আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য ভাবসম্প্রসারণ ||The purpose of education is to gain self-empowerment
আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য ভাবসম্প্রসারণ ||The purpose of education is to gain self-empowerment
মূলভাব:
বস্তুত শিক্ষার মূল লক্ষ্য মানুষের আত্মশক্তি বা জ্ঞানশক্তির বিকাশের মাধ্যমে তার মনুষ্যত্ব ও বিবেককে জাগ্রত করা।
আত্মশক্তি বা জ্ঞানশক্তি মানুষের একটি বিশেষ গুণ, যা তার অস্তিত্বের মাঝেই নিহিত থাকে। কিন্তু মানুষ জন্মগতভাবে এ শক্তির অধিকারী হয় না। মানুষের মধ্যে আত্মশক্তি বা জ্ঞানশক্তি তখনই জাগ্রত হয় যখন মানুষের মন প্রকৃত শিক্ষার আলােকে আলােকিত হয়।
ভাবসম্প্রসারণ
শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের কর্মশক্তি অর্জন ও মনুষ্যত্বের বিকাশ । মানুষের মনােদৈহিক ক্ষমতাগুলােকে বিকশিত করা । অর্থ উপার্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় । যদিও বর্তমান যুগে ভালাে ফলাফল করার উদ্দেশ্য হলাে ভালাে একটি চাকরি পাওয়া এবং অধিক অর্থ উপার্জন করা , কিন্তু এতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নষ্ট হয়ে যায় । শিক্ষার প্রকৃত উদ্দেশ্য থেকে মানুষ অনেক দূরে সরে যায় । মানবসম্পদ উন্নয়নের হাতিয়ার হিসেবে শিক্ষার প্রচলন হয়েছে ।
শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলাে মানুষের বােধবুদ্ধি , বিবেক জাগ্রত করা , ভেতরের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজ এবং সভ্যতার বৃহত্তর কল্যাণ সাধন করা । কেননা , মানুষ জন্মসূত্রে মানুষ নয় , তাকে মনুষ্যত্ব অর্জন বা মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় । শিক্ষার মাধ্যমেই কেবল মনুষ্যত্ব অর্জন করা সম্ভব। এ জন্য বলা হয়ে থাকে , সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত । একজন শিক্ষিত মানুষ অন্যের থেকে আলাদা হয়ে ওঠে তার মার্জিত আচরণ , উন্নত চিন্তা , কর্তব্যনিষ্ঠা , ন্যায়পরায়ণতা , সততা ইত্যাদি চারিত্রিক গুণাবলির কারণে । এগুলাে মানুষের মানবিক গুণ , আত্মগত শক্তি । শিক্ষা মানুষকে এ সমস্ত সামর্থ্যের অধিকারী করে তােলে । শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের ভেতরের সক্ষমতাগুলাে সক্রিয় করা । সুপ্ত মনােদৈহিক শক্তিগুলােকে জাগ্রত করা । অপ্রকাশিত মানবিক গুণগুলােকে বিকশিত করা । কিন্তু বর্তমান যুগে মানুষ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে গেছে
শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে মানুষ হয়ে ওঠে আত্মশক্তিতে বলীয়ান। তাই শিক্ষার উদ্দেশ্য সনদ অর্জন করে চাকরি করে। বিলাসী জীবনযাপন নয়। নিজেকে জানা, বােঝা, আবিষ্কার করা ও শক্তিশালী করাই শিক্ষার উদ্দেশ্য।
আরো পড়ুন......
Comments
Post a Comment