ভাষা কাকে বলে? || ভাষা কি?(What is Language)? || ভাষার বৈশিষ্ট্য আলোচনা কর?(Discuss the features of language)?
ভাষা কাকে বলে || ভাষা কি(What is Language):
ভাষা(Language):
কতকগুলো অর্থবােধক ধ্বনির সাহায্যে এক এক সমাজের মানুষ তাদের সামাজিক জীবন চালু রাখে । এক এক সমাজের সকল মানুষের অর্থবোধক ধ্বনির সমষ্টিই ভাষা ।অর্থাৎ, জিহবা , দন্ত , ওষ্ঠ , তালু , মুখগহবর , নাসিকা , গলনালী প্রভৃতি যন্ত্রের সাহায্যে অর্থবহ ধ্বনি সৃষ্টি করে তার সমষ্টিকেই ভাষা বলে ।
সহজভাবে বলতে গেলে বলতে হয় ' শব্দের দ্বারা মনের ভাব প্রকাশের মাধ্যম কে ভাষা বলে
আরাে সংক্ষেপে বলা যায় , বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত সাংকেতিক ধ্বনি সমষ্টিই হলাে ভাষা ।
বিভিন্ন লেখক ও চিন্তাবিদ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোন থেকে ভাষার সংজ্ঞা প্রদান করেছেন ।
●ড . সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে “ মনের ভাব প্রকাশ করার জন্য বাগযন্ত্রের সাহায্যে ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনাে বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দসমষ্টিকে ভাষা বলে ” ।
●বিশিষ্ট ভাষাবিদ ড . মুহম্মদ শহীদুল্লাহর মতে , “ মানুষ জাতি যেমন ধ্বনি বা ধ্বনির সমষ্টি দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা ” ।
● ভেন্ডার জেনডিন ( James W . Vander Zanden ) এর ভাষায় “ ভাষা হচ্ছে সামাজিকভাবে কাঠামােবদ্ধ একটি পদ্ধতি , যেখানে নির্দিষ্ট এবং স্বেচ্ছামূলক অর্থসহ শব্দের ধরণ , কথা এবং বাক্য থাকে ” ।
●” ভাষাবিদ জগদীশ চন্দ্র ঘােষ ভাষার সংজ্ঞায় বলেছেন , " মনের ভাব প্রকাশ করিবার জন্য বাগযন্ত্রের সাহায্যে আমরা যে সকল সাংকেতিক ধ্বনি উচ্চারণ করি তাহাকে ভাষা বলে ।
●সমাজবিজ্ঞানী আর . টি . স্ক্যাফার ( R . T . Schaefer ) তার Sociology গ্রন্থে বলেন " ভাষা হচ্ছে সংস্কৃতির উপাদানের প্রতীক ও শব্দার্থের একটি বিমূর্ত ব্যবস্থা ।
●" ড . মুহম্মদ আবদুল হাই এ প্রসঙ্গে বলেন , “ এক এক সমাজের সকল মানুষের অর্থবােধক ধ্বনি সমষ্টিই ভাষা ।
●বিশিষ্ট সংজ্ঞাবিদ Dr . Restart K - এর মতে “ ভাষা । হচ্ছে মনােভাব প্রকাশের জন্য মানুষের ফুসফুসতাড়িত বায়ু গলনালী , মুখবিহবর , কন্ঠ , জিহবা , তালু , দন্ত , ওষ্ঠ , নাসিকা প্রভৃতি বাগযন্ত্রের মাধ্যমে বেরিয়ে আসার সময় যে আওয়াজ বা ধ্বনির সৃষ্টি হয় তার নাম ভাষা ” ।
●ড . মুহম্মদ এনামুল হকের মতে , " মানুষ তার মনের ভাব প্রকাশ করার জনা বাগযন্ত্রের সাহায্যে অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি। সমষ্টি উচ্চারণ করে থাকে , সেই ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে ভাষা বলা হয় । '
বাংলা ভাষার বিবর্তনের রূপরেখা
বাংলা ভাষার বিবর্তনের রূপরেখা |
উপরিউক্ত সংজ্ঞাসমূহের আলােকে বলা যায় ,ভাষা ভাবের বাহন ।ভাব প্রকাশের তাগিদে ভাষার উদ্ভব।ভাষা হচ্ছে সে মাধ্যম যার মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে । মানুষের সামাজিক যােগাযােগ রক্ষার মাধ্যম ভাষা। ভাষা তাই নিছক কতিপয় শব্দের সমষ্টি নয় , মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ।
ভাষার বৈশিষ্ট্য:
‘ ভাষা ধ্বনিসমষ্টির সাহায্যে বিষয়কে মূর্তিমান করে । ' বিশেষ বিশেষ অর্থবান ধ্বনিসমষ্টি হল বিশেষ বিশেষ বিষয়ের প্রতীক , সেই সেই ধ্বনিসমষ্টির নয় । যেমন , ‘ মানুষ ' বলতে শুধু (ম + আ + ন + উ + ষ ) এই ধ্বনিসমষ্টিই বােঝায় না , বােঝায় এই ধ্বনিসমষ্টির দ্বারা এক বিশেষ রূপ - গুণসম্পন্ন প্রাণী ।এই প্রতীকদ্যোতকতাই ভাষার স্বরূপ লক্ষণ ।
ভাষার সংজ্ঞার পরিপ্রেক্ষিতে ভাষার যে মূল বৈশিষ্ট্যগুলি লক্ষণীয় , তা হচ্ছে :
ক. ভাষা কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত ;
খ. ভাষার অর্থদ্যোতকতা বিদ্যমান , এবং
গ. ভাষা একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত ও ব্যবহৃত ।
Comments
Post a Comment