মুনাফা কাকে বলে?।।মুনাফা কি।।মুনাফা বলতে কি বুঝ?।।What is Profit?

মুনাফা  কাকে বলে?।।মুনাফা  কি।।মুনাফা বলতে কি বুঝ?।।What is Profit?


 মুনাফার সংজ্ঞা (Definition of Profit):


   উদ্যোক্তার ব্যবসায় পরিচালনার পারিশ্রমিক হল মুনাফা।মুনাফা হল একটি ব্যবসার আর্থিক সাফল্যের একটি পরিমাপ এবং একটি ব্যবসা কার্যকর কিনা তা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। মুনাফা হলো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে পরিমাণ অর্থ বা সম্পদ বাড়ে তাকে মুনাফা বলে। অর্থাৎ, মুনাফা = আয় - ব্যয়।

 আমরা জানি, উৎপাদক কোন নির্দিষ্ট দ্রব্য উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ (যেমন ভূমি, শ্রম ও মূলধন) নিয়োগ করে। মোট উৎপাদিত দ্রব্য বিক্রয় থেকে মোট আয় পাওয়া যায়। উক্ত মোট আয় থেকে উপকরণের প্রাপ্য অংশ (খাজনা, মজুরি ও সুদ) বাদ দিলে যা অবশিষ্ট থাকে, তাই উৎপাদক বা সংগঠকের প্রাপ্য অংশ 'মুনাফা'। 

সংক্ষেপে বিক্রয়লব্ধ আয় থেকে উৎপাদনের চুক্তিভিত্তিক ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলা হয়।


 বিভিন্ন অর্থনীতিবিদ 'মুনাফা'কে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেন। 

  • অধ্যাপক মার্শালের মতে, "উদ্যোক্তার ব্যবসায় পরিচালনা কাজের পারিশ্রমিক হল মুনাফা। 

  • অধ্যাপক টাউজিগ (Taussig) বলেন, "মুনাফা হল উদ্যোক্তার কর্মদক্ষতার পারিশ্রমিক।"

  • অর্থনীতিবিদ স্যুমপিটার (J. Schumpeter) বলেন, "সংগঠকের উদ্যোগ ও উদ্ভাবন সংক্রান্ত পুরস্কার হল উদ্যোক্তার মুনাফা।"


  • রাল্ফ টি. বার্নস্ এবং জেরাল্ড ডব্লিউ স্টোন-এর মতে, "ব্যবসায়ের ঝুঁকিবহন, উৎপাদনশীল কার্যাবলির সংগঠন ও উৎপাদন ক্ষেত্রে নতুনত্ব আনয়নের পুরস্কারই হল উদ্যোক্তার মুনাফা।" ("The entrepreneur's profit is a reward for bearing business risks, organising productive activities and introducing innovations."Ralph T. Byrns and Gerald W. Stone).


  •  অধ্যাপক কার্ডারের মতে, "মুনাফা ঝুঁকি বহনের পুরস্কার নয় বরং তা উদ্যোক্তার ঝুঁকি হ্রাস করার দক্ষতার পুরস্কার।" ("Profits arise not because risks are borne but because superior entrepreneurs are able to reduce them. Prof. Carver)


অতএব বলা যায়, উদ্যোক্তা তার দক্ষতা ও দূরদর্শিতার দ্বারা ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করতে পারে বলেই সে মুনাফা অর্জন করে। অর্থাৎ মুনাফা হল উদ্যোক্তার ব্যবসায় পরিচালনার বিনিময় মূল্য।


মুনাফার বৈশিষ্ট্য: উপরিউক্ত সংজ্ঞাসমূহ পর্যালোচনা করলে মুনাফার নিম্নোক্ত বৈশিষ্ট্য পাওয়া যায়। যথা-

ক. মুনাফা হল উৎপাদকের অবশিষ্ট আয়। 

খ. মুনাফা উদ্যোক্তার উদ্ভাবনী ক্ষমতা এবং দক্ষতার উপর নির্ভরশীল।

গ. মুনাফার পরিমাণ কখনও কখনও ঋণাত্মক (-ve) হতে পারে (হিসাবগত অর্থে)। 

ঘ. অন্য উপকরণের মূল্য অপেক্ষা মুনাফা অধিক পরিবর্তনশীল।


সূত্রাকারে: 

মুনাফা =মোট বিক্রয়লব্ধ আয় - মোট উৎপাদন খরচ বা, π = TR - TC।

 এখানে,π (পাই)= মুনাফা, TR = মোট আয়, এবং TC = মোট ব্যয়। উদ্যোক্তার পারিশ্রমিক মোট ব্যয়ের মধ্যে ধরা হয়।

অর্থাৎ উদ্যোক্তার মোট বিক্রয়লব্ধ আয় থেকে মোট উৎপাদন খরচ বাদ দিলে মুনাফা পাওয়া যায়।

চিত্র ভিত্তিক আলোচনা -




মুনাফা নির্ধারণ 

চিত্র বিশ্লেষণ: চিত্রে ভূমি অক্ষে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ (q), লম্ব অক্ষে আয় (R) ও ব্যয় (C) এবং TR মোট আয় রেখা, TC মোট ব্যয় রেখা নির্দেশ করে।

q1 থেকে q₂ উৎপাদন বা বিক্রয়ের পর্যায়ে ব্যয় অপেক্ষা আয় অধিক, তাই এক্ষেত্রে মুনাফা অর্জিত হবে এবং Oq০ পর্যায়ে মুনাফা সর্বাধিক হয়। কারণ এক্ষেত্রে মোট আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য সর্বাধিক।


Profit is the difference between the revenue generated from the sale of output and the full opportunity costs of factors used in the production of that output.-D. W. Pearce


আরো পড়ুন...... 




Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?