বিশেষায়িত ব্যাংক কাকে বলে।। What is Specialized Bank.
বিশেষায়িত ব্যাংক কাকে বলে?।। What is Specialized Bank?
বিশেষায়িত ব্যাংক:
উত্তর:
বিশেষ বিশেষ ক্ষেত্রের আর্থিক সহায়তার জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত ব্যাংককে বিশেষায়িত ব্যাংক বলা হয়। যেমন- বাংলাদেশ কৃষি ব্যাংক, কৃষির উন্নয়নের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত ব্যাংক।
অর্থাৎ বিশেষায়িত ব্যাংক হলো এমন ব্যাংক যারা নির্দিষ্ট ধরণের গ্রাহক বা শিল্পের জন্য আর্থিক সেবা প্রদানের উপর বিশেষভাবে মনোযোগ দেয়। তারা সাধারণ বাণিজ্যিক ব্যাংকের তুলনায় ভিন্ন নিয়ম ও নীতিমালা দ্বারা পরিচালিত হয় এবং তাদের নিজস্ব নির্দিষ্ট উদ্দেশ্য থাকে।
সহজ কথায় বিশেষ কোন খাতের উন্নয়নের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাকে বিশেষায়িত ব্যাংক বলে। যে ব্যাংক অর্থনীতির বিশেষ কোনো দিকের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে Specialized Bank বা বিশেষায়িত ব্যাংক বলে।
বর্তমানে বাংলাদেশে ৩টি বিশেষায়িত ব্যাংক (Specialized Bank) রয়েছে। বিশেষায়িত ব্যাংকগুলো হলো,
১) বাংলাদেশ কৃষি ব্যাংক,
২) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,ও
৩) প্রবাসী কল্যাণ ব্যাংক
বিশেষায়িত ব্যাংক এর কার্যক্রম:
একটি বিশেষায়িত ব্যাংক নিম্মোক্ত কাজগুলো করে থাকে:-
*বিশেষায়িত ব্যাংক তার পরিচালনার জন্য একটি স্থির পরিকল্পনা গ্রহণ, মান নির্ধারণ এবং আর্থিক নীতি প্রণয়ন করে;
*ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা ক্লায়েন্টদের ঋণ প্রদান, পুঁজি গঠন, তারল্য নীতি প্রণয়ন এবং ভবিষ্যত লক্ষ্য নির্ধারণ করে থাকে;
*আর্থিক ব্যবস্থাপনায় দ্বায়িত্বশীল থাকা;
*হিসাব ধারী প্রতিষ্ঠানগুলোর উপর Cash Control কার্যক্রম পরিচালনা করা ।
*প্রবিধান অনুযায়ী, হিসাবধারী প্রতিষ্ঠানগুলোতে বেতন-ভাতা ও পারিশ্রমিক তদারকি ও নিয়ন্ত্রণ করা, ইত্যাদি।
আরো পড়ুন.....
Comments
Post a Comment