মুদ্রাস্ফীতি বলতে কি বুঝায়?(What is meant by Inflation?) || মুদ্রাস্ফীতি কত প্রকার ও কি কি?

মুদ্রাস্ফীতি বলতে কি বুঝায়:

মুদ্রাস্ফীতি (inflation):

সাধারণত মুদ্রাস্ফীতি বলতে এমন একটি অবস্থা বুঝায় যখন দ্রব্যমূল্য অস্বাভাবিকরূপে বেড়ে যায় এবং অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পেতে থাকে । ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে , অর্থের পরিমাণ বৃদ্ধিই হল মুদ্রাস্ফীতি অর্থাৎ কোন দেশে মােট অর্থের যোগান তার চাহিদার তুলনায় বেশি হলে মুদ্রাস্ফীতি দেখা দেয় ।

নিম্নে মুদ্রাস্ফীতির কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা প্রদান করা হলাে -

●অধ্যাপক স্যামুয়েলসন এর ভাষায় , “ অধিকাংশ দ্রব্যসামগ্রী ও উৎপাদনের উপাদানগুলাের দাম বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হয় । ”
● অধ্যাপক পিগু বলেন , “ উৎপাদন প্রচেষ্টা অপেক্ষা মানুষের আর্থিক আয় যদি বেশি হয় তবে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয় । ”
●অধ্যাপক গ্রেগরী বলেন “ ক্রয় ক্ষমতার অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধিই হচ্ছে মুদ্রাস্ফীতি ” ।
●অর্থনীতিবিদ কুলবর্ন এর মতে , “ মুদ্রাস্ফীতি হল এরূপ একটি পরিস্থিতি যেখানে অত্যাধিক পরিমাণ অর্থ অতি সামান্য পরিমাণ দ্রব্য  সামগ্রীর পশ্চাতে ধাবিত হয় । ”

●অর্থনীতিবিদ ক্রাউথার - এর মতে “ মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমেই হ্রাস পায় অর্থাৎ দ্রব্যমূল্য ক্রমে বৃদ্ধি পায় । ”
●অর্থনীতিবিদ কেমারার মতে , “ যখন দেশে মােট মুদ্রার যােগান চাহিদার তুলনায় বৃদ্ধি প্রাপ্ত হয়ে পণ্যসামগ্রীর দাম বৃদ্ধি করে তখন মুদ্রাস্ফীতি ঘটে "।

●অধ্যাপক কেইনসের মতে , “ পূর্ণ নিয়ােগ ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ স্থির থেকে মােট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দাম স্তর বাড়ে , তবে তাই হবে প্রকৃত মুদ্রাস্ফীতি । ”


সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে মুদ্রাস্ফীতির নিম্নলিখিত বৈশিষ্ট্য পাওয়া যায়

১ . দামস্তর ক্রমাগতভাবে বৃদ্ধি পায় ।
২ . অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায় ।
৩ . স্বল্প পরিমাণ দ্রব্যের জন্য অধিক অর্থ ব্যয় হয় ।
৪.সামগ্রিক যােগান ( AS ) অপেক্ষা সামগ্রিক চাহিদা ( AD ) বৃদ্ধি পায় ।
৫.মৃদু মুদ্রাস্ফীতি ( Creeping inflation ) বিনিয়ােগ , কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক ।
৬ . উল্লম্ফন বা Hyper / galloping inflation ( লাফিয়ে লাফিয়ে ) যা অর্থনীতিতে চরম ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি করে ।


রেখাচিত্র :


মুদ্রাস্ফীতি
চিত্র বিশ্লেষণ:

চিত্রে ভূমি অক্ষে উৎপাদন , লম্ব অক্ষে দামস্তর , S হল যােগান রেখা ( বা সামগ্রিক যােগান AS ) এবং D1ও D2, হল চাহিদা রেখা ( বা সামগ্রিক চাহিদা AD ) । চিত্র থেকে দেখা যায় , পূর্ণ নিয়ােগস্তরের উৎপাদন OYf অবস্থায় যােগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেয়ে D1 থেকে D2 হলে দামস্তরও বৃদ্ধি পাবে ab বা P1P2 পরিমাণ । সুতরাং মুদ্রাস্ফীতির পরিমাণ হল P1P2ba ।


সংক্ষেপে বলা যায় , যখন দেশে প্রচলিত অর্থের পরিমাণ উৎপাদিত মােট দ্রব্যসামগ্রীর তুলনায় অধিক হয় এবং এর ফলে দ্রব্যমূল্য বা দামস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তখন তাকে মুদ্রাস্ফীতি বলা হয় ।

মুদ্রাস্ফীতির প্রকার ভেদ বা শ্রেণীবিভাগ (Types of Inflation) :

মুদ্রাস্ফীতির কারণ ও দামস্তর বৃদ্ধির গতিবেগ অনুসারে মুদ্রাস্ফীতিকে নিম্নোক্ত কয়েক শ্রেণীতে ভাগ করা হয়েছে -

ক . কারণ অনুসারে প্রকারভেদ:

১ । ঋণজনিত মুদ্রাস্ফীতি ( Credit inflation )
২। মুদ্রাজনিত মুদ্রাস্ফীতি ( Money inflation )
৩।মজুরি ও মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি (wage and profit induced inflation )
৪।ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি ( Deficit - induced inflation ) 
৫। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ( Demand puli inflation )
৬। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ( Cost push inflation )  

খ. মুদ্রাস্ফীতির সম্ভাবনা ও দমনমূলক নীতি প্রকারভেদ:

১ । অবাধ মুদ্রাস্ফীতি ( open inflation ) 
২। দমিত মুদ্রাস্ফীতি ( Suppressed inflation )

গ . দামস্তরের গতিবেগ অনুসারে প্রকারভেদ:

১ । মৃদু মুদ্রাস্ফীতি ( Mild inflation )
২।উল্লম্ফনশীল মুদ্রাস্ফীতি( Galloping inflation ) 

ঘ .কীনসীয় প্রকারভেদ:

১ । প্রকৃত মুদ্রাস্ফীতি ( Real Inflation )
২ । অর্ধ - মুদ্রাস্ফীতি ( Semi inflation




আর ও পড়ুন...

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?