প্রশ্ন :উচ্চারণরীতি কাকে বলে?||What is the pronunciation? এ-ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ।||
প্রশ্ন :উচ্চারণরীতি কাকে বলে?||What is the pronunciation? এ-ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ।
উত্তর : উচ্চারণরীতি :
শব্দের যথাযথ উচ্চারণের নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণরীতি বলে। ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদ্গণ বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথ সঠিক উচ্চারণের জন্য কতকগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করেছেন। এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণনীতি।
এ-ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম
১. শব্দের প্রথমে যদি ‘এ’-কার থাকে এবং তারপরে ই, ঈ, উ, ঊ, এ, ও, য়, i, ল, শ এবং হ থাকলে সাধারণত ‘এ’ অবিকৃতভাবে উচ্চারিত হয়। যথা: একি (একি), দেখি (দেখি), মেকি (মেকি), ঢেঁকি (ঢেঁকি), বেশি (বেশি) ইত্যাদি।
২. শব্দের আদ্য ‘এ’-কারের পরে যদি ং (অনুস্বার) ‘ঙ’ কিংবা ‘ঙ্গ’ থাকে এবং তার পরে ‘ই’ (হ্রস্ব বা দীর্ঘ) ‘উ’ (হ্রস্ব বা দীর্ঘ) অনুপস্থিত থাকে তবে সে ক্ষেত্রে ‘এ’, ‘অ্যা’-কারে রূপান্তরিত হয়। যথা: বেঙ [ব্যাঙ, কিন্তু ‘ই’ ()ি-কার সংযুক্ত হলে বেঙি], খেংরা (খ্যাংরো কিন্তু খেঙ্রি), বেঙ্গমা (ব্যাঙ্গোমা কিন্তু বেঙ্গোমি), লেংড়া (ল্যাঙ্ড়া কিন্তু লেঙ্ড়ি), নেংটা (ন্যাঙ্টা কিন্তু নেঙ্টি) ইত্যাদি।
৩. ‘এ’-কারযুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে ‘আ’-প্রত্যয়যুক্ত হলে, সাধারণত সেই ‘এ’ কারের উচ্চারণ ‘অ্যা’ কার হয়ে থাকে। যথা: ক্ষেপা (ক্ষেপ্ + আ = খ্যাপা), ঠেলা (ঠেল্ + আ = ঠ্যালা) ইত্যাদি।
৪. মূলে ‘ই’ কার বা ‘ঋ’-কারযুক্ত ধাতু প্রতিপদিকের সঙ্গে ‘অ’-কার যুক্ত হলে সেই ‘ই’-কার ‘এ’-কার রূপে উচ্চারিত হবে, কখনও ‘অ্যা’-কার হবে না। যথা: কেনা (কিন্ ধাতু থেকে) মেলা (< মিল্), লেখা (< লিখ্), গেলা (< গিল্), মেশা (< মিশ্) ইত্যাদি।
৫. একাক্ষর (monosyllable) সর্বনাম পদের এ সাধারণত স্বাভাবিকভাবে অর্থাৎ অবিকৃত ‘এ’-কার রূপে উচ্চারিত হয়। যথা: কে, সে, এ, যে ইত্যাদি।
আর ও পড়ুন...
- মানব উন্নয়ন সূচক কী?||What is the Human Development Index?||মানব উন্নয়ন সূচক মাপার উপায় || মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা আলোচনা কর?
- মাথাপিছু আয় কি?|| What is the per capita income?|| মাথাপিছু আয় কাকে বলে? ||মাথাপিছু আয়ের সূত্র?|| একটি দেশের মাথাপিছু আয় কিভাবে বের করবো?মাথাপিছু আয় বলতে কি বুঝায়?মাথাপিছু আয় বের করার উদাহরণ?মাথাপিছু আয়ের গুরুত্ব?মাথাপিছু আয়ের সূত্র কি?
- রচনা : বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন ||Global warming and climate change ||জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের প্রভাব|| জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন অথবা, বৈশ্বিক উষ্ণতা ও বাংলাদেশ অথবা, বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ অথবা, বিশ্ব জলবায়ু পরিবর্তন
Comments
Post a Comment