অর্থের মূল্য পরিবর্তন কি?।।অর্থের মূল্য পরিবর্তন কাকে বলে?।।what is the Changes in the Value of Money?

 অর্থের মূল্য পরিবর্তন কি?।।অর্থের মূল্য পরিবর্তন কাকে বলে?।।what is the Changes in the Value of Money?


অর্থের মূল্য পরিবর্তন (Changes in the Value of Money)


   অর্থের মূল্য অর্থের ক্রয়ক্ষমতার উপর নির্ভরশীল। সুতরাং অর্থের মূল্য পরিবর্তন বলতে অর্থের ক্রয়ক্ষমতার পরিবর্তনকে বোঝানো হয়। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের তুলনায় বেশি দ্রব্য ও সেবা ক্রয় করা যায়, তাহলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। বিপরীত অবস্থায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের তুলনায় কম পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় সেক্ষেত্রে অর্থের মূল্য হ্রাস পায়। 

সুতরাং পণ্যদ্রব্যের দামস্তর পরিবর্তনের সাথে অর্থের ক্রয়ক্ষমতার যে পরিবর্তন হয়, তাকেই অর্থের মূল্য পরিবর্তন (Changes in the value of money) বলা হয়। 

সংক্ষেপে বলা যায়, সময়ের ব্যবধানে দামস্তর বাড়লে অর্থের মূল্য কমে এবং দামস্তর কমলে অর্থের মূল্য বাড়ে। 

ধারণাটি নিম্নে চিত্রের সাহায্যে দেখান হল:

        চিত্র : অর্থমূল্যের পরিবর্তন

চিত্র বিশ্লেষণ: চিত্রে দামস্তর OP₁ হতে OP2 তে বাড়লে অর্থমূল্য OVm₁ হতে OVm2 তে কমে (এটি মুদ্রাস্ফীতির সময় ঘটে)। দামস্তর OP₂ থেকে OP₁ এ কমলে অর্থমূল্য OVm2 থেকে OVm₁ এ বাড়ে (যা মুদ্রাসংকোচনকালীন ঘটে)। এভাবে অর্থের মূল্য পরিবর্তন হয়।


আরো পড়ুন...... 

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?