অর্থের সংজ্ঞা দাও?||অর্থ বলতে কী বুঝায়?|| What does money mean? অর্থের কার্যাবলী আলোচনা কর?|| Discuss the functions of money?

অর্থের সংজ্ঞা দাও?||অর্থ  বলতে কী বুঝায়?|| What does money mean?  অর্থের কার্যাবলী আলোচনা কর?|| Discuss the functions of money?



অর্থের সংজ্ঞাঃ

 দ্রব্য ক্রয় বিক্রয় এবং ঋণ পরিশােধের মাধ্যম হিসেবে যা সর্বজন গ্রাহ্য তাকে অর্থ বলে । অর্থ বিনিময়ের সর্বোৎকৃষ্ট বাহন ।       

    অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে অর্থকে সংজ্ঞায়িত করেছেন ।

   **ওয়াকারের মতে , “ অর্থ যা করে তাই অর্থ " । 

   অনেকের মতে রাষ্ট্র দ্বারা ঘােষিত এবং আইন দ্বারা স্বীকৃত বস্তুই অর্থ । 

এক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলনকৃত কাগজী ও ধাতব বস্তুর সার্বজনীন গ্রহণযােগ্যতা আছে বলে তাকেই একমাত্র অর্থ হিসেবে মেনে নেয়া যায় । 

   **কোলেন মতে , “ অর্থ এমন একটি বস্তু যা সকলেই সাধারণভাবে দেনা পাওনা মেটাতে এবং দাম পরিশােধ করতে ব্যবহার করে " ।

  ** সেয়ার্সের মতে , " দেনা পাওনা মেটানাের কাজে ব্যাপকভাবে গৃহীত কোন বস্তুকে অর্থ বলে ” । 


   ** ক্রাউয়ারের মতে , “ যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণীয় । এবং যা মূল্যের পরিমাপক ও সংস্কারের বাহন হিসেবে কাজ করে তাই অর্থ " । 


   ** লর্ড কীন এ মতে , “ অর্থ এমন একটি দ্রব্যে যা হস্তান্তর করে ঋণের চুক্তি ও দামের চুক্তি মেটানাে যায় এবং যার মাধ্যমে ক্ষমতা সংরক্ষণ করা যায় ।     


   সুতরাং , যে বস্তু বিনিময়ের মাধ্যম , ঋণ গ্রহণ ও পরিশােধের উপায় হিসেবে সর্বজন গৃহীত এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে তাকেই অর্থ বলে । 


   অর্থ বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রচলিত । যেমন- বাংলাদেশে টাকা , ভারতে রুপী , জাপানে ইয়েন , জার্মানীতে মার্ক , যুক্তরাজ্যে পাউন্ড স্টার্লিং , যুক্তরাষ্ট্রে ডলার ।


অর্থের কার্যাবলীঃ

 দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করার লক্ষ্যে অর্থের প্রচলন হলেও পরবর্তীতে তার কার্যক্রম আরও ব্যাপক হয়ে উঠে । উৎপাদন , ভােগ , বন্টন , সঞ্চয় , বিনিয়ােগ , ব্যবসা - বাণিজ্য , ঋণের আদান - প্রদান ইত্যাদি কাজ অর্থের মাধ্যমে সংঘটিত হচ্ছে ।

 বিভিন্ন সময়ে অর্থনীতিবিদগণ অর্থের নানা কার্যাবলীর উল্লেখ করেছেন কেহ কেহ অর্থের বিভিন্ন কাজকে নিম্নোক্ত তিনটি দৃষ্টিকোণে দেখেছেন

   ( ১ ) প্রাথমিক কার্যাবলী , 

  ( ২ ) মাধ্যমিক কার্যাবলী ও

  ( ৩ ) সহায়ক কার্যাবলী । 

  

প্রাথমিক কার্যাবলী বলতে অর্থকে বিনিময়ের মাধ্যম ও মূল্যের পরিমাপক হিসেবে বিবেচনা করেছেন । অর্থের মাধ্যমিক কার্যাবলী হিসেবে মূল্যের ভান্ডার এবং স্থগিত লেনদেনের মান নির্ধারণকে বিবেচনা করেছেন । আর সহায়ক কার্যাবলী তারতম্য , আয় বন্টন ইত্যাদির মধ্যে নিহিত । 

আধুনিক অর্থনীতিবিদগণ বিস্তৃত অর্থে অর্থের কার্যাবলীকে দুই অংশে বিভক্ত করেছেন :


 ( ১ ) স্থিতিশীল কার্যাবলী ও 

 ( ২ ) গতিশীল কার্যাবলী । 


   আবার স্থিতিশীল কার্যাবলীকে তিনভাগে ভাগ করা যায় : 

  ( ১ ) বাণিজ্যিক কার্যাবলী ,

   ২ ) সামাজিক কার্যাবলী ও

  ( ৩ ) মনস্তাত্ত্বিক কার্যাবলী । 


  অর্থের বাণিজ্যিক কার্যাবলী অর্থের বাণিজ্যিক কার্যাবলী নিম্নোক্ত লােকের মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করা যায় : "     


   Money is a matter of functions four , A medium , a measure , a standard and a store "  

    অর্থাৎ - “ অর্থের কার্য হল চার , মাধ্যম , পরিমাপক , মান ও ভান্ডার " ।


 নিম্নে অর্থের বাণিজ্যিক কার্যাবলী সংক্ষেপে আলােচিত হলাে : 


১. বিনিময়ের মাধ্যম ( Medium of Exchange ) :

    অর্থের প্রাথমিক ও প্রধান কাজ হলাে বিনিময়ের মাধ্যম হিসেবে লেনদেন সম্পন্ন করা । অর্থ সর্বজন গৃহীত বলে এর মাধ্যমে যে কোন সময় যে কোন দ্রব্য বা সেবা যে কোন পরিমাণে ক্রয় বিক্রয় করা যায় ।


 ২. মুল্যের পরিমাপক ( Measure of Value ) :

   প্রতিটি দ্রব্য ও সেবার বিনিময় মূল্য অর্থের মাধ্যমে পরিমাপ করা হয় । যেমন – এক মণ চালের দাম ৬০০ টাকা , ১ ভরি সােনার দাম ৬৫০০ টাকা , বিভিন্ন দ্রব্যের আপেক্ষিক মূল্য নির্ধারণেও অর্থের ভূমিকা রয়েছে । 


  ৩.  স্থগিত লেনদেনের মান ( Standand of Deferred Payments ) : 


  ঋণ আদান প্রদানের বা স্থগিত লেন দেনের মান হিসেবে অর্থ ব্যবহৃত হয় । ঋণ দাতা অর্থের আকারে ঋণ দেয় এবং ঋণগ্রহীতা অর্থের আকারে তা পরিশােধ করে । তাই ঋণগ্রহণ ও পরিশােধ কালে হিসাবগত কোন অসুবিধার সৃষ্টি হয় না । ধারে ক্রয় বিক্রয়ের মূল্য ও অর্থের মাধ্যমে প্রকাশ করা হয় । এতে ক্রেতা বিক্রেতার আর্থিক ক্ষতির সম্ভাবনা কম ।


   ৪. সঞ্চয়ের ভান্ডার ( Store of Value ) :

    অর্থ সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করে । মানুষ তার উদ্বৃত্ত দ্রব্য সামগ্রী সঞ্চয় করতে চায় । কিন্তু জায়গা ও দ্রব্যের স্থায়ীত্বের অভাবে এবং ক্ষেত্র বিশেষে ঝুঁকি বহুল বলে মানুষ দ্রব্যাদি সঞ্চয় করে রাখতে পারে না । কিন্তু অর্থের মাধ্যমে উদ্বৃত্ত দ্রব্যাদির বিক্রয়লদ্ধ অর্থ সহজে এবং নিরাপদে সঞ্চয় করা যায় । ফলে অর্থের ক্রয় ক্ষমতা বর্তমান থেকে ভবিষ্যতে ব্যবহার করা যায় । সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে অর্থ মূলধন হিসাবে সহায়তা করে ।


   ৫. মূল্য স্থানান্তরের বাহন ( Means of Value Transfer ) : 

   অর্থ সব ধরনের স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য স্থানান্তরের বাহন হিসেবে কাজ করে । মানুষ তার সম্পত্তি একসাথে বিক্রি করে যে অর্থ পায় তা দিয়ে অন্যস্থানে তা ক্রয় করতে পারে । যা দ্রব্য বিনিময় প্রথায়


   ৬. ঋণের ভিত্তি ( Base of Credit ) :

বর্তমানকালে ব্যবসায়িক লেনদেনের অধিকাংশ বিভিন্ন ধরনের ঋণপত্রের ( চেক , ব্যাংক ড্রাফ্ট , বিনিময়পত্র ইত্যাদি ) মাধ্যমে সম্পন্ন হয় । আমানত হিসেবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতেই ব্যাংক এসব ঋণপত্র ইস্যু করে এবং ঋণপত্রধারীদের অর্থের চাহিদা পূরণ করে  

   ৭. তারল্যের মান ( Standard of Liquidity ) : 

   অর্থের সাহায্যে যে কোন দ্রব্য যে কোন সময়ে ক্রয় - বিক্রয় করা যায় । সুতরাং এটি সর্বপেক্ষা তরল সম্পদরূপে বিবেচিত । অর্থের এ তারল্য গুণের জন্য দ্রব্য সামগ্রীকে যেমন সহজে অর্থে রূপান্তর করা যায় , তেমনি অর্থকেও দ্রব্যসামগ্রীতে পরিণত করা যায় ।

 ৮. তৃপ্তিবৃদ্ধির উপায় ( Means of Maximizing Satisfaction ) :

    ভােক্তার প্রধান উদ্দেশ্য ক্রীত দ্রব্য থেকে সর্বাধিক তৃপ্তি লাভ করা । এ উদ্দেশ্যে ভােক্তা এমনভাবে তার নির্দিষ্ট আয় বিভিন্ন দ্রব্যের মধ্যে ব্যয় করে যাতে প্রত্যেকটি দ্রব্যর উপর ব্যয়িত অর্থের প্রান্তিক উপযােগ পরস্পর সমান হয় ।


   >>অর্থের সামাজিক কার্যাবলী ( Social Functions of Money ) 


  সামাজিক জীবনে অর্থ বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বন্ধনকে সুদৃঢ় করে । লেনদেনের মাধ্যম হিসেবে বাণিজ্যিক ধরনের নয় এমন অনেক লেনদেনের বাহন হিসেবে কাজ করে অর্থ । যেমন – উপহার , সাহায্য , জরিমানা , কর প্রদান ইত্যাদি লেনদেনে অর্থ ব্যবহৃত হয় । মানুষের সামাজিক মর্যাদা , প্রতিপত্তি ইত্যাদি ক্ষেত্রে অর্থের যথেষ্ট প্রভাব রয়েছে ।


   >>অর্থের মনস্তাত্ত্বিক কার্যাবলী ( Psychological Functions of Money )


 ভবিষ্যৎ অনিশ্চিত বলে মানুষ তার সম্পদের একাংশ সম্পূর্ণ তরল অবস্থায় থাকতে চায় । অর্থই সবচেয়ে তরল সম্পদ হিসেবে তার এরূপ মনােবৃত্তিকে পূরণ করে । মানুষ ভবিষ্যতের বিপদ আপদ এবং অনিশ্চয়তা মােকাবেলার জন্য নগদ অর্থ হাতে রাখে এবং নিজেকে নিরাপদ মনে করে ।  

   >>অন্যান্য বা গতিশীল কার্যাবলী :

    অর্থ উৎপাদন , ভােগ , সঞ্চয় , বন্টন , ব্যবসা বাণিজ্য , মূল্যের পরিবর্তন ইত্যাদি বিষয়ে উল্লেখযােগ্য ভূমিকা পালন করে । আধুনিক অর্থনীতিতে অর্থই সকল অর্থনৈতিক কর্মকান্ডের প্রধান চালিকা শক্তি । বিনিময়ের সর্বোৎকৃষ্ট মাধ্যম এবং মূল্যের পরিমাপক হিসেবে অর্থ বিনিময়ে ব্যবস্থাকে সহজ ও গতিশীল করেছে । সঞ্চয়ের বাহন এবং ঋণ আদান প্রদানের ভিত্তি হিসেবে কাজ করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে । অর্থের ব্যবহার জাতীয় আয় বন্টনকে সহজ করেছে । অর্থের ব্যবহার আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য বিস্তৃত করেছে ।

 এক কথায় অর্থনৈতিক সমৃদ্ধির মূলে শক্তিশালী উপাদান হলাে অর্থ ।

 

 


আর ও পড়ুন...

উৎপাদন বলতে কি বুঝায়? || What is Meant by Production? ||উৎপাদন কি?|| উৎপাদন কাকে বলে?

অর্থনীতিতে অর্থ কি? || what is Money?|| অর্থ কাকে বলে? || অর্থের প্রকারভেদ আলোচনা কর? ||Discuss the Classification of money? 

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?