উৎপাদন বলতে কি বুঝায়? || What is Meant by Production? ||উৎপাদন কি?|| উৎপাদন কাকে বলে?
উৎপাদন বলতে কি বুঝায়? || What is Meant by Production? ||উৎপাদন কি?|| উৎপাদন কাকে বলে?
উৎপাদনের ধারণা ( Production Concept )
উৎপাদনের সমার্থক শব্দ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি । সাধারনভাবে কোন কিছু সৃষ্টি বা তৈরী করাকে উৎপাদন বলে ।
মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বিনিময়যােগ্য যে বাড়তি উপযােগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে ।
কিন্তু মানুষ কোন কিছু সৃষ্টি করতে পারে না । মানুষ শুধু প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত পরিবর্তন করতে পারে । প্রকৃতি প্রদত্ত সম্পদকে প্রক্রিয়ার মাধ্যমে রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযােগী করে তােলাই উৎপাদন ।
অর্থাৎ উৎপাদন হচ্ছে কোন পণ্যের মধ্যে নতুন নতুন উপযােগ সৃষ্টি করা । যেমন- তুলা থেকে সুতা , গম থেকে ময়দা আবার ময়দা থেকে বিস্কুট তৈরি ইত্যাদি ।
নিম্নে উৎপাদনের কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলাে
Myers , " Production is the discharge of function which has some utility . " উৎপাদন হলাে এরূপ কর্ম সম্পাদন যার উপযােগ রয়েছে ।
উপরে উল্লেখিত আলােচনা থেকে
উৎপাদনের যে বৈশিষ্ট্যগুলাে পাওয়া যায় , তা হলাে
১. উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া
২. উৎপাদনের মাধ্যমে নতুন উপযােগ সৃষ্টি করা হয় ।
৩ , উৎপাদন প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে এবং
৪ , এর মাধ্যমে ব্যবহার উপযােগী চুড়ান্ত পণ্য প্রস্তুত হয় ।
পরিশেষে বলা যায় , উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে ব্যবহার উপযােগী চূড়ান্ত পণ্য প্রস্তুত করা হয় ।
নিম্নের চিত্রে উৎপাদন পদ্ধতি দেখানাে হলাে -
![]() |
চিত্রঃউৎপাদন পদ্ধতি |
চিত্র থেকে ধারণা পাওয়া যাচ্ছে যে , উৎপাদনের উপকরণসমূহ ( যথা- ভূমি , শ্রম , মূলধন , সংগঠন ) ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ ও রূপান্তর করে ( প্রক্রিয়া ক , প্রক্রিয়া খ , প্রক্রিয়া গ ) মানুষের ব্যবহার উপযােগী চূড়ান্ত পণ্য ও সেবা তৈরি করা হয় যা মানুষ মূল্যের বিনিময়ে সংগ্রহ করে অভাব মেটাতে পারে ।
আর ও পড়ুন...
- অর্থনীতিতে অর্থ কি? || what is Money?|| অর্থ কাকে বলে? || অর্থের প্রকারভেদ আলোচনা কর? ||Discuss the Classification of money?
- অভাব কাকে বলে?||অভাব কী?|| what is deficience?|| অভাব বলতে কি বোঝায়?|| অর্থনীতিতে অভাব বলতে কি বোঝায়?|| অভাবের বৈশিষ্টসমূহ কি কি ?||What are the characteristics of deficiency?
- মরিচা কি ? মরিচা প্রতিরােধের উপায় কি ? || What is rust? What is the way to prevent rust? || মরিচা প্রতিরোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?
Comments
Post a Comment