাষা কি?(What is Language)? || ভাষার বৈশিষ্ট্য আলোচনা কর?(Discuss the features of language)?

ভাষা কাকে বলে || ভাষা কি(What is Language):

ভাষা(Language):

কতকগুলো অর্থবােধক ধ্বনির সাহায্যে এক এক সমাজের মানুষ তাদের সামাজিক জীবন চালু রাখে । এক এক সমাজের সকল মানুষের অর্থবোধক ধ্বনির সমষ্টিই ভাষা ।

 অর্থাৎ, জিহবা , দন্ত , ওষ্ঠ , তালু , মুখগহবর , নাসিকা , গলনালী প্রভৃতি যন্ত্রের সাহায্যে অর্থবহ ধ্বনি সৃষ্টি করে তার সমষ্টিকেই ভাষা বলে ।

সহজভাবে বলতে গেলে বলতে হয় ' শব্দের দ্বারা মনের ভাব প্রকাশের মাধ্যম কে ভাষা বলে

 আরাে সংক্ষেপে বলা যায় , বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত সাংকেতিক ধ্বনি সমষ্টিই হলাে ভাষা ।


 বিভিন্ন লেখক ও চিন্তাবিদ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোন থেকে ভাষার সংজ্ঞা প্রদান করেছেন ।

●ড . সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে “ মনের ভাব প্রকাশ করার জন্য বাগযন্ত্রের সাহায্যে ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনাে বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দসমষ্টিকে ভাষা বলে ” ।


●বিশিষ্ট ভাষাবিদ ড . মুহম্মদ শহীদুল্লাহর মতে , “ মানুষ জাতি যেমন ধ্বনি বা ধ্বনির সমষ্টি দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা ” ।

●  ভেন্ডার জেনডিন ( James W . Vander Zanden ) এর ভাষায় “ ভাষা হচ্ছে সামাজিকভাবে কাঠামােবদ্ধ একটি পদ্ধতি , যেখানে নির্দিষ্ট এবং স্বেচ্ছামূলক অর্থসহ শব্দের ধরণ , কথা এবং বাক্য থাকে ” ।


●” ভাষাবিদ জগদীশ চন্দ্র ঘােষ ভাষার সংজ্ঞায় বলেছেন , " মনের ভাব প্রকাশ করিবার জন্য  বাগযন্ত্রের সাহায্যে আমরা যে সকল সাংকেতিক ধ্বনি উচ্চারণ করি তাহাকে ভাষা বলে ।

 ●সমাজবিজ্ঞানী আর . টি . স্ক্যাফার ( R . T . Schaefer ) তার Sociology গ্রন্থে বলেন " ভাষা হচ্ছে সংস্কৃতির উপাদানের প্রতীক ও শব্দার্থের একটি বিমূর্ত ব্যবস্থা ।


●" ড . মুহম্মদ আবদুল হাই এ প্রসঙ্গে বলেন , “ এক এক সমাজের সকল মানুষের অর্থবােধক ধ্বনি সমষ্টিই ভাষা ।


 ●বিশিষ্ট সংজ্ঞাবিদ Dr . Restart K - এর মতে “ ভাষা । হচ্ছে মনােভাব প্রকাশের জন্য মানুষের ফুসফুসতাড়িত বায়ু গলনালী , মুখবিহবর , কন্ঠ , জিহবা , তালু , দন্ত , ওষ্ঠ , নাসিকা প্রভৃতি বাগযন্ত্রের মাধ্যমে বেরিয়ে আসার সময় যে আওয়াজ বা ধ্বনির সৃষ্টি হয় তার নাম ভাষা ” ।

●ড . মুহম্মদ এনামুল হকের মতে , " মানুষ তার মনের ভাব প্রকাশ করার জনা বাগযন্ত্রের সাহায্যে অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি। সমষ্টি উচ্চারণ করে থাকে , সেই ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে ভাষা বলা হয় । '

              বাংলা ভাষার বিবর্তনের রূপরেখা

ভাষা কাকে বলে? || ভাষা কি?(What is Language)? || ভাষার বৈশিষ্ট্য আলোচনা কর?(Discuss the features of language)?
বাংলা ভাষার বিবর্তনের রূপরেখা

 উপরিউক্ত সংজ্ঞাসমূহের আলােকে বলা যায় ,ভাষা ভাবের বাহন ।ভাব প্রকাশের তাগিদে ভাষার উদ্ভব।ভাষা হচ্ছে সে মাধ্যম যার মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে । মানুষের সামাজিক যােগাযােগ রক্ষার  মাধ্যম ভাষা। ভাষা তাই নিছক কতিপয় শব্দের সমষ্টি নয় , মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ।

ভাষার বৈশিষ্ট্য:

‘ ভাষা ধ্বনিসমষ্টির সাহায্যে বিষয়কে মূর্তিমান করে । ' বিশেষ বিশেষ অর্থবান ধ্বনিসমষ্টি হল বিশেষ বিশেষ বিষয়ের প্রতীক , সেই সেই ধ্বনিসমষ্টির নয় । যেমন , ‘ মানুষ ' বলতে শুধু (ম + আ + ন + উ + ষ ) এই ধ্বনিসমষ্টিই বােঝায় না , বােঝায় এই ধ্বনিসমষ্টির দ্বারা এক বিশেষ রূপ - গুণসম্পন্ন প্রাণী ।
এই প্রতীকদ্যোতকতাই ভাষার স্বরূপ লক্ষণ ।

 ভাষার সংজ্ঞার পরিপ্রেক্ষিতে ভাষার যে মূল বৈশিষ্ট্যগুলি লক্ষণীয় , তা হচ্ছে :

ক. ভাষা কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত ;
খ. ভাষার অর্থদ্যোতকতা বিদ্যমান , এবং
গ. ভাষা একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত ও ব্যবহৃত ।

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?