জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ কি? || (What is National Income Circular Flow?)

জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ:(National Income - Circular Flow



উৎপাদন বা ব্যবসায় ক্ষেত্রের সাথে নাগরিক ও পারিবারিক ক্ষেত্রের  বিনিময় প্রবাহকে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বলে ।

●জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি সর্ব প্রথম প্রফেসর পি . এ . স্যামুয়েলসন ( Prof . P . A . Samuelson ) প্রদান করেন । 
তার মতে , “ জাতীয় আয় হল একটি প্রবাহ ধারণা ( National Income is a flow concept ) , যার মধ্যে সন্নিবিষ্ট রয়েছে উৎপন্ন সামগ্রীর প্রবাহ ও উৎপাদন কাজে নিযুক্ত উপকরণগুলাের আয়ের প্রবাহ।

 ● এই ধারণা সম্পর্কে আর . জি . লিপসি ( R . G . Lipsey ) বলেন , আয়ের চক্রাকার প্রবাহ দেশের পরিবারবর্গ হতে দেশের ফার্ম বা উৎপন্ন  খাতসমূহের কাছে অর্থ প্রবাহ এবং এর বিপরীত প্রবাহ প্রক্রিয়া হল জাতীয় আয়ের বৃত্তাকার প্রবাহ । ”

 উপরের সংজ্ঞাদ্বয় পর্যালােচনা করলে বলা যায় , 
জাতীয় আয়ের বৃত্তাকার প্রবাহে দ্বিমুখী প্রবাহ রয়েছে । যথাঃ

( ক ) দ্রব্য ও সেবা প্রবাহ ( Goods and services flow ) 
( খ ) আর্থিক আয় প্রবাহ ( Income or earning flow ) 

এ দুটি খাতের মধ্যে কীভাবে আয় ব্যয়ের প্রবাহ হয় তা ব্যাখ্যার জন্য কতিপয় অনুমিত শর্ত গ্রহণ করা হয়।

১ . বদ্ধ অর্থনীতি বিবেচ্য , অর্থাৎ সরকারি খাত ও বহির্বাণিজ্য খাত নেই । 

২ . জনগণ ও ফার্ম এই দুটি খাত বিবেচ্য ।

 ৩ .জনগণ বলতে কেবলমাত্র ভােক্তাকে বােঝায় ।

 ৪ . আয়ের সম্পূর্ণ অংশ ভোগের ক্ষেত্রে ব্যয়িত হয় । 


চিত্রে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ  

জাতীয় আয়ের - চক্রাকার প্রবাহ ধারণাটি ব্যাখ্যা কর? ||  (What is National Income - Circular Flow?)
জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ
বিশ্লেষণ :
 ( ক ) দ্রব্য ও সেবা প্রবাহ :

 উৎপাদন প্রতিষ্ঠান পরিবার থেকে উপকরণ ( ভূমি , শ্রম , মূলধন ও সংগঠন ) নিয়ােগের ফলে , উৎপাদিত দ্রব্য ও সেবা তথা উৎপন্ন প্রবাহ পরিবারের চাহিদা মেটানাের জন্য উৎপাদন খাত থেকে পরিবার খাতের দিকে প্রবাহিত হয় । ক্রয়কৃত এ দ্রব্য ও সেবা ভােগের উপর উৎপাদন নির্ভরশীল ।

 ( খ ) আয় প্রবাহ:

 পরিবার খাত উপকরণ - সেবা বিক্রির মাধ্যমে আয় ( খাজনা + মজুরি + সুদ + মুনাফা ) অর্জন করে । উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম উৎপাদন চালু রাখার জন্য প্রয়ােজনীয় উপকরণ - সেবা পরিবারের নিকট থেকে ক্রয় করে । তাই ফার্মের ব্যয় পরিবারের আয় হিসেবে বিবেচিত হয় । উপরের আলােচনা থেকে বােঝা যায় , The two - sector model which consists of only household and firm sectors represents a private closed economy in which there is no government and no foreign trade . 


এক্ষেত্রে বলা যায় , একটি বদ্ধ অর্থনীতিতে শিল্পখাত থেকে জনগণের নিকট আয়ের প্রবাহ , জনগণের কাছ থেকে শিল্পের কাছে ব্যয়ের প্রবাহ পরিবর্তিত হয় । আবার জনগণের কাছে শিল্পখাত হতে দ্রব্য ও সেবা আসে । অনুরূপভাবে শিল্পখাত জনগণ থেকে উৎপাদনের বিভিন্ন উপকরণ পেয়ে থাকে । এভাবেই জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ( circular flow ) আবর্তিত হয়ে থাকে ।

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?