মাথাপিছু আয় কি?|| What is the per capita income?|| মাথাপিছু আয় কাকে বলে? ||মাথাপিছু আয়ের সূত্র?|| একটি দেশের মাথাপিছু আয় কিভাবে বের করবো?মাথাপিছু আয় বলতে কি বুঝায়?মাথাপিছু আয় বের করার উদাহরণ?মাথাপিছু আয়ের গুরুত্ব?মাথাপিছু আয়ের সূত্র কি?
মাথাপিছু আয় কি?|| What is the per capita income?|| মাথাপিছু আয় কাকে বলে? ||মাথাপিছু আয়ের সূত্র?||
একটি দেশের মাথাপিছু আয় কিভাবে বের করবো?মাথাপিছু আয় বলতে কি বুঝায়?মাথাপিছু আয় বের করার উদাহরণ?মাথাপিছু আয়ের গুরুত্ব?মাথাপিছু আয়ের সূত্র কি?
মাথাপিছু আয়(Per Capita Income : PCI) :
“মাথাপিছু” শব্দটির অর্থ প্রতি ব্যক্তি। মাথাপিছু আয় বলতে বুঝায় কোনও দেশ বা ভৌগলিক অঞ্চলে ব্যক্তি প্রতি আয় করা পরিমাণের একটি পরিমাপ।
মাথাপিছু আয়কে এভাবেও বলা যায় একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের মোট জনসংখ্যার গড় আয়। মাথাপিছু আয় নির্ণয় করা হয একটি দেশের প্রতি ব্যক্তি গড় আয় নির্ধারণ করতে এবং জনগণের জীবনযাত্রার মান নির্ণয় করতে ব্যবহার করা হয়।
সাধারণত ১ বছর নির্দিষ্ট সময়কালে কোনো ভৌগলিক অঞ্চলের অধীনে বসবাসকারী ব্যক্তির জীবনমানের মূল্যায়ন করার জন্য একজন ব্যক্তির দ্বারা অর্জিত গড় আয় নির্ধারণ করাই হলো মাথাপিছু আয়।
মাথাপিছু আয় বের করার সূত্র:
মাথাপিছু আয়=
কোনাে নির্দিষ্ট বছরের মােট জাতীয় আয় / ঐ বছরের মােট জনসংখ্যা
একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পওয়া যায় তাই মাথাপিছু আয়।
উদাহরণ:
গত বছর একটি দেশের মোট জাতীয় আয় ৫০০ মিলিয়ন ডলার ছিল এবং সর্বশেষ আদমশুমারি রিপোর্ট অনুযায়ী দেশের জনসংখ্যা প্রায় ৩,০০,০০০। মাথাপিছু আয় কত?
মাথাপিছু আয় = ৫০০০০০০০০/৩০০০০০
=১,৬৬৬.৬৭ ডলার।
সুতরাং ঐ দেশের মাথাপিছু আয় হলো ১,৬৬৬.৬৭ মার্কিন ডলার।
মাথাপিছু আয় বিষয়টি গুরুত্বপূর্ণ করাণ এটি একটি অর্থনীতির মধ্যে স্থিতিশীলতা এবং সম্পদের পরিমাপ হিসাবে কাজ করে। যদি কোনো দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পায় তাহলে ঐ দেশের জনগনের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে আবার অন্যদিকে যদি মাথাপিছু আয় হ্রাস পায় তাহলে মানুষের জীবনযাত্রার মান হ্রাস পাবে।
স্বাধীনতার পর বাংলাদেশে মাথাপিছু আয় বৃদ্ধির ফলে ধীরে ধীরে জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে । ২০১০ সালে আমাদের মাথাপিছু আয় ছিল ৯২৮ মার্কিন ডলার ; যা ২০১৮-২০১৯ অর্থবছরে এসে দাঁড়িয়েছে ১৯০৯ মার্কিন ডলারে ।বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু গড় আয় দুই হাজার ডলার ছাড়িয়ে গেছে। বিদায়ী অর্থবছর (২০১৯-২০) শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক হিসাবে দেখা যায় , ২০০৪-২০০৫ অর্থবছরে যেখানে বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি মােট দেশজ উৎপাদনের ( GDP ) পরিমাণ ছিল ৩,৭০,৭০৭ কোটি টাকা , সেখানে ২০১৮-২০১৯ অর্থবছরে এর পরিমাণ ২৫,৩৬,১৭৭ কোটি টাকায় দাঁড়িয়েছে ।
( উৎস : বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০১৯ )
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও মাথাপিছু আয়ের সাময়িক হিসাবে এই চিত্র উঠে এসেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় মানুষের মাথাপিছু আয় বছরে দাঁড়াচ্ছে গড়ে ১ লাখ ৭৫ হাজার টাকা। অর্থাৎ, মাসে গড় আয় প্রায় ১৪ হাজার ৬০০ টাকার মতো।
একটি দেশ কততটা উন্নত বা অনুন্নত তা বিচার করা হয় কতােগুলাে সূচক বা মানদণ্ডের সাহায্যে । এই মানদণ্ডগুলাে হলাে দেশটির মােট জাতীয় উৎপাদন , জনগণের মাথাপিছু আয় , জীবনযাত্রার মান প্রভৃতি । এইসব দিক বিচারে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নতি লাভ করেছে । আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রতি বছরই পূর্ববর্তী বছরগুলােকে ছাড়িয়ে যাচ্ছে । এর মধ্যে যেমন আছে আমাদের অভ্যন্তরীণ উৎপাদন তেমনি আছে প্রবাসে কর্মরত শ্রমিক ও অন্যান্য চাকরিজীবীদের অবদান ।
আর ও পড়ুন...
- রচনা : বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন ||Global warming and climate change ||জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের প্রভাব|| জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন অথবা, বৈশ্বিক উষ্ণতা ও বাংলাদেশ অথবা, বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ অথবা, বিশ্ব জলবায়ু পরিবর্তন
- রচনাঃ দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার||Commodity price rise and its remedy||দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও তার প্রতিকার||দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর সামাজিক প্রতিক্রিয়া।
- আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কী || আন্তর্জাতিক নারী দিবস || আন্তর্জাতিক নারী দিবস রচনা || আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রচনা || আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব
Comments
Post a Comment