DSE কি? || ঢাকা স্টক এক্সচেঞ্জ ( Dhaka Stock Exchange ) এর কার্যাবলী?
DSE কি? || ঢাকা স্টক এক্সচেঞ্জ ( Dhaka Stock Exchange ) এর কার্যাবলী: DSE(Dhaka Stock Exchange ): ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই বাংলাদেশের প্রধান ও প্রথম শেয়ার বাজার। দ্বিতীয় শেয়ার বাজার হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ডিএসই ঢাকার কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত মতিঝিল এলাকায় অবস্থিত। ১৯৫৪ সালে এটি গঠিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডি এস ই) “পাবলিক লিমিটেড কোম্পানি” হিসাবে নিবন্ধিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ “আর্টিকেলস অফ রুলস এন্ড রেগুলেশন্স এন্ড বাই-লজ”, “সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯”, “কোম্পানীজ আইন ১৯৯৪” এবং “সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩” দ্বারা শাসিত হয়ে থাকে। ১৮ আগস্ট, ২০১০ তারিখ পর্যন্ত এতে ৭৫০টিরও অধিক তালিকাভূক্ত প্রতিষ্ঠান সম্মিলিতভাবে পুঁজি বাজারে ৫০.২৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। এপ্রিল, ২০১২ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৩৫টি কোম্পানি, ৪০টি মিউচুয়াল ফান্ডস এবং ৮টি ডিবেঞ্চার তালিকাভুক্ত হয়েছে। এগুলির মোট মার্কেট পুঁজির পরিমাণ ৩২.৪৯ বিলিয়ন মার্কিন ডলার। ২৫ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা বোর্ড ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) ...