চাহিদা কী(what is demand)?||অর্থনীতিতে চাহিদা বলতে কী বুঝায়(what is demand in economics)?
চাহিদা কী? || অর্থনীতিতে চাহিদা বলতে কী বুঝায়:
● চাহিদার সংজ্ঞা:
সাধারণ অর্থে কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে । কিন্তু অর্থনীতিতে নিছক আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না ।ক্রেতার যে আকাঙ্ক্ষা পূরণ করার সামর্থ ও ইচ্ছা থাকে , অর্থনীতিতে তাকেই চাহিদা বলে ।যেমন , কোন লােকের মােটরগাড়ি পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে । কিন্তু তা ক্রয়ের জন্য তার অর্থ ও ইচ্ছা না থাকলে সে আকাক্ষা চাহিদা হবে না । দ্রব্যটি পাওয়ার জন্য প্রয়ােজনীয় অর্থ এবং সে অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তবেই ঐ আকাঙ্ক্ষাকে চাহিদা হিসেবে গণ্য করা যায় ।
অর্থনীতিবিদ বেনহাম বলেন , “ কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোন দ্রব্য যে পরিমাণ ক্রয় করা হয় তাই ঐ দ্রব্যের চাহিদা । "
অধ্যাপক পেনশনের ভাষায়, "কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পশ্চাতে প্রয়োজনীয় অর্থ এবং ওই অর্থ ব্যয় করার প্রবল ইচ্ছা থাকলেই তা অর্থনীতিতে চাহিদা বলে গণ্য হয়।"
চাহিদার উপাদান:
সুতরাং চাহিদার উপাদান তিনটি ,যথা:
১ . কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙক্ষা ।
২ . দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়ােজনীয় অর্থ এবং
৩ . অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা ।
উল্লেখ্য , চাহিদার সাথে সময় ও দামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । চাহিদা বলতে বিশেষ সময়ে একটি নির্দিষ্ট দামে কোন দ্রব্যের চাহিদার পরিমাণকে বােঝায় ।
আর ও পড়ুন...
- মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান || মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান( Basic Economic Problems and solves)
- ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি কাকে বলে?।। ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি?
Comments
Post a Comment