বিন্দু কাকে বলে? || বিন্দু কি? || What is the point?

বিন্দু কাকে বলে || বিন্দু কি || What is the point:

বিন্দু (point):


লিখার উদ্দেশ্যে কলম বা পেন্সিল দ্বারা একটি লিখার কাগজ স্পর্শ করলে একটি বিন্দু উৎপন্ন হয়।


অন্যভাবে বলা যায়..

দুইটি রেখা পরস্পর ছেদ করলে বিন্দুর উৎপত্তি হয়। অর্থাৎ, পরস্পরচ্ছেদী দুইটি সরলরেখার ছেদস্থান বিন্দু দ্বারা নির্দিষ্ট হয়। উদাহরণস্বরূপ, একটি ইটের দুইটি ধার ইটের এক কোণায় কোন একটি বিন্দুতে মিলিত হয়। আরও সুষ্পষ্ট করে বলা যায়, বইয়ের একটি পৃষ্ঠার দুইটি ধার পৃষ্ঠাটির এক কোণার একটি বিন্দুতে ছেদ করে।

বিন্দু কাকে বলে? || বিন্দু কি? || What is the point?
বিন্দু(point)


বিন্দুর কেবল অবস্থান আছে। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা বলতে কিছুই নেই। তাই বিন্দুর মাত্রা শুণ্য। 

সুতরাং, বিন্দু শুণ্য-মাত্রিক জ্যামিতির অন্তর্ভূক্ত।

একটি সমতলে অবস্থিত দুইটি ভিন্ন বিন্দু স্কেল দ্বারা পরস্পর যোগ করলে একটি সরলরেখা পাওয়া যায়।

একটি রেখার দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেলে অবশেষে একটি বিন্দুতে পর্যবসিত হয়।

একটি সরলরেখার উপর অসংখ্য বিন্দু থাকে।


একই সরল রেখার উপরে যে সকল বিন্দু অবস্থান করে তাদের সমরেখ বিন্দু বলে
বিন্দু কাকে বলে? || বিন্দু কি? || What is the point?
সমরেখ বিন্দু




আর ও পড়ুন...

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?