মরিচা কি ? মরিচা প্রতিরােধের উপায় কি ? || What is rust? What is the way to prevent rust? || মরিচা প্রতিরোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?

 মরিচা কি ? মরিচা প্রতিরােধের উপায় কি  || What is rust?  What is the way to prevent rust||?মরিচা প্রতিরোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত :


মরিচা কি:


সাধারণ লােহাকে বা লােহার তৈরি কোন জিনিসকে আর্দ্র বায়ুতে দীর্ঘদিন রেখে দিলে লােহার উপরিভাগে বাদামী বর্ণের সহজে অপসারণযােগ্য একটি আবরণ সৃষ্টি হয় । এতে লােহা ক্ষয়প্রাপ্ত হয় এবং লােহার স্বাভাবিক উজ্জ্বলতা বিনষ্ট হয় । লােহার উপর সৃষ্ট এই ধরনের আবরণকে মরিচা বলে । সম্পূর্ণ বিশুদ্ধ লােহায় মরিচা পড়ে না । অবিশুদ্ধ ও অসমসত্ত্ব লােহায় মরিচা পড়ে । মরিচা পড়ার জন্য পানি ও অক্সিজেন অবশ্যই প্রয়ােজন । লােহা বায়ুর অক্সিজেন ও পানি - বাষ্পের সাথে ক্রিয়া করে মরিচা গঠন করে । 


মরিচা প্রতিরােধের উপায়  ঃ


 মরিচা প্রতিরােধের জন্য লােহার সাথে বায়ুর অক্সিজেন ও পানি - বাম্পের বিক্রিয়া বন্ধ করতে হবে । 

সাধারণত ধাতুর উপরিতলে রঙ বা গ্রিজ দিয়ে, মেশিনের ঘৃর্ণনশীল অংশে তেল বা গ্রিজ দিয়ে মরিচা রোধ করা যায়

এজন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করা যেতে পারে:


 ১। লােহার গায়ে রং বা আলকাতরার প্রলেপ দেয়া । 

২। লােহার গায়ের উপর দস্তা বা টিনের প্রলেপ দেয়া ।এভাবে কোনো ধাতুর ওপর দস্তার প্রলেপ দেয়াকে গ্যালভানাইজিং বলে।

 ৩। লােহার উপর ইলেকট্রোপ্লেটিং দ্বারা জিংক , ক্রোমিয়াম , কপার , নিকেল , অ্যালুমিনিয়াম ইত্যাদির প্রলেপ দেয়া

আর ও পড়ুন...


Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?