নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মধ্যে পার্থক্য কি ? || (What is the Difference between Indifference curve and Budget line)?

নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার মধ্যে পার্থক্য :(Difference between Indifference curve and Budget line)


 ভােক্তার বাজেট রেখা নির্দিষ্ট আয়ে দুটি পণ্যের সর্বোচ্চ ক্রয়  ক্ষমতা নির্দেশ করে।  পক্ষান্তরে , নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের সংমিশ্রণ  নির্দেশ করে  যা  থেকে ভােক্তা সমান উপযোগ লাভ করে ।

নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মধ্যে পার্থক্য কি ? || (What is the Difference between Indifference curve and Budget line)?
নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা

 ক ) চিত্রে ভােক্তার বাজেট রেখা ( AB ) এবং ( খ ) চিত্রে ভােক্তার নিরপেক্ষ রেখা ( IC ) পাশাপাশি অংকন করা হয়েছে । উভয় রেখাই বা থেকে ডানে নিম্নগামী । অর্থাৎ উভয় রেখার ঢাল ঋণাত্মক ।

কিন্তু তা সত্ত্বেও বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে নিম্নরূপ কিছু মৌলিক পার্থক্য রয়েছে ।

যেমন

●১। বাজেট রেখার ঢাল সকল বিন্দুতে সমান থাকে ।
কিন্তু নিরপেক্ষ রেখার ঢাল সকল বিন্দুতে সমান থাকে না ।

●২ . বাজেট রেখা সরল আকৃতির হয় ।
 কিন্তু , নিরপেক্ষ রেখা সাধারণত মূল বিন্দুর দিকে উত্তল হয়ে থাকে ।

●৩ . বাজেট রেখার সকল বিন্দু ভােক্তার সমান ক্রয় ক্ষমতা নির্দেশ করে । 
পক্ষান্তরে , নিরপেক্ষ রেখার সকল বিন্দু সমান উপযােগ নির্দেশ করে ।

●৪ . বাজেট রেখার ঢাল দুটি পণ্যের দামের অনুপাত px/py নির্দেশ করে ।
পক্ষান্তরে নিরপেক্ষ রেখার ঢাল দুটি পণ্যের প্রান্তিক । পরিবর্তনের / বদলের হার ( MRSxy) নির্দেশ করে ।

●৫ . ভােক্তা কি করতে চায় এ বিষয়টি নিরপেক্ষ রেখা দ্বারা প্রকাশ পায় । 
পক্ষান্তরে , ভােক্তা কি করতে পারে এ বিষয়টি বাজেট রেখা দ্বারা  প্রকাশ পায় ।

●৬.   দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না।পক্ষান্তরে দুটি বাজেট রেখা একে অপরকে ছেদ করতে পারবে।

●৭ . বাজেট রেখা ভােক্তার বস্তুগত দিক তুলে ধরে । যেমন - ভােক্তার আয় , ব্যয় , পণ্যের দাম এসব বস্তুগত বিষয় সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় ।
কিন্তু নিরপেক্ষ রেখায় নির্দেশিত উপযােগ বা তৃপ্তি অবস্তুগত তথা মনস্তাত্বিক বিষয় তুলে ধরে যা সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় না ।

অর্থাৎ একটি Objective Condition এবং অপরটি Subjective Condition নির্দেশ করে ।




আর ও পড়ুন...

Comments

  1. খুব সুন্দর ব্যাখ্যা।
    বাজেট রেখা কি? বিস্তারিত আলোচনা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?