সমুদ্র অর্থনীতি কী?||ব্লু ইকোনমি কি ?what is blue economy||সুনীল অর্থনীতি (Blue Economy) বা সমুদ্র অর্থনীতি কাকে বলে?||ব্লু ইকোনমি কি এবং বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রগতি
সমুদ্র অর্থনীতি কী?||ব্লু ইকোনমি কি ?what is blue economy||সুনীল অর্থনীতি (Blue Economy) বা সমুদ্র অর্থনীতি কাকে বলে?||ব্লু ইকোনমি কি এবং বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রগতি সমুদ্র অর্থনীতি : গান্টার পাওলি "ব্লু ইকোনমি " বা সমুদ্র অর্থনীতি ধারণাটির জনক। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি (Blue Economy) হলো অর্থনীতির এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠ ব্যবহার ও রক্ষণাবেক্ষন নিয়ে আলোচনা করা হয়। এই 'সুনীল অর্থনীতি' কিংবা 'ব্লু ইকোনমি' আরেক নাম 'সমুদ্র অর্থনীতি'। সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বলতে যা বোঝায় সেটি হচ্ছে, সমুদ্রের রং নীল। আর সেকারণেই সমুদ্রকেন্দ্রীক যে অর্থনীতি তাকে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বলা হয়। সমুদ্র অর্থনীতি খাত তবে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ব্লু ইকোনমির আধুনিক সংজ্ঞায় বলা হয়েছে, সমুদ্রে যে পানি আছে এবং এর তলদেশে যে পরিমাণ সম্পদ রয়েছে স...