রচনাঃ গ্রীন জব || Green Job? || বাংলাদেশের গ্রীন জব||Green Job in Bangladesh ||বাংলাদেশে গ্রীন জবের সম্ভবনা অগ্রগতি
রচনাঃ গ্রীন জব || Green Job || বাংলাদেশের গ্রীন জব||Green Job in Bangladesh ||বাংলাদেশে গ্রীন জবের সম্ভবনা ও অগ্রগতি
ভূমিকা :
Green jobs are decent jobs that contribute to preserve or restore the environment, be they in traditional sectors such as manufacturing and construction, or in new, emerging green sectors such as renewable energy and energy efficiency.
গ্রীন জব এমন একটি কাজ বা স্ব-কর্মসংস্থান যা সত্যই আরও টেকসই বিশ্বে অবদান রাখে।টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা মোকাবিলায় অধিকাংশ দেশই জাতীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ কর্মসংস্থান ও শ্রমবাজার নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ক্রমশ সচেতনতা সৃষ্টি হচ্ছে। আর এ কারণে ‘গ্রীন জব’ ধারণাটি বিশ্বে অপরিহার্য হিসেবে দেখা দিয়েছে।
Green job |
গ্রীন জব :
গ্রীন জব বা পরিবেশবান্ধব শ্রম বলতে এমন কর্মসংস্থানকে বুঝায় যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিবেশগত বিপর্যয় কমিয়ে সহনীয় মাত্রায় নিয়ে আসে এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে। এছাড়া গ্রীন জব জ্বালানি ও কাঁচামালের সাশ্রয়ী ব্যবহার, পরিবেশবান্ধব অর্থনীতি সৃষ্টি, জীববৈচিত্র্য রক্ষা, ইকোসিস্টেমকে পুনরুদ্ধার, শিল্পবর্জ্য হ্রাস, পানি ও বায়ুদূষণ রোধ করতে পারে।
গ্রীন জবের প্রথম ধারণা :
গ্রীন জব ধারণাটি একেবারেই নতুন। জাপানে নিগাতা শহরে আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োজিত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলনে গ্রীন জব ধারণাটি প্রথম গৃহীত হয়। বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গ্রীন জব সম্বন্ধে সচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্টক হোল্ডারদের (সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের) সাথে আলোচনা শুরু করেছে। এক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ ও পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে স্টক হোল্ডারদের মধ্যে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে।
Green jobs help:
Improve energy and raw materials efficiency
Limit greenhouse gas emissions
Minimize waste and pollution
Protect and restore ecosystems
Support adaptation to the effects of climate change
At the enterprise level, green jobs can produce goods or provide services that benefit the environment, for example green buildings or clean transportation. However, these green outputs (products and services) are not always based on green production processes and technologies. Therefore green jobs can also be distinguished by their contribution to more environmentally friendly processes. For example, green jobs can reduce water consumption or improve recycling systems. Yet, green jobs defined through production processes do not necessarily produce environmental goods or services.
As illustrated by the diagram below, a distinction can thus be drawn between employment in green economic sectors from an output perspective and job functions in all sectors from an environmentally friendly process perspective. For the ILO, green jobs are all those jobs that fall in the dashed area
গ্রীন জব আইন :
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভোক্তা ও নীতিনির্ধারক মহলের অত্যধিক চাপের কারণে পরিবেশ রক্ষা, কলকারখানার কর্মপরিবেশ উন্নতকরণ, নিরাপদ ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, কলকারখানা থেকে নির্গত দূষিত পানি ব্যবস্থাপনা ইত্যাদি বেসরকারি খাতে খুবই গুরুত্ব পাচ্ছে। উদাহরণস্বরূপ টেক্সটাইল গার্মেন্টস, চামড়াজাত দ্রব্য এবং অন্যান্য কারখানা বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন করতে আইনগতভাবে বাধ্য। বাংলাদেশে গ্রীন জবের অবস্থা বুঝার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ওয়েস্ট কনসার্ন (Waste Concern) যৌথভাবে কিছু প্রতিষ্ঠান/প্রজেক্ট/কর্মসূচীকে চিহ্নিত করেছে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিক্স (বিবিএস) লেবার ফোর্স সার্ভে ২০০৫-০৬ অনুসারে বাংলাদেশে কর্মরত শ্রমিক ৪ কোটি ৭৪ লক্ষ যার মধ্যে ২,০১,৭৬৭ জনের কর্মসংস্থান গ্রিন জবের আওতায় যা মোট শ্রমিকের মাত্র ০.৪২%।
গ্রীন জবের সম্ভাবনাময় সেক্টরগুলো হলো-
যানবাহন শিল্প :
জ্বালানি হিসেবে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ব্যবহৃত হওয়ায় পাবলিক যানবাহনের ব্যয় এবং বায়ুদূষণ কমেছে। এছাড়া সিএনজিচালিত যানবাহন থেকে গ্রীন হাউজ গ্যাস কম নির্গত হয়। গবেষণায় দেখা গেছে সিএনজিচালিত যানবাহনে পেট্রোলচালিত যানবাহনের চেয়ে ১০-২০% কার্বন-ডাই-অক্সাইড, ২৫% পর্যন্ত নাইট্রোস অক্সাইড এবং ৮০% কার্বন মনোঅক্সাইড, নন মিথেন হয়।
কৃষি ও বন বিভাগ :
কাজী ও কাজী টি এস্টেট লি. ওরগ্যানিক চা উৎপাদন করছে। চা বাগানটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় অবস্থিত। এখানে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, আগাছা দমন ও জমির উর্বরতা রক্ষায় স্বাস্থ্যসম্মত পদ্ধতি ব্যবহার করা হয়। পূর্বে অব্যবহৃত কৃষি জমিতে বর্তমানে প্রতিবছর ২৩০ টন চা উৎপাদিত হচ্ছে। এক্ষেত্রে ৭২৫ জনের পরিবেশবান্ধব কর্মসংস্থান হয়েছে।
Gren job sector |
বর্জ্য ব্যবস্থাপনা :
‘বর্জ্যই সম্পদ’ এই স্লোগানকে সামনে রেখে গবেষণা প্রতিষ্ঠান ওয়েস্ট কনসার্ন ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। এটি দেশের ২৬টি শহরে কমপোস্ট বা বর্জ্য প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপন করেছে। শ্রীলংকা ও ভিয়েতনামেও এ মডেল অনুসরণ করা হচ্ছে। কিয়োটো প্রটোকলের গ্রীন ডেভেলপমেন্ট ম্যাকানিজম ব্যবহার করে সম্প্রতি ওয়েস্ট কনসার্ন ও ডাচ ওয়েস্ট রিসাইক্লিং কোম্পানি যৌথভাবে ঢাকা শহরের চতুর্দিকে কিছুসংখ্যক কমপোস্ট প্লান্ট স্থাপনের কাজ শুরু করেছে। প্রতিদিন ৭০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন হয় এ প্লান্টের কাজ ২০০৯ সালে শেষ হয়েছে। এতে ঢাকা শহরের জৈব বর্জ্য দিয়ে পরিবেশবান্ধব কমপোস্ট উৎপাদন করা।
প্লাস্টিক রিসাইক্লিং ইন্ডাস্ট্রি :
বাংলাদেশে প্রায় ২৯৯৭টি প্লাস্টিক ইন্ডাস্ট্রি আছে। প্লাস্টিক রিসাইক্লিং ইন্ডাস্ট্রি প্রতিবছর প্রায় ২,৪৪,৮৩৩ টন ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী প্রক্রিয়াজাতকরণ করে প্লাস্টিক তৈরির রেজিনের চাহিদার প্রায় ৫৫৫% পূরণ করে। ফলে বিদেশি মুদ্রা সাশ্রয় হয়। প্লাস্টিক সামগ্রী দ্বারা জমি ভরাট হয় না বারং এ খাত ২২,২৯২ জন দরিদ্র মানুষের কর্মসংস্থান হয়েছে।
বিদ্যুৎ, গ্যাস ও পানি :
‘গ্রামীণ শক্তি’ পল্লি এলাকায় বায়োগ্যাস ও সৌর জ্বালানির ব্যবহার জনপ্রিয় করে তুলেছে। এ পরিবেশবান্ধব কর্মসূচি জ্বালানির চাহিদা পূরণ করেছে। এ খাতে কিছুসংখ্যক লোকের কর্মসংস্থান হচ্ছে। এছাড়া রহিম আফরোজ সোলার অ্যান্ড আরএসএফ, ড্রিমস পাওয়ার লিমিটেড, বিসিএসআইআর, এনার্জিপ্যাক ইত্যাদি প্রতিষ্ঠান সৌর ও নবায়নযোগ্য শক্তি পরিবেশবান্ধব ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ইত্যাদির চাহিদা পূরণ করছে।
Green Jobs in a Green Economy
In the interest of increasing awareness and responsibility towards our planet, existing business are adopting more environmentally friendly processes. New Green businesses like renewable energy generation, recycling, waste management etc. are creating employment all over the world. The production of cleaner automobiles reduces carbon emissions and creates skilled jobs.
The main feature of a green economy is to recognise the economic value of our natural capital and resources and realise the need to protect those resources in the long run. A green economy will ultimately lead us to sustainability meanwhile improving human well-being and social
equality and reducing
environmental sacrifices and risks. A green economy is a result of innovative thinking and creation of green jobs that continuously contribute to sustainability. Such an economy must aim to eradicate poverty, improve human welfare and create employment.
বাংলাদেশে গ্রীন জবঃ
গ্রিন জবস ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ' আনুষ্ঠানিকভাবে 4 ডিসেম্বর 2008 তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইএলও যৌথভাবে চালু হয়। শক্তি সরবরাহ এবং বর্জ্য পুনর্ব্যবহার করা থেকে শুরু করে কৃষি, নির্মাণ এবং পরিবহন খাত পর্যন্ত অর্থনীতির অনেক ক্ষেত্রে গ্রীন জব পাওয়া যায়।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইএলও আঞ্চলিক কার্যালয় বাংলাদেশ, চীন ও ভারত নামে তিনটি দেশে গ্রীন জব উদ্যোগ বাস্তবায়ন করছে। বাংলাদেশে প্রকল্পটি ত্রিপক্ষীয় উপাদানগুলির সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে; সরকার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন, এবং গ্রামীণ শক্তি এবং বর্জ্য উদ্বেগের মতো বেসরকারি অংশীদার।
প্রাথমিক উদ্দেশ্য হল কর্মসংস্থান এবং পরিবেশ নীতির মধ্যে সংযোগ তৈরি করা এবং তাদের টেকসই উন্নয়নের কাছাকাছি নিয়ে আসা।
উপসংহার :
বাংলাদেশে গ্রীন জব বিদ্যমান থাকলেও এ বিষয়ে সচেতনতা ও স্পষ্ট ধারণার অভাব রয়েছে। আমাদের দেশে কোনো কোনো ক্ষেত্রে গ্রিন জবের সুযোগ আছে, কীভাবে বর্তমান কর্মসংস্থানকে পরিবেশবান্ধব করা যায়- সে বিষয়ে আলোচনার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি ঢাকার হোটেল সোনারগাঁ-এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আমরা আশা করতে পারি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে গ্রিন জব-এর নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আরো পড়ুন.......
- সমুদ্র অর্থনীতি কী?||ব্লু ইকোনমি কি ?what is blue economy||সুনীল অর্থনীতি (Blue Economy) বা সমুদ্র অর্থনীতি কাকে বলে?||ব্লু ইকোনমি কি এবং বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রগতি
- ছয় দফা কি?||ছয় দফার দাবিসূমহ কি কি?||ছয় দফা আন্দোলন কি?||what is six point movement?
Comments
Post a Comment