বচন কাকে বলে?বচন কত প্রকার ও কি কি ?What is number? How many number and what are they? বচন কাকে বলে ? বচনের প্রকারভেদ/শ্রেনিবিভাগ আলোচনা কর?বচন কি?বাংলায় বচন চেনার উপায় কি কি?
বচন কাকে বলে?বচন কত প্রকার ও কি কি ?||What is number? How many number and what are they? বচন কাকে বলে ? বচনের প্রকারভেদ/শ্রেনিবিভাগ আলোচনা কর?||বচন কি?বাংলায় বচন চেনার উপায় কি কি?
বচনঃ
বচন ' ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ । এর অর্থ সংখ্যার ধারণা । ব্যাকরণের বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন ।
সহজভাবে বলা যায় যে
যা দ্বারা কোনাে ব্যক্তি , বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় , তাকে বচন বলে ।
auto add code & in article add code : অন্যভাবে বলা যায় , যে সকল শব্দ দ্বারা কোনাে ব্যক্তি , বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় , তাদেরকে বচন বলে । যেমনঃ একটি পাখি , অনেকগুলাে পাখি ইত্যাদি ।
বচনের প্রকারভেদঃ
বাংলা ভাষায় বচন দুই প্রকর :
একবচন ও বহুবচন ।ইংরেজিতে বলা হয় singular and plural.
একবচনঃ
যখন কোন শব্দ দিয়ে কেবল একটি ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীকে বোঝান হয়, তখন তাকে একবচন বলে। যেমন - মেয়েটি, বইটি ইত্যাদি।যেমন – সে এলাে । মেয়েটি স্কুলে যায়নি ।
বহুবচনঃ
আবার যে শব্দ দিয়ে একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝান হয়, তখন তাকে বহুবচন বলে। যেমন — মেয়েগুলো, বইগুলো ইত্যাদি।তারা গেল । মেয়েরা এখনও আসেনি ।
** কেবলমাত্র বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয় । কোনাে কোনাে সময় টা , টি , খানা , খানি ইত্যাদি যােগ করে বিশেষ্যর একবচন নির্দেশ করা হয় । যেমন - গরুটা , বাছুরটা , কলমটা , খাতাখানা , বইখানি ইত্যাদি ।
auto add code & in article add code : ** বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা , এরা , গুলা , গুলি , গুলো , দিক , দেৱ প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব , সকল , সমুদয় , কুল , কৃ , বর্গ , নিচয় , রাজি , রাশি , পাল , দাম , নিকর , মালা , আবলি প্রভৃতি সমষ্টিবােধক শব্দ ব্যবহূত হয় । সমষ্টিবােধক শব্দগুলাের বেশিরভাগই তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত ।
প্রাণিবাচক ও অপ্রাণিবাচক এক ইতর প্রাণিবাচক ও উন্নত প্রাণিবাচক শব্দভেদে বিভিন্ন ধরনের বহু বচনবােধক প্রত্যয় ও সমষ্টিবােধক শব্দ যুক্ত হয় ।
যেমন—
( ক ) রা - কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে ' রা ' বিভক্তির ব্যবহার পাওয়া যায় । যেমন-
★ছাত্ররা খেলা দেখতে গেছে ।
★তারা সকলেই লেখাপড়া করে ।
★শিক্ষকেরা জ্ঞান দান করেন ।
যে ধরনের শব্দে " র " যুক্ত , সে ধরনের শব্দের শেষে কোনাে কোনাে সময় 'এরা ' ব্যবহূত হয় । যেমন – ★মেয়েরা ঝিয়েরা একত্র হয়েছে ।
## সময় সময় কবিতা বা অন্যান্য প্রয়ােজনে অপ্রাণী ও ইতর প্রাণিবাচক শব্দেও রা , এরা যুক্ত হয় ।
যেমন - '
★পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপীলিকারা বিধাতার কাছে পাখা চায় ।
★ কাকেরা এক বিরাট সভা করল ।
( খ ) গুলা , গুলি , গুলাে প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে যুক্ত হয় ।
যেমন –
★ অতগুলো কুমড়া দিয়ে কী হবে ?
★ আমগুলাে টক ।
★ টাকাগুলো দিয়ে দাও ।
★ময়ুরগুলাে পুচ্ছ নাড়িয়ে নাচছে ।
auto add code & in article add code : ( ক ) উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ অংশ
গণ-দেবগন , নরগণ , জনগণ ইত্যাদি । বৃন্দ - সুধীবৃন্দ , ভক্তবৃন্দ , শিক্ষকবৃন্দ ইত্যাদি ।
মন্ডলী- শিক্ষকমন্ডলী , সম্পাদকমণ্ডলী ইত্যাদি । বর্গ- পণ্ডিতবর্গ , মন্ত্রিবর্ণ ইত্যাদি
( খ ) প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে বহুবচনে ব্যবহূত শব্দ ।
কুল -কবিকুল , পক্ষিকুল , মাতৃকুল , বৃক্ষকুল ইত্যাদি ।
সকল -পর্বতসকল , মনুষ্যসকল ইত্যাদি । ৷ সব-ভাইসব , পাখিসব ইত্যাদি ।
সমূহ -বৃক্ষমূহ , মনুষ্যসমূহ ইত্যাদি ।
( গ ) অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত বহুবচনবােধক শব্দ আবলি , গুচ্ছ , দাম , নিকর , পুঞ্জ , মাল , রাজি , রাশি । যেমন - গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলি , কবিতাগুচ্ছ , কুসুমদাম , কমলনিকর , মেঘকুঞ্জ , পর্বতমালা , তারকারাজি , বালুরাশি , কুসুমনিচয় ইত্যাদি ।
★ পাল ও যূথ শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহূত হয় । যেমন - রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে । হস্তিযুথ মাঠের ফসল নষ্ট করছে ।
আরো পড়ুন......
- ব্যাকরণ এর প্রধান আলোচ্য বিষয় কয়টি ও কি কি?।।বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয় কি কি?।।What are the topics of Bengali grammar ?।।ব্যাকরণ এ কি কি বিষয় আলোচিত হয়?।।ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ও কী কী?How many and what are the topics of grammar?
- প্রশ্ন :উচ্চারণরীতি কাকে বলে?||What is the pronunciation? এ-ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ।||
Comments
Post a Comment