উদ্যোক্তা কি? what is Entrepreneur?উদ্যোক্তা কাকে বলে?
উদ্যোক্তা কি?।। what is Entrepreneur?।।উদ্যোক্তা কাকে বলে?
উদ্যোক্তা(Entrepreneur)
উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি নতুন নতুন পণ্য, সেবা বা ব্যবসায়িক ধারণা তৈরি করেন, সেগুলো বাস্তবায়নের জন্য উদ্যোগ নেন, ঝুঁকি গ্রহণ করেন এবং এর থেকে প্রাপ্ত মুনাফা ও পুরস্কার ভোগ করেন। উদ্যোক্তারা প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন পথ তৈরি করেন, বাজারের চাহিদা উপলব্ধি করেন এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
An entrepreneur is an individual who identifies business opportunities, takes on financial risks to start and run a new venture, and brings new products or services to market.
১৯শ শতাব্দীতে জে.বি. সেয় উদ্যোক্তাকে উৎপাদনের উপকরণ একত্রিতকারী সংগঠক হিসেবে উল্লেখ করেন।
১৮শ শতাব্দীতে অর্থনৈতিক চিন্তাবিদ রিচার্ড ক্যান্টিলন বলেন উদ্যোক্তাকে ‘অবিশ্বাস্য মূল্যে পণ্য কেনা ও বিক্রি করে ঝুঁকি গ্রহণকারী’ ব্যক্তি হিসেবে সংজ্ঞায়িত করেন।
২০শ শতাব্দীতে জোসেফ শুম্পিটার বলেন উদ্যোক্তাকে উদ্ভাবন-নির্ভর অর্থনৈতিক পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে ব্যাখ্যা করেন
বর্তমান যুগ — তথ্যপ্রযুক্তি বিপ্লবের ফলে বিশ্বব্যাপী স্টার্টআপ সংস্কৃতি দ্রুত প্রসারিত হয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, এশিয়া ও আফ্রিকার উদ্যোক্তা উদ্যোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।উদীয়মান অর্থনীতিতে উদ্যোক্তারা অর্থনৈতিক রূপান্তরের মূল চালিকা শক্তি।
বিশ্বব্যাংক বলছে, উদ্যোক্তা ও উদ্ভাবন প্রতিযোগিতামূলক অর্থনীতির প্রধান ভিত্তি। বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের ভূমিকা অপরিহার্য।[
![]() |
| উদ্যোক্তার ধারনা |
The diagram presents a Conceptual Model of Entrepreneurship, illustrating how various factors interact with entrepreneurship at its core. Entrepreneurship is shown as a dynamic process influenced by and influencing four key elements: Person, Organization, Task, and Environment.
আরো পড়ুন.......
১।শব্দ গঠন বলতে কী বোঝায়? শব্দগঠন কী ? শব্দ গঠন কাকে বলে ? What is Word formation?
২।কার্টেল কী।।কার্টেল কাকে বলে।।What is Cartel?কার্টেলের শর্তসমূহ আলোচনা? (Conditions of cartel)

Comments
Post a Comment