মুক্তবাজার অর্থনীতি কি?।। মুক্তবাজার অর্থনীতি কাকে বলে?।।What is Free Market Economy?
মুক্তবাজার অর্থনীতি কি?।। মুক্তবাজার অর্থনীতি কাকে বলে? ।।What is Free Market Economy? মুক্তবাজার অর্থনীতি ( Free Market Economy ): সাধারণ অর্থে যে অর্থনীতিতে বাজার প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন, বণ্টন, বিনিয়োগ ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয় তাকে অপরিকল্পিত বা মুক্ত বাজার অর্থনীতি বলা হয়। কতিপয় অর্থনীতিবিদ এরূপ বাজারকে closed eyes বলে অভিহিত করেন। মূলত অর্থনীতিবিদরা এমন একটি বাজার অর্থনীতিকে বর্ণনা করেন যেখানে পণ্য এবং পরিষেবাগুলি ইচ্ছামত এবং পারস্পরিক চুক্তির মাধ্যমে বিনিময় করা হয়। একটি খামার স্ট্যান্ডে একজন কৃষকের কাছ থেকে একটি নির্দিষ্ট মূল্যে সবজি কেনা অর্থনৈতিক বিনিময়ের একটি উদাহরণ। আপনার জন্য কাজ চালানোর জন্য কাউকে ঘন্টায় মজুরি দেওয়া একটি বিনিময়ের আরেকটি উদাহরণ। ‘মুক্তবাজার অর্থনীতি’ এমন এক ধরণের বাজার ব্যবস্থা যেখানে সরকার সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে ব্যক্তি তাদের নিজস্ব অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। এটাকে কেউ কেউ পুঁজিবাদী অর্থনীতি হিসেবেও আখ্যায়িত করে থাকে। এ পদ্ধতিতে ব্যক্তিগত সম্পত্তির বিশেষ অধিকার রক্ষি...