সংবিধান কী ? (what is constitution)? || উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলাে কি কি
সংবিধান কী (what is constitution)? উত্তর: প্রত্যেক রাষ্ট্রেরই একটি সংবিধান থাকে। সংবিধানই হচ্ছে কোনাে রাষ্ট্র বা সরকারের প্রধান চালিকাশক্তি । প্রত্যেক রাষ্ট্রের জন্যই এটা অপরিহার্য। সংবিধানবিহীন রাষ্ট্র কর্ণধারবিহীন জাহাজের সঙ্গে তুলনায়। গ্রীক দার্শনিক এরিস্টটল হতে শুরু করে অদ্যাবধি বহু চিন্তাবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংবিধানের সংজ্ঞা দিয়েছেন । এসব সংজ্ঞা হতে সংবিধানের যথার্থ প্রকৃতি ও স্বরূপ অনুধাবন করা যায় । # সংবিধান(constitution ): সংবিধানে ইংরেজি প্রতিরূপ constitution এসেছে ল্যাটিন শব্দ Constitutio থেকে। সংবিধান বা Constitution বলতে কতোগুলো লিখিত বা অলিখিত মৌলিক বিধিমালাকে বোঝায় ।সাধারনভাবে বলতে গেলে একটি দেশের সরকার কীভাবে গঠিত ও পরিচালিত হবে সে সম্পর্কে বিভিন্ন নিয়মাবিলর সমষ্টিকে সংবিধান বলা হয় । সংবিধানকে ভিত্তি করেই সরকার সংঘটিত হয় এবং এটা সরকারের বিভিন্ন বিভাগ যেমন - শাসন বিভাগ , আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন করে দিয়ে এদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে । # প্রামাণ্য সংজ্ঞা : সংবিধান সম্পর্কে বিভিন্...