NNP কি? || NNP কাকে বলে? || What Is Net National Product? || GNP ও NNP এর মধ্যে পার্থক্য কি?
NNP কি? || NNP কাকে বলে:
NNP(Net National Product):
মােট জাতীয় উৎপাদন থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় বা জাতীয় অবচয় ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় উৎপাদন ( NNP ) বলে । NNP কে "purest form of income" বলা হয়।কোন নির্দিষ্ট সময়ে কোন অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য ( GNP ) থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় ( Capital Consumption Allowance - CCA ) বা অবচয় ব্যয় ( Depreciation cost ) বাদ দিলে যা থাকে তাকে বদ্ধ অর্থনীতির প্রেক্ষিতে নিট জাতীয় উৎপাদন বলে । মুক্ত অর্থনীতিতে NNP বের করার জন্য নিট রপ্তানি ( X - M) যােগ করতে হয় ।
●সমীকরণের সাহায্যে:
NNP = GNP - CCA বা DC ,
বা'NNP = C + I + G + ( X - M ) – CCA বা DC ; মুক্ত অর্থনীতি
বা , NNP = C + I + G - CCA . বদ্ধ অর্থনীতি ।
কারণ বদ্ধ অর্থনীতিতে GNP = GDP হয়। এক্ষেত্রে , X = রপ্তানি বা বিদেশে নিয়ােজিত দেশীয় উপকরণগুলাের আয় ।
M = আমদানি বা দেশে নিয়ােজিত বিদেশী উপকরণগুলাের আয় নির্দেশ করে ।
CCA বা DC হল মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় বা অবচয় ব্যয় ।
●GNP ও NNP এর মধ্যে পার্থক্যঃ
মােট জাতীয় উৎপাদন বা আয় ও নিট জাতীয় উৎপাদন বা আয় - এর মধ্যে পার্থক্য( Income and Differences between Gross National Product National Product / Income )জাতীয় আয় ধারণা বিশ্লেষণের ক্ষেত্রে মােট জাতীয় উৎপাদন ( GNP ) / আয় এবং নিট জাতীয় উৎপাদন ( NNP ) , আয় ধারণা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ।
উভয়ের মধ্যে যে সব পার্থক্য রয়েছে , তা নিম্নে উল্লেখ করা হল-
১ . সংজ্ঞা
কোন আর্থিক বছরে দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে মােট জাতীয় উৎপাদন ( GNP ) বলা হয় । মােট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যকে মােট জাতীয় আয় বলে।
পক্ষান্তরে,
মােট জাতীয় উৎপাদন থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় বা জাতীয় অবচয় ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় উৎপাদন ( NNP ) বলে । NNP এর আর্থিক মূল্যকে নিট জাতীয় আয় বলে ।
২ . সূত্র
GNP = C + I + G + ( X - M ) GNP = N NP + Depreciation cost
পক্ষান্তরে,
NNP = C + I + G + ( X - M ) - DC
GNP – অবচয়জনিত ব্যয় = GNP - Dc
৩ . পরিধিঃ
মােট জাতীয় উৎপাদন / আয়ের পরিধি | তুলনামূলকভাবে বিস্তৃত ।
পক্ষান্তরে,
নিট জাতীয় উৎপাদন / আয়ের পরিধি তুলনামূলকভাবে সংকীর্ণ ।
৪ . পরিমাপের দিকঃ
পরিমাপের দৃষ্টিকোণ থেকে GNP একটি থেকে সহজ ধারণা ।
পক্ষান্তরে,
পরিমাপের দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে NNP পরিমাপ করা কঠিন ।
৫ . অর্থনৈতিক অবস্থার সঠিক নির্দেশনাঃ
কোন দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক নির্দেশনা GNP থেকে পাওয়া যায় না ।
পক্ষান্তরে,
কোন দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক নির্দেশনা NNP থেকে পাওয়া যায় ।
৬ . বিনিয়ােগ ব্যয়ঃ
GNP তে মােট বিনিয়ােগ ব্যয় ধরা হয় । যেমন , GNP = C + IG + G + ( x – M ) এক্ষেত্রে IG = মােট বিনিয়ােগ ব্যয় ।
পক্ষান্তরে,
NNP তে নিট বিনিয়ােগ ব্যয় ধরা হয় ।যেমন , NNP = C + In + G + ( X - M ) ।
এক্ষেত্রে In = নিট বিনিয়ােগ ব্যয় ।
৭ . তুলনামূলক ধারণাঃ
GNP দ্বারা একটি দেশকে অন্য দেশের
সঙ্গে তুলনা করা যায় না ।
পক্ষান্তরে,
NNP দ্বারা একটি দেশের সঙ্গে অন্য সঙ্গে দেশের তুলনা করা যায় ।
৮ . সময়ঃ
GNP ধারণাটি স্বল্পকালীন বিষয় বিবেচনার জন্য খুবই প্রয়ােজনীয়।
পক্ষান্তরে,
NNP ধারণাটি দীর্ঘকালীন ধারণা লাভের
জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
৯ . জনগণের জীবন - যাত্রার মানঃ
GNP হতে দেশের জনগণের জীবনযাত্রার মান সঠিকভাবে জানা যায় না ।
পক্ষান্তরে,
NNP হতে দেশের জনগণের জীবনযাত্রার মান জানা যায় ।
১০ . মাথাপিছু আয়ঃ
GNP দ্বারা মাথাপিছু আয় নির্ণয় করা হয়
না।
পক্ষান্তরে,
NNP দ্বারা মাথাপিছু আয় নির্ণয় করা হয় । কারণ এর মধ্যে অবচয় ব্যয় নেই ।
১১ . চাঁদার হারঃ
GNP দ্বারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাঁদার হার নির্ধারিত হয় না ।
পক্ষান্তরে,
NNP দ্বারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাঁদার হার নির্ধারিত হয় ।
১২ . অর্থনৈতিক গুরুত্বঃ
GNP ধারণাটির অর্থনৈতিক গুরুত্ব কম হলেও অধিক ব্যবহৃত হয় ।
পক্ষান্তরে,
NNP ধারণাটির অর্থনৈতিক গুরুত্ব তুলনা মূলকভাবে অধিক হলেও এর ব্যবহার কম । কারণ পর্যাপ্ত ও নির্ভুল তথ্যের অভাবে অবচয়জনিত ব্যয়ের সঠিক হিসাব পাওয়া যায় না ।
উপরের পার্থক্য থেকে বলা যায় , মােট জাতীয় আয়ের মধ্যে নিট জাতীয় আয়ের অস্তিত্ব বিদ্যমান , কিন্তু নিট জাতীয় আয়ের মধ্যে মােট জাতীয় আয় নেই ।
vlo
ReplyDelete