চাহিদা রেখা কাকে বলে?(what is demand curve)? || চাহিদা রেখা অংকন কর?

চাহিদা রেখা কাকে বলে?(what is demand curve)? 

চাহিদা রেখা কাকে বলে (what is demand curve) :

একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে কোন দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তা যখন একটি রেখার মাধ্যমে দেখানাে হয় সে রেখাকে চাহিদা রেখা বলে । চাহিদা রেখার প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ চাহিদা নির্দেশ করে । অর্থাৎ চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হল চাহিদা রেখা । চাহিদা সূচির মত চাহিদা রেখা থেকেও দ্রব্যের দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক জানা যায় ।


 চাহিদা রেখা:

 নিচে একটি চাহিদা রেখার উদাহরণ দেওয়া হল-

চাহিদা রেখা কাকে বলে?(what is demand curve)? || চাহিদা রেখা অংকন কর?
চাহিদা রেখা

 রেখাচিত্রে Ox ভূমি অক্ষে  দ্রব্যের চাহিদা ও Oy লম্ব অক্ষে দাম দেখানাে হয়েছে । DD হল চাহিদা রেখা।এ রেখার Q বিন্দুতে ৮ টাকা দামে দ্রব্যের চাহিদা ৪ একক । R , S ও T বিন্দুতে যথাক্রমে ৬ টাকা দামে । চাহিদা ৮ একক , ৪ টাকা দামে চাহিদা ১২ একক ও ২ টাকা দামে চাহিদা হয় ১৬ একক । অর্থাৎ চাহিদা রেখার বিন্দুগুলাে দ্রব্যের বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ নির্দেশ করছে । দাম ও চাহিদার মধ্যে বিপরীত । সম্পর্ক থাকায় চাহিদা রেখা সাধারণত বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় ।


আর ও পড়ুন...

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?