উপযোগ বলতে কী বুঝায়?(what is meant by utility?) || উপযোগ কাকে বলে? || উপযোগ কী?উপযোগ কত প্রকার?

 উপযোগ বলতে কী বুঝায়?(what is meant by utility?):

উপযোগ (Utility):

সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো দ্রব্যের উপকারিতাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে উপযোগ কথাটির বিশেষ অর্থ বহন করে ।অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর মধ্যে ভোক্তার অভাব পূরণ করার যে ক্ষমতা থাকে, তাকে উপযোগ (Utility) বলে। যেমন– খাদ্য মানুষের ক্ষুধার অভাব পূরণ করে, কিংবা শিক্ষা মানুষের জ্ঞানের অভাব পূরণ করে থাকে। খাদ্য অথবা শিক্ষার এরূপ অভাব পূরণের ক্ষমতাকেই উপযোগ (Utility) বলে।অর্থনীতিতে উপযোগ ধারণার সঙ্গে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। অতএব নৈতিকতার প্রশ্নে না গিয়ে অতি সহজভাবে বলতে পারি, দ্রব্য বা সেবার যে ক্ষমতা মানুষের অভাব মেটাতে সক্ষম, সে ক্ষমতাকেই অর্থনীতিতে উপযোগ বলে।

অর্থনীতিবিদ মেয়ার্স বলেন,"উপযোগ হল কৌন দ্রব্যের ঐ বিশেষ গুন বা ক্ষমতা যা মানুষের অভাব পূরন করতে পারে"।

উপযোগ এর বৈশিষ্ট্য:

উপযোগের বৈশিষ্ট্যসমূহ নিচে তুলে ধরে হলো–

●উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য।
●উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য।
●অর্থের প্রান্তিক উপযোগ স্থির।
●উপযোগ একটি মানসিক ধারণা।●ভোগের মাধ্যমে উপযোগ প্রকাশ পায়।●উপযোগের ক্ষেত্রে নীতি-নৈতিকতার বিষয়টি বিবেচিত হয় না।
●স্থান-কাল-পাত্রভেদে উপযোগের পার্থক্য হয়।

উপযোগের প্রকারভেদ:

উপযোগকে তিন ভাগে ভাগ করা যায়-

১।মোট উপযোগ
২।প্রান্তিক উপযোগ
৩।ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ




আর ও পড়ুন...

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?