GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?

মােট জাতীয় উৎপাদন ( Gross National Product -GNP)ও মোট দেশীয় উৎপাদন ( Gross domestic product - GDP ) কাকে বলে:

মােট জাতীয় উৎপাদন ( Gross National Product -GNP):

 একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের মােট দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের অর্থ মূল্যকে মােট জাতীয় উৎপাদন ( GNP ) বলে। জাতীয় উৎপাদন হিসাব করার সময় দ্বৈত গণনা পরিহার করার জন্য কেবলমাত্র চূড়ান্ত  দ্রব্যসামগ্রী হিসাব করা হয় । জাতীয় উৎপাদন পরিমাপের ক্ষেত্রে বিদেশে দেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট উৎপাদন মূল্য ধরা হয় , কিন্তু দেশে বিদেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট উৎপাদন মূল্য বাদ দেয়া হয় ।

 অর্থাৎ - GNP = GDP + ( X - M ) "  GNP = মােট জাতীয় উৎপাদন , GDP = মােট অভ্যন্তরীণ উৎপাদন , x = বিদেশে দেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট আয় ,M = দেশে বিদেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট আয় ।


GNP ধারণাটিকে দুভাবে পরিমাপ করা যায়:

 যথা 
ব্যয়ের দৃষ্টিকোণ থেকে
GNP = C + I + G এক্ষেত্রে , C = মােট বেসরকারি ভোগ ব্যয় ( Consumption ) T = মােট বেসরকারি বিনিয়ােগ ব্যয় ( Investment ) G = মােট সরকারি ব্যয় ( Govt . Expenditure ) 

আয়ের দৃষ্টিকোণ থেকে  : GNP = Σ খাজনা ( R ) + Σ মজুরি ( W ) + Σ সুদ ( r ) + Σ মুনাফা ( II ) 

অধ্যাপক রাগান  ( Ragan ) এবং থমাস ( Thomas ) - এর মতে , “ কোন নির্দিষ্ট সময়ে ( সাধারণত এক বছরে ) যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা কোন অর্থনীতিতে উৎপাদিত হয় , তার সামগ্রিক অর্থ মূল্যকে মােট জাতীয় উৎপাদন বলে।

 মোট দেশীয় উৎপাদন ( Gross domestic product - GDP ) :

একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত চুড়ান্ত পর্যায়ের সকল দ্রব্যসামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্যকে মােট দেশীয় উৎপাদন বলে। মােট দেশীয় উৎপাদন হিসাবের সময় দেশে বিদেশী বিনিয়ােগের সৃষ্ট উৎপাদন ধরা হয় কিন্তু বিদেশে দেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট উৎপাদন বাদ দেয়া হয় । অর্থাৎ মােট দেশীয় উৎপাদন বলতে দেশের ভৌগােলিক সীমারেখার মধ্যে উৎপাদিত সব রকমের দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের সমষ্টিকে বুঝায় । 

মােট দেশীয় উৎপাদনকে সংক্ষেপে জি . ডি . পি . ( GDP ) বলে । 

অর্থাৎ - GDP = C + I + G এখানে GDP = মােট অভ্যন্তরীণ উৎপাদন , C = ভােগ , I = বিনিয়ােগ, G = সরকারি ব্যয় । 

# মােট জাতীয় উৎপাদন এবং মােট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য কি?((Difference between Gross National Product - GNP and Gross Domestic Product - GDP ):


 মােট জাতীয় উৎপাদন ( GNP ) ও মােট দেশজ উৎপাদন ( GDP ) ধারণা দুটি পরস্পরের খুব কাছাকাছি হলেও এদের মধ্যে মৌলিক এবং সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান । নিম্নে এদের পার্থক্য
 তুলে ধরা হল -


১ . সংজ্ঞা :
GNP হল কোন দেশের মােট জাতীয় কোন নির্দিষ্ট সময়ে ঐ দেশে নির্দিষ্ট সময়ে
প্রস্তুতকৃত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার
বাজার মূল্যের সমষ্টি ।

পক্ষান্তরে,GDP হল মােট দেশজ উৎপাদন বা কোন কোন নির্দিষ্ট সময়ে কোন দেশের ভৌগােলিক সীমানার অভ্যন্তরে     উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টি । 


২.সূত্র:
 GNP = C + I + G + ( X - M )   এখানে C  = দেশের জনগণের মােট বেসরকারি ভােগ ব্যয়,I= দেশের জনগণের মােট বেসরকারি বিনিয়ােগ ব্যয় , G =সরকারি ব্যয় = G সরকারি ব্যয় , ( X - M ) = নিট রপ্তানি।

পক্ষান্তরে, GDP = C + I + G এক্ষেত্রে দেশের অভ্যন্তরে , দেশের জনগণের  মােট ভােগ ব্যয় = C , মােট বিনিয়োেগ ব্যয় = I মােট সরকারি ব্যয় = G ।

 ৩ . পরিমাণ:
 GDP অপেক্ষা GNP এর পরিমাণ অধিক হয়। 
পক্ষান্তরে , GNP অপেক্ষা GDP এর পরিমাণ তুলনামূলকভাবে কম হয় ।

৪ . দেশের অভ্যন্তরে বিদেশীদের আয়:
 দেশে কর্মরত  বিদেশীদের আয় GNPতে অন্তর্ভুক্ত হয় না  

পক্ষান্তরে ,দেশে কর্মরত  বিদেশীদের আয়  GDP গণনায় অন্তর্ভুক্ত হয় । 

৫ . বিদেশে প্রবাসে (প্রবাসে) কর্মরত দেশীয়দের আয়:
  প্রবাসে কর্মরত দেশীয়দের আয়  GNPতে অন্তর্ভুক্ত হয়।
পক্ষান্তরে,প্রবাসে কর্মরত দেশীয়দের আয় অন্তর্ভুক্ত GDPতে  হয় না ।

 ৬ .ধারণা :
প্রবাসীদের আয় GNPতে অন্তর্ভুক্ত হয় ।
 তাই GNP অধিক বিস্তৃত ধারণা। 

পক্ষান্তরে, বিদেশে কর্মরত দেশীয়দের আয় GDPতে  যুক্ত হয় না । তাই GDP , GNP অপেক্ষা সংকীর্ণ ধারণা  

৭ . অর্থনৈতিক গুৱত্ব  :

GNP ধারণার অর্থনৈতিক ও ব্যবহারিক        গুরুত্ব তুলনামূলকভাবে কম ।

পক্ষান্তরে, GDP ধারণার অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ । 

৮ . GNP ও GDP - এর মধ্যে কখনাে সমতা থাকতে পারে । আবার কখনাে অসমতা বিরাজ করে । 

যেমন GNP = GDP + ( X - M ) হলে
● যদি X = M হয় , তখন ( X - M ) = 0 এবং GNP = GDP হবে ।
 ●যদি X > M হয় , তখন ( X - M ) > ০ এবং GNP > GDP 
●যদি X < M হয় , তখন ( X - M ) < 0 এবং GNP < GDP হয় । 

এভাবে মােট জাতীয় উৎপাদন ( GNP ) ও মােট দেশজ উৎপাদনের ( GDP ) মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় ।




Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?