রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে||রাষ্ট্র বিজ্ঞান কী ||রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়||রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও(What is Political Science): রাষ্ট্র বিজ্ঞান(Political Science): যে বিজ্ঞান রাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে এবং রাষ্ট্রের কার্যাবলি ও জনগনের আধিকার নিয়ে আলোচনা করে তাকে রাষ্ট্র বিজ্ঞান বলে। শব্দগত অর্থে: রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছ 'Political Science' ৷ এটি এসেছে গ্রিক শব্দ Polis থেকে ৷ যার অর্থ হল 'নগর' ৷ প্রাচীন গ্রিস ও রোমে প্রতিটি নগরকে এক একটি রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো ৷ তাই শাব্দিক অর্থে আমরা বলতে পারি যে; নগররাষ্ট্র সম্পর্কে এবং নগররাষ্ট্রের যাবতীয় সমস্যা ও সমাধান নিয়ে যে শাস্ত্রে আলোচনা হয় তাকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান ৷ আধুনিক অর্থে: বর্তমানে রাষ্ট্র বলতে নগররাষ্ট্রকে বুঝায় না ৷ সভ্যতার পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রের সংজ্ঞায়ও পরিবর্তন এসেছে ৷ পূর্বে রাষ্ট্রবিজ্ঞান বলতে বুঝাত সে শাস্ত্রকে; যে শাস্ত্র মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করত ৷ কিন্তু বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বলতে সমাজবিজ্ঞানের সে শাখাকে বুঝায়; যে শা...
মােট জাতীয় উৎপাদন ( Gross National Product -GNP)ও মোট দেশীয় উৎপাদন ( Gross domestic product - GDP ) কাকে বলে: মােট জাতীয় উৎপাদন ( Gross National Product -GNP): একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের মােট দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের অর্থ মূল্যকে মােট জাতীয় উৎপাদন ( GNP ) বলে। জাতীয় উৎপাদন হিসাব করার সময় দ্বৈত গণনা পরিহার করার জন্য কেবলমাত্র চূড়ান্ত দ্রব্যসামগ্রী হিসাব করা হয় । জাতীয় উৎপাদন পরিমাপের ক্ষেত্রে বিদেশে দেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট উৎপাদন মূল্য ধরা হয় , কিন্তু দেশে বিদেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট উৎপাদন মূল্য বাদ দেয়া হয় । অর্থাৎ - GNP = GDP + ( X - M ) " GNP = মােট জাতীয় উৎপাদন , GDP = মােট অভ্যন্তরীণ উৎপাদন , x = বিদেশে দেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট আয় ,M = দেশে বিদেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট আয় । GNP ধারণাটিকে দুভাবে পরিমাপ করা যায়: যথা ব্যয়ের দৃষ্টিকোণ থেকে : GNP = C + I + G এক্ষেত্রে , C = মােট বেসরকারি ভোগ ব্যয় ( Consumption ) T = মােট বেসরকারি বিনিয়ােগ ব্...
আপনার ব্লগে এসে অনেক কিছু জানতে পারলাম
ReplyDelete