নিরপেক্ষ মানচিত্র কি?(Indifference map ) || নিরপেক্ষ মানচিত্র কাকে বলে?(What is Indifference map?)

নিরপেক্ষ মানচিত্র কি?(Indifference map):

নিরপেক্ষ মানচিত্র  (Indifference map ):

একটি নিরপেক্ষ রেখা হতে ভােক্তা একটি নির্দিষ্ট পরিমাণ উপযােগ লাভ করে । এখন যদি ভােক্তা এ নির্দিষ্ট পরিমাণ উপযােগের চেয়ে বেশি উপযােগ পেতে চায় তাহলে তা ঐ একই নিরপেক্ষ রেখা দ্বারা দেখানাে সম্ভব নয় । কারণ একটি নিরপেক্ষ রেখার বিভিন্ন বিন্দু সমপরিমাণ উপযােগ নির্দেশ করে । এক্ষেত্রে পৃথক পৃথক নিরপেক্ষ রেখার প্রয়ােজন হয় । দুটি অক্ষ সম্বলিত একটি চিত্রে যখন একের অধিক নিরপেক্ষ রেখা দেখানাে হয় তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলে । 

নিম্নে চিত্রের মাধ্যমে নিরপেক্ষ মানচিত্র দেখানাে হল  

চিত্র:

নিরপেক্ষ মানচিত্র কি?(Indifference map ) || নিরপেক্ষ মানচিত্র কাকে বলে?(What is Indifference map?)
নিরপেক্ষ মানচিত্র
          
 চিত্রে উল্লম্ব অক্ষে y দ্রব্য এবং অনুভূমিক অক্ষে x দ্রব্য পরিমাপ করা হয়েছে । X ও y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ বিবেচনা করে চিত্রে তিনটি নিরপেক্ষ রেখা IC1 , IC2  এবং IC3 দেখানাে হয়েছে । IC1 ; নিরপেক্ষ রেখার চেয়ে IC2 , নিরপেক্ষ রেখাতে এবং IC2 , নিরপেক্ষ রেখার চেয়ে IC3 ; নিরপেক্ষ রেখায় ভােক্তা বেশি উপযােগ লাভ করে । ভােক্তার নিকট A বিন্দুর চেয়ে B বিন্দু এবং B বিন্দুর চেয়ে C বিন্দু অধিক পছন্দনীয় । সুতরাং নিরপেক্ষ মানচিত্রের যতই উপরের নিরপেক্ষ রেখায় পৌছা যায় ভােক্তার উপযােগের / তৃপ্তির পরিমাণ ততই বৃদ্ধি পায় ।




আর ও পড়ুন...

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?