অর্থের সংজ্ঞা দাও?||অর্থ বলতে কী বুঝায়?|| What does money mean? অর্থের কার্যাবলী আলোচনা কর?|| Discuss the functions of money?
অর্থের সংজ্ঞা দাও?||অর্থ বলতে কী বুঝায়?|| What does money mean? অর্থের কার্যাবলী আলোচনা কর?|| Discuss the functions of money? অর্থের সংজ্ঞাঃ দ্রব্য ক্রয় বিক্রয় এবং ঋণ পরিশােধের মাধ্যম হিসেবে যা সর্বজন গ্রাহ্য তাকে অর্থ বলে । অর্থ বিনিময়ের সর্বোৎকৃষ্ট বাহন । অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে অর্থকে সংজ্ঞায়িত করেছেন । **ওয়াকারের মতে , “ অর্থ যা করে তাই অর্থ " । অনেকের মতে রাষ্ট্র দ্বারা ঘােষিত এবং আইন দ্বারা স্বীকৃত বস্তুই অর্থ । এক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলনকৃত কাগজী ও ধাতব বস্তুর সার্বজনীন গ্রহণযােগ্যতা আছে বলে তাকেই একমাত্র অর্থ হিসেবে মেনে নেয়া যায় । **কোলেন মতে , “ অর্থ এমন একটি বস্তু যা সকলেই সাধারণভাবে দেনা পাওনা মেটাতে এবং দাম পরিশােধ করতে ব্যবহার করে " । ** সেয়ার্সের মতে , " দেনা পাওনা মেটানাের কাজে ব্যাপকভাবে গৃহীত কোন বস্তুকে অর্থ বলে ” । ** ক্রাউয়ারের মতে , “ যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণীয় । এবং যা মূল্যের পরিমাপক...