Posts

Showing posts from March, 2024

অনুপার্জিত আয় কি?-চিত্রসহ ব্যাখ্যা।।অনুপার্জিত আয় কাকে বলে?।।what is Unearned Income?।।অনুপার্জিত আয়ের কারণ কি?।।what is the reason of Unearned Income?

Image
 অনুপার্জিত আয় কি?-চিত্রসহ ব্যাখ্যা।।অনুপার্জিত আয় কাকে বলে?।।what is Income?।।অনুপার্জিত আয়ের কারণ কি?।।what is the reason of Unearned Income? অনুপার্জিত আয় (Unearned Income):   দেশে লোকসংখ্যা বৃদ্ধি পেলে, অর্থনৈতিক উন্নতি হলে, সাধারণভাবে জমির দাম অত্যধিক বৃদ্ধি পায়। এক্ষেত্রে জমির মালিক কোন বাড়তি পরিশ্রম বা বিনিয়োগ না করে যে অতিরিক্ত আয় অর্জন করে, তাকে অনুপার্জিত আয় বলে। একটি দেশের আর্থ-সামাজিক অবকাঠামোর উন্নয়ন ঘটলে অর্থাৎ রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, নালানর্দমা, শিল্প, কলকারখানা, ব্যাংক-বিমা, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ব্যবস্থার উন্নয়ন ঘটলে সে দেশের ভূমির মালিকের আয় বৃদ্ধি পায়। বিনা পরিশ্রমে অর্জিত ভূমির মালিকের এই আয়কেই অনুপার্জিত আয় বলে। বিভিন্ন অর্থনীতিবিদ অনুপার্জিত আয় এর ব্যাখ্যা দেন - অর্থনীতিবিদ চ্যাপম্যান-এর মতে, "সামাজিক অগ্রগতির বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্যসামগ্রীর যে মূল্য বৃদ্ধি পায়, তাকে অনুপার্জিত আয় বলে।” আবার, অর্থনীতিবিদ হেনরি জর্জ তাঁর "Progress and Poverty" গ্রন্থে এ সম্পর্কে ধারণা দেন যে, সমাজের প্রগতির ফলে যেহেতু এই আয়ের সৃষ্টি, তাই এই ধরনের আয় সরকারে...

অর্থের মূল্য পরিবর্তন কি?।।অর্থের মূল্য পরিবর্তন কাকে বলে?।।what is the Changes in the Value of Money?

Image
 অর্থের মূল্য পরিবর্তন কি?।।অর্থের মূল্য পরিবর্তন কাকে বলে?।।what is the Changes in the Value of Money? অর্থের মূল্য পরিবর্তন (Changes in the Value of Money)    অর্থের মূল্য অর্থের ক্রয়ক্ষমতার উপর নির্ভরশীল। সুতরাং অর্থের মূল্য পরিবর্তন বলতে অর্থের ক্রয়ক্ষমতার পরিবর্তনকে বোঝানো হয়। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের তুলনায় বেশি দ্রব্য ও সেবা ক্রয় করা যায়, তাহলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। বিপরীত অবস্থায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের তুলনায় কম পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় সেক্ষেত্রে অর্থের মূল্য হ্রাস পায়।  সুতরাং পণ্যদ্রব্যের দামস্তর পরিবর্তনের সাথে অর্থের ক্রয়ক্ষমতার যে পরিবর্তন হয়, তাকেই অর্থের মূল্য পরিবর্তন (Changes in the value of money) বলা হয়।  সংক্ষেপে বলা যায়, সময়ের ব্যবধানে দামস্তর বাড়লে অর্থের মূল্য কমে এবং দামস্তর কমলে অর্থের মূল্য বাড়ে।  ধারণাটি নিম্নে চিত্রের সাহায্যে দেখান হল:         চিত্র : অর্থমূল্যের পরিবর্তন চিত্র বিশ্লেষণ: চিত্রে দামস্তর OP₁ হতে OP2 তে বাড়লে অর্থমূল্য OVm₁ হতে OVm2...

মুনাফা কাকে বলে?।।মুনাফা কি।।মুনাফা বলতে কি বুঝ?।।What is Profit?

Image
মুনাফা  কাকে বলে?।।মুনাফা  কি।।মুনাফা বলতে কি বুঝ?।।What is Profit?  মুনাফার সংজ্ঞা (Definition of Profit):    উদ্যোক্তার ব্যবসায় পরিচালনার পারিশ্রমিক হল মুনাফা।মুনাফা হল একটি ব্যবসার আর্থিক সাফল্যের একটি পরিমাপ এবং একটি ব্যবসা কার্যকর কিনা তা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। মুনাফা হলো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে পরিমাণ অর্থ বা সম্পদ বাড়ে তাকে মুনাফা বলে। অর্থাৎ, মুনাফা = আয় - ব্যয়।  আমরা জানি, উৎপাদক কোন নির্দিষ্ট দ্রব্য উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ (যেমন ভূমি, শ্রম ও মূলধন) নিয়োগ করে। মোট উৎপাদিত দ্রব্য বিক্রয় থেকে মোট আয় পাওয়া যায়। উক্ত মোট আয় থেকে উপকরণের প্রাপ্য অংশ (খাজনা, মজুরি ও সুদ) বাদ দিলে যা অবশিষ্ট থাকে, তাই উৎপাদক বা সংগঠকের প্রাপ্য অংশ 'মুনাফা'।  সংক্ষেপে বিক্রয়লব্ধ আয় থেকে উৎপাদনের চুক্তিভিত্তিক ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলা হয়।  বিভিন্ন অর্থনীতিবিদ 'মুনাফা'কে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেন।  অধ্যাপক মার্শালের মতে , "উদ্যোক্তার ব্যবসায় পরিচালনা কাজের পারিশ্রমিক হল মুনাফা।  অধ্যা...

অবাধ বাণিজ্য বলতে কি বুঝায়?।।অবাধ বাণিজ্য কাকে বলে?।।what is Free Trade?

  অবাধ বাণিজ্য বলতে কি বুঝায়?।।অবাধ বাণিজ্য কাকে বলে?।।what is Free Trade ? অবাধ বাণিজ্য ( Free Trade) দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য ও সেবা বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাঁধা না থাকলে তাকে অবাধ বাণিজ্য বলে। সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যের উপর কোনো রকম বিধি-নিষেধ না থাকলে বাণিজ্যের সেই অবস্থাকে অবাধ বাণিজ্য (free trade) বলে। অবাধ বাণিজ্য সম্পর্কে বলা যায়, Trade that is free of artificial barriers that would restrict the movement of goods between countries. অর্থাৎ, অবাধ বাণিজ্য হচ্ছে কৃত্রিম প্রতিবন্ধকতা হতে মুক্ত যা দুটি দেশের মধ্যে দ্রব্যের চলাচলকে নিয়ন্ত্রণ করে। অবাধ বাণিজ্যের ক্ষেত্রে দেশের আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের লক্ষ্যে কোনো আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক বা কোটা আরোপ করা হয় না। ক্ল্যাসিক্যাল তত্ত্ব বা চিন্তাধারার সাথে সঙ্গিত রেখে সমগ্র বিশ্বে অবাধ বাণিজ্য প্রচলিত হতে থাকে। পরবর্তীকালে অর্থনীতির সাথে সামঞ্জস্য রক্ষার স্বার্থে সংরক্ষণ বাণিজ্য অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে সমগ্র পৃথিবীতে অর্থনীতির উপর সরকারি হস্তক্ষেপ বা রাষ্ট্রের নিয়ন্ত্রণ অত্যাবশ্যকী...

সরকারি অর্থব্যবস্থা কী?।।অথবা সরকারি অর্থব্যবস্থা বলতে কী বুঝায়?।।সরকারি অর্থ ব্যবস্থাপনা বলতে কী বুঝ ?।।what is Public Finance?

 সরকারি অর্থব্যবস্থা কী?।।অথবা সরকারি অর্থব্যবস্থা বলতে কী বুঝায়?।।সরকারি অর্থ ব্যবস্থাপনা বলতে কী বুঝ ?।।what is  Public Finance? সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞা(Definition of Public Finance) 'সরকারি অর্থব্যবস্থা' হল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। বেশির ভাগ অর্থনীতিবিদ সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝান।  অর্থাৎ অর্থনীতির যে অংশ সরকার ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের আয়-ব্যয় সঞ্চয় ও বিনিয়োগ ইত্যাদি নীতি ও পদ্ধতি নিয়ে আলোচনা করে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। মূলত স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের সকল প্রতিষ্ঠানে সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং এই ব্যয় কীভাবে, কোন্ নীতিতে, কোন্ উৎস হতে সম্পদ আহরণ করে করা হবে, এতে জনগণের জীবনমানের কী পরিবর্তন হবে, জনগণের ভবিষ্যৎ চাহিদা পূরণের জন্য কী ধরনের বিনিয়োগ এবং কে করবে, তা সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হয়।  এ প্রসঙ্গে বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা পর্যালোচনা করা যায় : • অধ্যাপক ডালটন (F. H. Dalton) বলেন, "সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়-ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধ...

চাহিদা সূচী(Demand Schedule) ও চাহিদা রেখা (Demand Curve) কাকে বলে?।। চাহিদা সূচী ও রেখার পার্থক্য?।। What is Demand Schedule and Demand Curve? Difference between Demand Index and Demand Line?

Image
  চাহিদা সূচী (Demand Schedule)   ও    চাহিদা রেখা  (Demand Curve)  কাকে বলে?।।  চাহিদা  সূচী ও  রেখার  পার্থক্য?।। What is Demand Schedule and Demand Curve?।।  Difference between Demand schedule  and Demand curve?   চাহিদা সূচি ও চাহিদা রেখা কি দ্রব্যের দাম এবং  চাহিদার  পরিমাণের মধ্যকার সম্পর্ক যখন তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে  চাহিদা সূচি  বলা হয় এবং দ্রব্যের দাম এবং  চাহিদার  পরিমাণের মধ্যকার সম্পর্ক যখন রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদারেখা বলা হয়।  A demand schedule is a table that shows the quantity demanded at each price.  A demand curve is a graph that shows the quantity demanded at each price.  অর্থাৎ  চাহিদা সূচি ও চাহিদা রেখা  মূলত  চাহিদা বিধি  প্রকাশের দুটি ভিন্ন পদ্ধতি মাত্র । চাহিদা   সূচি  (Demand Schedule) অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোন ভোক্তা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব...

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?