অভাব কাকে বলে?||অভাব কী?|| what is deficience?|| অভাব বলতে কি বোঝায়?|| অর্থনীতিতে অভাব বলতে কি বোঝায়?|| অভাবের বৈশিষ্টসমূহ কি কি ?||What are the characteristics of deficiency?


অভাব কাকে বলে?||অভাব কী?||   what is deficience?|| অভাব বলতে কি বোঝায়?|| অর্থনীতিতে অভাব বলতে কি বোঝায়?|| অভাবের বৈশিষ্টসমূহ কি কি ?||What are the characteristics of deficiency?

  উত্তর: 

   অভাবঃ

অভাব হলো কোনো বস্তু বা সেবা পাবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা।

সাধারণ অর্থে অভাব বলতে আর্থিক অনটনকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে অভাব শব্দটি বিশেষ অর্থে ব্যবহূত হয়। অর্থনীতিতে কোনো কিছু পাওয়া বা কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে।

    অর্থনীতিতে  কোন কিছু পাবার আকাঙ্খাকে অভাব বলে। তবে কোন কোন অর্থনীতিবিদ আকাঙ্খার পেছনে অর্থ ব্যয়ের ইচ্ছাকেও জুড়ে দেনতাহারা ব্যাখ্যা দেন যে, আমি একটি জিনিস চাই কিন্তু টাকা খরচ করবো না, তাহলে সেটা অভাব নয়।

  সাধারণত কোন কিছু চাওয়াই হল অভাব। জীবনধারণের জন্য প্রয়োজন আছে কিন্তু হাতের নাগালে নেই এমন দ্রব্য ও পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে।   

 প্রতিনিয়তই মানুষ নানা অভাবের সম্মুখীন হচ্ছে। বস্তুতপক্ষে, মানুষের বেঁচে থাকার প্রয়োজনেই অভাবের উদ্ভব। খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিবার প্রতিপালন, শিক্ষা প্রভৃতি অভাবের সম্মুখীন হচ্ছে মানুষ। আর অভাব পূরণের জন্য নানাবিধ কর্মপর্যায় গৃহীত হচ্ছে। এর ফলে সভ্যতারও অগ্রগতি হচ্ছে। প্রকৃতপক্ষে মানুষের সর্বপ্রকার অর্থনৈতিক কার্যাবলির মূলে রয়েছে অভাববোধ।

তাই বলা যায়-

অভাবের কোন শেষ নেই। একটি অভাব পূরনের সাথে সাথে মানুষ অসংখ্য নতুন অভাবের সম্মুখীন হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ অভাবের চক্রে আবর্তিত হয় এবং অভাবের কোন সীমারেখা টানতে পারেনা এটি অসীম অভাব। সৃষ্টির আদিকাল থেকে এখন পর্যন্ত অভাবের প্রয়োজনীয়তা থেকে সংগ্রাম করে আসছে। 

অসীম অভাবের মধ্যে আছে-

 ১। প্রয়োজনীয় দ্রব্য 

 ২। আরামপ্রদ দ্রব্য

 ৩। বিলাসদ্রব্য

কিছু অভাব জীবনধারনের জন্য, কিছু দক্ষতার জন্য, কিছু অভাব অভ্যাসজনিত প্রয়োজন।


  অভাবের বৈশিষ্ট্যসমূহ : 

অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনাে দ্রব্য  পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে । 

অভাবের  কিছু বৈশিষ্ট্য বিদ্যমান-

 ১. অভাব অসীম 

 ২. কোন বিশেষ অভাব সীমাবদ্ধ

  ৩. অভাবসমূহ পরস্পরের প্রতিদ্বন্দ্বী

  ৪. অভাব পরস্পরের পরিপূরক 

  ৫. অভাবের তীব্রতার পার্থক্য 

   ৬. অভাব পূরণে বিকল্প উপায় 

  ৭. অনুকরণভিত্তিক অভাব ইত্যাদি।

আর ও পড়ুন...

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?