ব্রেক ইভেন পয়েন্ট কি ? || সমচ্ছেদ বিন্দু কি ? || আয় - ব্যয় সমতা বিন্দু কি?(What is Break Even Point ?)

 ব্রেক ইভেন পয়েন্ট কি || সমচ্ছেদ বিন্দু কি ||আয় - ব্যয় সমতা বিন্দু কি(What is Break Even Point ):


 ইভেন পয়েন্ট (Break Even Point):


 ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুবলিতে কোন প্রতিষ্ঠানের উৎপাদন অথবা বিক্রয় মাত্রার ঐ অবস্থান কে বুঝায় যেখানে মােট বিক্রয় মােট ব্যয়ের সমান হয় । মােট ব্যয় রেখা মােট বিক্রয় রেখাকে যে বিন্দুতে ছেদ করে উক্ত ছেদ বিন্দুকে ব্রেক ইভেন পয়েন্ট বলে । এই বিন্দুতে কোন প্রতিষ্ঠানের লাভ লােকসান কিছুই হয়না ।

চিত্র:

ব্রেক ইভেন পয়েন্ট কি ? || সমচ্ছেদ বিন্দু কি ? || আয় - ব্যয় সমতা বিন্দু কি?(What is Break Even Point ?)
ব্রেক ইভেন পয়েন্ট


ব্রেক ইভেন বিন্দুতে মােট আয় ও মােট ব্যয় সমতা অবস্থা নির্দেশ করে । এই বিন্দুতে TR = ARxq TC = ACxq হয় । অর্থাৎ উৎপাদন প্রতিষ্ঠান বা শিল্পের ক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্জিত হলে দীর্ঘমেয়াদী ফার্ম ভারসাম্য অবস্থায় পৌঁছে । এই অবস্থার পূর্বে বা পরে ফার্ম দীর্ঘমেয়াদে উৎপাদন করতে চায় না । এজন্য উৎপাদনের এরূপ পরিস্থিতিতে ব্রেক ইভেন পয়েন্ট বলে । স্বল্পকালে ফার্ম এই বিন্দু ডানে TR > TC বা অস্বাভাবিক মুনাফা এবং বামে TR < TC বা ক্ষতির সম্মুখীন হয় । এজন্য উৎপাদনের OM উৎপাদন স্তরে e বিন্দুতে উৎপাদন পরিস্থিতিকে ব্রেক ইভেন পয়েন্ট বলে । স্বল্পকালে ফার্ম এই বিন্দুর ডানে TR > TC বা অস্বাভাবিক মুনাফা এবং বামে TR < TC বা ক্ষতির সম্মুখীন হয় । 

চিত্রে OM উৎপাদন স্তরে e বিন্দুতে TR = TC হয় । এই e বিন্দুকে Break even point বলে । ফলে ফার্ম স্বল্পকালে e বিন্দুতে স্বাভাবিক মুনাফা অর্জন করে এবং Break ( ven Picont অর্জন করে ।





আর ও পড়ুন...

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?