সমাজবিজ্ঞান কাকে বলে?।।সমাজবিজ্ঞান বলতে কি বুঝায়?।।What is sociology?
সমাজবিজ্ঞান কাকে বলে?।।সমাজবিজ্ঞান বলতে কি বুঝায়?।।What is sociology?
সমাজবিজ্ঞান(sociology)
সমাজবিজ্ঞান যে শাস্ত্র সমাজের মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ, আচার আচরণ , রীতিনীতি , ধ্যানধারণা প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে।
সমাজবিজ্ঞানে সমাজ হল প্রধান এবং অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সমাজকে কেন্দ্র করে সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ ব্যক্তির থেকে সমাজের উপর অধিক গুরুত্ব প্রদান করা হয়ে থাকে।
মূলত সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ এবং মানুষের সামাজিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ও পর্যালোচনা।
শাব্দিক অর্থঃ
ল্যাটিন শব্দ Socious এবং গ্রিক শব্দ Logos এর সমন্বয়ে ইংরেজি Sociology শব্দের উৎপত্তি। ‘Socious ‘ শব্দের অর্থ সমাজ আর ‘ Logos ‘ শব্দের অর্থ জ্ঞান। Sociology শব্দের অর্থ সমাজের জ্ঞান।
সমাজবিজ্ঞানের প্রামাণ্য সংজ্ঞা
বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। যেমন-
★সমাজবিজ্ঞানী ফ্রাঙ্ক ওয়ার্ড সমাজবিজ্ঞানকে 'সমাজের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন। (Sociology is the Science of Society)।
★ডুরখেইম এর মতে, “সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান।”
★ডেভিড ড্রেসলার তাঁর ‘Sociology ‘গ্রন্থে বলেছেন, “সমাজবিজ্ঞান হচ্ছে মানুষের পারস্পরিক ক্রিয়ার বিজ্ঞানসম্মত অধ্যয়ন। ”
★সামনার সমাজবিজ্ঞানকে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। "Sociology is the Science of social phenomena"
★সমাজবিজ্ঞানী ভুর্থীম বলেন যে, সমাজবিজ্ঞান হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞান। "Sociology is the Science of institution"।
★সমাজবিজ্ঞানী কোভালেভস্কির মতে সমাজবিজ্ঞান হলো সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান। "Sociology is the science of social organization and social change."।
★বিশিষ্ট সমাজবিজ্ঞানী যিমেল বলেন সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা মানব সম্পর্ক অধ্যয়ন করে। "Sociology is the science that studies human relationships."।
★সমাজবিজ্ঞানী পার্ক এর মতে সমাজবিজ্ঞান হলো মানবগোষ্ঠী বা সমষ্টির আচরণ সম্পর্কিত একটি বিজ্ঞান। "Sociology is the science of collective behaviour."।
আধুনিক সংজ্ঞা:
★বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তাঁদের Society নামক গ্রন্থে বলেন যে, সমাজবিজ্ঞান এমনই একটি বিজ্ঞান, যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে এককভাবে পাঠ করে। "Sociology alone studies social relationships themselves and society itself."। ”
★ম্যাক্সওয়েবার এর মতে, “সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো সামাজিক কার্যাবলির অধ্যয়ন এবং সামাজিক কার্যাবলির মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে ব্যাখ্যাদান করা। ”
সর্বাধুনিক সংজ্ঞা:
★ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সমাজবিজ্ঞানের অধ্যাপক নিল জে, স্পেনসার তাঁর ‘Sociology ‘ গ্রন্থে বলেছেন , “ সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি অভিজ্ঞতা বা গবেষণানির্ভর বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। ”
উল্লিখিত সংজ্ঞা সমূহের প্রত্যেকটিই সমাজের এক একটি বিশেষ দিকের উপর জোর দিয়েছে এবং প্রতিটি সংজ্ঞাই কমবেশি তাৎপর্যপূর্ণ। প্রদত্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে বিজ্ঞান সম্মত বিশ্লেষণ।
আরও পড়ুন.........
Comments
Post a Comment