রচনাঃ দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার||Commodity price rise and its remedy||দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও তার প্রতিকার||দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর সামাজিক প্রতিক্রিয়া।
রচনাঃ দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার||Commodity price rise and its remedy||দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও তার প্রতিকার||দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর সামাজিক প্রতিক্রিয়া।
দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার
ভূমিকাঃ
আমাদের জীবনে অন্ন-বস্ত্র-বাসস্থানের প্রাথমিক প্রয়ােজন না মেটাতে পারলে বেঁচে থাকা হয় অর্থহীন। খেয়ে-পরে সুস্থভাবে বাঁচতে পারলে তাে অন্য বিষয়ে মন দেওয়া সম্ভব। সাহিত্য, শিল্প, ধর্ম প্রভৃতির চর্চা করতে গেলেও তাে চাই অন্ন-বস্ত্র। সিদ্ধ-সাধকও বলতে দ্বিধা করেননি যে, খালি পেটে ধর্ম হয় না। আমাদের শাস্ত্রে তাই ব্রহ্মকে ‘অন্নময় বিশেষণ দেওয়া হয়েছে। কিন্তু এই অন্নময় মানুষের সত্তাকে টিকিয়ে রাখার জন্য যে সব দ্রব্যের প্রয়ােজন, তাদের অভাব দেখা দিলে বেঁচে থাকাই হয় অসাধ্য। দ্রব্যমূল্য উত্তরােত্তর বেড়ে চললে এইসব দ্রব্য সাধারণ দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পক্ষে সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়ে। জীবন হয়ে ওঠে ‘শুধু দিন যাপনের গ্লানিতে পূর্ণ।
তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ। অধিকাংশ জনসংখ্যা এখানে দারিদ্র্য সীমার মধ্যে বাস করে। বর্তমানে দেশের অন্যতম আলোচ্য বিষয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি। কালোবাজারী, মুনাফাখোর, মজুতদার প্রভৃতির কারণে খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, লবণ, মরিচ, চিনি, দুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য দ্রব্যগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন এবং ক্রমে এসব পণ্য সংগ্রহ কঠিনতর হচ্ছে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষগুলোর জন্য। জনজীবন আজ বিপর্যস্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে অর্ধাহার ও অনাহারে দিন কাটাতে বাধ্য করছে। মানুষের একটু ভালোভাবে বাঁচার দাবি আজ সর্বত্র। কিন্তু বাস্তব পরিস্থিতি তাদের প্রতিকূলে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সীমাকে অতিক্রম করে অশ্বের ন্যায় দ্রুতগতিতে বেড়ে চলেছে প্রতিটি পণ্যের মূল্য।
দ্রব্যমূল্যের সাথে জীবনযাত্রার সম্পর্কঃ
দ্রব্যমূল্যের সঙ্গে জীবনযাত্রার সম্পর্ক অতিনিবিড় এবং বাস্তব। একটি পরিবার কিভাবে তাদের দৈনন্দিন জীবনকে নির্বাহ করবে তা নির্ভর করে তাদের আয়, চাহিদা এবং দ্রব্যমূল্যের ওপর। প্রয়োজনীয় প্রতিটি পণ্যের মূল্য যখন সহনীয় পর্যায়ে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে তখন তাদের জীবন কাটে স্বস্তিতে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যখন সাধারণ মানুষের আর্থিক সংগতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায় তখন দরিদ্র এবং অতিদরিদ্র পরিবারে চলে অর্ধাহার, অনাহার এবং পারিবারিক অশান্তি। তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে একদিকে জনজীবনে নেমে আসে কষ্টের কালো ছায়া। অন্যদিকে মুনাফাখোরী, কালোবাজারীদের কারণে দেশে বিরাজ করে বিশৃঙ্খল পরিস্থিতি।
দ্রব্যমূল্য বৃদ্ধির ঐতিহাসিক প্রেক্ষাপটঃ
দ্রব্যমূল্য বৃদ্ধির বর্তমান এই যুগে ন্যায়সঙ্গত মূল্যে কোনো পণ্যই আর পাওয়া যায় না। প্রতিটি পণ্যেই যেন অধিক মূল্যের আগুন জ্বলছে দাউ দাউ করে। অথচ এক বা দুই দশক আগেও এই অবস্থা ছিল না। মানুষ জীবন কাটাতো সাধ্যের মধ্যে ভালো থেকে। শায়েস্তা খাঁ’র আমলে টাকায় আট মণ চালের কথা যেন এখন রূপকথা। ব্রিটিশ শাসনামালও দেশের দ্রব্যমূল্য ছিল নিয়ন্ত্রিত অবস্থায়। মন্বন্ত¡র, দাঙ্গা আর ১৯৪৭ সালে দেশ বিভাগের পর দেশের অবস্থার ব্যাপক পরিবর্তন হলেও দ্রবের মূল্য সাধারণ মানুষের হাতের নাগালে ছিল। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্মের পর অর্থনৈতিক বিপর্যয়, দুর্ভিক্ষ ও মহামারী আমাদের জীবনে অতর্কিতে হানা দেয়। ধীরে ধীরে প্রয়োজনীয় অধিকাংশ দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যেতে থাকে। আর এরই ধারবাহিকতার চরম পর্যায় হলো বর্তমান অবস্থা। ভবিষ্যতে এই অবস্থা আরো নাজুক না হোক এটাই সবার চাওয়া।
পণ্যের মূল্যের ক্রমবর্ধমান চিত্রঃ
বর্তমানে চাল, ডাল, তেল, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ প্রভৃতির মূল্যও বাড়ছে তরতর করে। নিচে দ্রব্যমূল্য বৃদ্ধির ক্রমবর্ধমান চিত্র দেখানো হলো-
(ক) নিত্যপ্রয়োজনীয় পণ্যঃ
২০০২-এর জুলাইতে প্রতি লিটার সয়াবিন তেল ছিল ৩৮-৪০ টাকা। ২০১৪ সালে এই মূল্য এসে দাঁড়িয়েছে ১২০ টাকায়। ২০০০ সালে প্রতি কেজি চাল পাওয়া যেত ১০-১২ টাকায়, বর্তমানে ৩০-৫০ টাকা। মাছ, মাংস, সবজি প্রভৃতির মূল্যও বেড়েছে অতীতের তুলনায় অনেক বেশি। এছাড়া অন্যান্য কাঁচামালের মূল্য বেড়েছে অসহনীয় মাত্রায়।
(খ) পানি, গ্যাস ও বিদ্যুৎ বিলঃ
পূর্বে ওয়াসা কর্তৃক সরবরাহকৃত প্রতি এক হাজার লিটার পানির মূল্য ছিল ৪টাকা ৩০ পয়সা। ২০০২ সালের আগস্ট মাসে ৪টাকা ৫০ পয়সা হয়, ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে করা হয়েছিল ৪টাকা ৭৫ পয়সা। আর বর্তমানে মূল্য আরো বাড়ানো হয়েছে। গ্যাসের বিল পূর্বে ছিল প্রতিমাসে সিঙ্গেল চুলা ২১০ টাকা এবং ডাবল চুলা ৩৩০ টাকা। জানুয়ারি ২০০২ থেকে করা হয়েছে সিঙ্গেল ২৭৫ এবং ডাবল ৩৫০ এবং মাত্র ৮ মাস চলার পরেই সেপ্টেম্বর ২০০২ থেকে মূল্য বাড়িয়ে আবার করা হয়েছে সিঙ্গেল ৩৫০ এবং ডাবল ৩৭৫ টাকা। বর্তমানে সিঙ্গেল চুলা ৪০০ এবং ডাবল চুলা ৫০০ টাকা বা তার কিছু বেশি করা হয়েছে। বিদ্যুৎ বিলও যেন প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। পূর্বে ১-১০০ ইউনিট পর্যন্ত ব্যবহার করলে প্রতি ইউনিট মূল্য ছিল ২.২৬ টাকা। আর বর্তমানে ১-৭৫ ইউনিট ব্যবহার করলে, প্রতি ইউনিট ৩.৮৭ টাকা এবং ৭৬-২০০ ইউনিট ব্যবহার করলে প্রতি ইউনিট ৫.০১ টাকা করা হয়েছে (PDB নির্ধারিত)। এভাবে ক্রমাগত পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন বিলের অতিরিক্ত খরচ জনগণের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে।
দ্রব্য মুল্য বৃদ্ধিতে সামাজিক প্রতিক্রিয়া
উপরে মাত্র কয়েকটি দৃষ্টান্ত দিয়ে দেখানাে হল অত্যাবশ্যক পণ্যের মূল্যবৃদ্ধির অনিয়ন্ত্রিত প্রবণতা। কিন্তু সামাজিক জীবনে এর প্রতিক্রিয়া হয় মারাত্মক। বেঁচে থাকার তাগিদে মানুষ তখন দিশেহারা হয়ে এইসব জিনিস জোগাড়ের চেষ্টা করে। ধনী লােকের গায়ে আঁচড়টিও পড়ে না, পড়ে পড়ে মার খায় দরিদ্র, মধ্যবিত্ত, অল্পবেতনভুক সরকারী ও বেসরকারী শ্রমিক ও কেরানীকুল। কিন্তু এরাই তাে সমাজের বৃহত্তর অংশ। জীবন ও জীবিকার তাড়নায় মানুষগুলি এমনিতেই উদভ্রান্ত। তার উপর এই বাড়তি উপদ্রবে পরিবার ও সমাজের শাস্তি নষ্ট হয়। দেখা দেয় অসন্তোষ, বিক্ষোভ এবং নানারকম সমাজবিরােধী ক্রিয়াকর্মের অভ্যাস। জিনিসের দাম বাড়লেও তাে হাতে টাকা নেই। সেই টাকা রােজগারের তাগিদে মানুষ বাধ্য হয় বক্রপন্থার আশ্রয় নিতে। ফলে সামাজিক কাঠামােতেই ভাঙ্গন শুরু হয়। সুতরাং দ্রব্যমূল্যবৃদ্ধি ব্যাপারটা শুধু জিনিসের দাম বাড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এক বহুব্যাপক সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাড়ায়। কাজেই দ্রব্যমূল্যবৃদ্ধি একটি বিষাক্ত ক্রিয়াচক্র। এর প্রভাবে জনসাধারণের দুঃখ-দারিদ্র্য বেড়ে যায়, তার পরিণামে দুঃখ থেকে পরিত্রাণের জন্য নানা অস্বাস্থ্যকর প্রয়াসে তারা লিপ্ত হয় এবং সামগ্রিকভাবে সামাজিক আবহাওয়া দূষিত হয়। অধুনাতন পরিভাষায় এটিও একরকম ‘দূষণ’, আর্থ সামাজিক দূষণ
দ্রব্যমূল্য বৃদ্ধির কারণঃ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে করেছে দুর্বিষহ। কালোবাজারী, মুনাফালোভী, মজুতদারেরা এই সমস্যাকে আরো প্রকট করে তুলেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির কতিপয় কারণ রয়েছে-
২। আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন হরতাল ও ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হয়। কাজেই দ্রব্যমূল্য বৃদ্ধি পায়।
৩। ফারাক্কা বাঁধের বিপরীত প্রক্রিয়ায়, লবণাক্ততায়, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে ফসলহানি ও উৎপাদন ব্যাহত হওয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি পায়।
৪। দ্রব্যের মূল্য বৃদ্ধির আরেকটি কারণ সরকার কর্তৃক কর আরােপ। তৃতীয় বিশ্বের অধিক আর্থিক সংকট কাটানাের জন্য আমদানিকৃত ও দেশীয় উৎপাদিত পণ্যের উপর বিপুল পরিমাণ কর আরােপ করা হয়। ফলে দ্রব্যের মূল্যের ওপর তার প্রভাব পড়ে।
৫। বেশি লাভ ও অবৈধ লােভের জন্য মজুতদারি ও চোরাকারবারিরা দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দ্রব্যের দাম বৃদ্ধি করে।তারা দেশের পণ্য বিদেশে পাচার করে দেয়। তাদের হাতে অবৈধ উপায়ে কালাে টাকার পাহাড় জমে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়।
৬। বিদেশী সাহায্য দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। আর মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যের দাম বেড়ে যায়।
৭। আমাদের দেশের কৃষিনির্ভর অর্থনীতিতে কোনাে বছর উৎপাদন কম হলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় ।
৮। প্রশাসনিক দূনীতি যেমন অবৈধভাবে জিনিসপত্রের দাম বাড়ানাে, কালােবাজারি, মজুতদারি, চোরাকারবারি, দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধি করা হয়।
৯। অসস্থ প্রতিযােগিতার মাধ্যমে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়। একজন বিক্রেতা পাইকারি বাজারে যদি অন্য ক্রেতার সাথে পাল্লা দিয়ে বেশি দামে পণ্য ক্রয় করে তবে বিক্রয়মূল্য তাে বাড়বেই।
দ্রব্যমূল্যবৃদ্ধির নির্দিষ্ট সময়ঃ
দ্রব্যমূল্য বৃদ্ধি যদিও সারা বছরের ঘটনা তবুও রমজান মাসে প্রত্যেক পণ্যের মূল্য হয়ে যায় দ্বিগুণেরও বেশি। আবার রাজনৈতিক কারণে যেমন- হরতাল, অবরোধে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয় এবং মূল্যও বেড়ে যায় বহুগুণ। এছাড়াও ঈদ, পূজাসহ পহেলা বৈশাখে এবং বিভিন্ন উৎসবের সময় দ্রব্যের মূল্য অস্বাভবিক বেড়ে যায়।
দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষতিকর দিকঃ
দ্রব্যের মূল্য যখন সাধারণ মানুষের আর্থিক সংগতির সাথে খাপ খায় না তখন সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে পড়ে বিপর্যস্ত। দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলো চরম কষ্টে পড়ে যায়। আর নিম্ন আয়ের বা বেকার মানুষগুলোর অবস্থা হয়ে যায় অবর্ণনীয়। অর্ধাহারে, অনাহারে কাটাতে হয় হত দরিদ্র মানুষদেরকে। অনেক সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা কঠিন হয়ে যায়, ফলে দেখা দেয় দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি দুর্যোগ। এছাড়া জনমনে ক্ষোভ, হতাশা জমে তার রূপ নেয় বিক্ষোভে ও আন্দোলনে। দেশে বিরাজ করে অস্থিরতা ও বিশৃঙ্খলা, ফলে স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। সীমাবদ্ধ ক্রয়ক্ষমতা নিয়ে পণ্যের বাজারে সাধারণ মানুষ হয়ে পড়ে কোণঠাসা, দিশেহারা, উদভ্রান্ত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের উপায়ঃ
সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই ক্রমবর্ধমান চাপ যতো তাড়াতাড়ি সম্ভব রোধ করা প্রয়োজন। এ জন্য দেশের কালোবাজারী, চোরাচালানী রোধ করতে হবে সবার আগে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হতে হবে আরো কঠোর ও দায়িত্বশীল। গ্রামীণ পর্যায়ে কৃষকদের ঋণদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে যাতে তারা সহজে পণ্য বাজারজাত করতে পারে এবং ন্যায্য মূল্যে উৎপাদিত পণ্য বিক্রয় করতে পারে। সরকারকে প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণ করে দিতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এতে করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আয়ত্বে থাকবে।
সরকারের গৃহীত পদক্ষেপঃ
দ্রব্যমূল্য বৃদ্ধির এই দুঃখের দিনেও আশার কথা হচ্ছে দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। দ্রব্যমূল্য যাতে বিক্রেতারা ইচ্ছামতো বাড়াতে না পারে তার জন্য দোকানে পণ্যের নির্ধারিত মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়েছে। আর এ বিষয়টি মনিটরিং করার জন্য ‘টিসিবি'কে (Trading Corporation of Bangladesh) দায়িত্ব দেয়া হয়েছে। প্রতি সপ্তাহে স্পর্শকাতর পণ্যের খুচরা ও পাইকারি মূল্যের তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে আইন অনুযায়ী দোকানে দোকানে পণ্যের মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক। বাণিজ্য মন্ত্রণালয় এই আইন প্রয়োগের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে থাকে। এছাড়া দেশের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের শাস্তির ব্যবস্থা করেছে সরকার।
আমাদের করণীয়ঃ
শুধু সরকার নয়, সাধারণ মানুষকেও দ্রব্যমূল্য সম্পর্কে সচেতন হতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের জন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। অসৎ ও মুনাফালোভী ব্যবসায়ীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সরকারকে সহযোগিতা করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও হরতাল, অবরোধের মতো কর্যক্রম থেকে বিরত থাকতে হবে।
উপসংহারঃ
বর্তমানে সরকার ও জনগণ সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সজাগ হয়েছে। সাধারণ মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে। চোরাচালানী ও কালোবাজারীরা ইতিমধ্যেই আইনের আওতায় এসেছে এবং শাস্তিভোগ করছে। ব্যবসায়ীরা সরকারি আদেশ মানতে শুরু করেছে। দেশের গণমাধ্যমগুলো এ নিয়ে সচেতনতা সৃষ্টি করছে। এভাবে সরকার, জনগণ ও ব্যবসায়ী সমাজের সম্মিলিত সহযোগিতায় পণ্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এটাই আজ দেশের মানুষের চাওয়া ও স্বপ্ন।
আর ও পড়ুন.....
- আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কী || আন্তর্জাতিক নারী দিবস || আন্তর্জাতিক নারী দিবস রচনা || আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রচনা || আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব
- রচনা- সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার || Causes and remedies of road accidents || নিরাপদ সড়ক চাই
- অর্থের সংজ্ঞা দাও?||অর্থ বলতে কী বুঝায়?|| What does money mean? অর্থের কার্যাবলী আলোচনা কর?|| Discuss the functions of money?
Comments
Post a Comment