মুদ্রাসংকোচন বলতে কী বোঝায়?( What is meant by Deflation?) || মুদ্রাসংকোচন কাকে বলে? || মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচনের মধ্যে পার্থক্য আলোচনা কর?
মুদ্রাসংকোচন বলতে কী বোঝায়?( What is meant by Deflation?):
মুদ্রাসংকোচন (Deflation):
মুদ্রাসংকোচন হল মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা । যখন দেশে দ্রব্যসামগ্রীর যােগান অপেক্ষা অর্থের যােগান কম হয় , এর ফলে দামস্তর ক্রমাগত ও অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে তখন তাকে মুদ্রাসংকোচন বলে । এই অবস্থায় উৎপাদন ও আয় হ্রাস পায় , বেকারত বদ্ধি পায় , জাতীয় আয় ক্রমশ হ্রাস পায় এবং সকল অথনৈতিক । কর্মকাণ্ড নিম্নগামী হয়।অর্থনীতিবিদ পল এইনজিগ ( Paul Einzig ) - এর মতে , “ মুদ্রাসংকোচন এরূপ একটি অভারসাম্য যেখানে মূল্যস্তরের নিম্নমুখিতার প্রতিক্রিয়া হিসেবে অর্থনৈতিক শক্তি সঙ্কুচিত হয়ে আসে ।"
অধ্যাপক স্যামুয়েলসনের মতে , “ মুদ্রা সংকোচন বলতে এমন অবস্থা বােঝায় যখন অধিকাংশ দ্রব্যসামগ্রীর মূল্য ও উৎপাদন ব্যয় হ্রাস পেতে থাকে । ” ( " By deflation we mean a time when most price and costs are falling . " - Samuelson . ) ।
অতএব সংক্ষেপে বলা যায় , যখন কোন দেশে দ্রব্যের যােগান অপেক্ষা মুদ্রার যােগান কম হয় এবং মূল্যস্তরের ক্রমাবনতি ঘটে , তখন তাকে মুদ্রা সংকোচন ( Deflation ) বলা হয় ।
মুদ্রা সংকোচনের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ:
১ . দামস্তর হ্রাস পায় ।২ . বিনিয়ােগ , কর্মসংস্থান , উৎপাদন হ্রাস পায় এবং বেকারত্ব বৃদ্ধি পায় ।
৩ .ব্যবসায়ের মুনাফা হ্রাস পায় ।
৪ . সামগ্রিক চাহিদা হ্রাস পায় ।
৫ .জনগণের জীবনযাত্রার মান হ্রাস পায় ৬ . অর্থনীতিতে মন্দাবস্থা দেখা দেয় ।
রেখাচিত্র:
মুদ্রাসংকোচন |
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ , লম্ব অক্ষে। S যােগান রেখা এবং D1 , D2 , চাহিদা রেখা নির্দেশ করে । চিত্র থেকে বোঝা যায় , পূর্ণ নিয়ােগ স্তরে oqf যােগান স্থির অবস্থায় , চাহিদা হ্রাস পেয়ে D1থেকে D2 , হলে দামস্তরও হ্রাস পাবে P1P2 , পরিমাণ । এক্ষেত্রে মুদ্রাসংকোচন প্রভাব P1P2ba পরিমাণ ।
# মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচন অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা এই ধারণা দুটির মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
●১ । সংজ্ঞা : যখন অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হয় , তাকে মুদ্রাস্ফীতি বলে ।
কিন্তু পূর্ণ নিয়ােগের সঙ্গে জড়িত দামস্তর অপেক্ষা চলতি দামস্তর যদি নেমে যায় তবে দেশের আয় ও নিয়ােগ কমে , সেই অবস্থাকে মুদ্রাসংকোচন বলে ।
●২। বিনিয়োগ:
মুদ্রাস্ফীতিতে বিনিয়োগ বৃদ্ধি পায় ,কিন্তু মুদ্রাসংকোচনে বিনিয়োগ হ্রাস পায় ।
● ৩। অর্থের মূল্য :
মুদ্রাস্ফীতিতে অর্থের মূল্য হ্রাস পায়,কিন্তু মুদ্রাসংকোচনে অর্থের মূল্য বৃদ্ধি পায়।
●৪ । দামস্তর :
মুদ্রাস্ফীতিতে দামস্তর বৃদ্ধি পায় ,কিন্তু মুদ্রাসংকোচনে দামস্তর হ্রাস পায় ।
●৫ । উৎপাদন :
মৃদু মুদ্রাস্ফীতিতে উৎপাদন বৃদ্ধি পায় কিন্তু মুদ্রাসংকোচনে উৎপাদন হ্রাস পায় ।
●৬ । সামগ্রিক চাহিদা :
মুদ্রাস্ফীতিতে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়
কিন্তু মুদ্রাসংকোচনে সামগ্রিক চাহিদা হ্রাস পায় ।
●৭ । কর্মসংস্থান : মুদ্রাস্ফীতিতে কর্মসংস্থান বৃদ্ধি পায় কিন্তু মুদ্রাসংকোচনে কর্মসংস্থান হ্রাস পায় ।
●৮। প্রবৃদ্ধি :
অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মুদ্রাস্ফীতি সহায়ক কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মুদ্রাসংকোচ ক্ষতিকর প্রভাব ফেলে ।
●৯ । চিত্র:
চিত্রে ভূমি অক্ষে প্রকৃত উৎপাদন Y এবং লম্ব অক্ষে দামস্তর P , AD * হল সামগ্রিক চাহিদা এবং f দ্বারা পূর্ণ নিয়ােগ নির্দেশ । করে ।
চিত্রানুযায়ী পূর্ণ নিয়ােগের উৎপাদন Yf , স্থির থেকে সামগ্রিক চাহিদা ADf থেকে AD2 হলে ab পরিমাণ মুদ্রাস্ফীতি ( মুদ্রাস্ফীতি ব্যবধান ) এবং সামগ্রিক চাহিদা AD1 , হলে ac পরিমাণ মুদ্রাসংকোচন দেখা দেয় । ac পরিমাণকে মুদ্রাসংকোচন মুদ্রাসংকোচন ব্যবধানও বলে ।
এভাবে মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচনের মধ্যে স্পষ্ট পার্থক্য আলােচনা করা যায় । |
চিত্রানুযায়ী পূর্ণ নিয়ােগের উৎপাদন Yf , স্থির থেকে সামগ্রিক চাহিদা ADf থেকে AD2 হলে ab পরিমাণ মুদ্রাস্ফীতি ( মুদ্রাস্ফীতি ব্যবধান ) এবং সামগ্রিক চাহিদা AD1 , হলে ac পরিমাণ মুদ্রাসংকোচন দেখা দেয় । ac পরিমাণকে মুদ্রাসংকোচন মুদ্রাসংকোচন ব্যবধানও বলে ।
এভাবে মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচনের মধ্যে স্পষ্ট পার্থক্য আলােচনা করা যায় । |
Comments
Post a Comment