চাহিদার স্থিতিস্থাপকতার বিভিন্ন ধারণা ব্যাখ্যা কর? (Different Types of Elasticity)

চাহিদার স্থিতিস্থাপকতার বিভিন্ন ধারণা (Different Types of Elasticity)


চাহিদার স্থিতিস্থাপকতার গুরুত্বপূর্ণ ধারণা হল মূলত তিনটি :

( i ) দাম স্থিতিস্থাপকতা 
( ii ) আয় স্থিতিস্থাপকতা এবং
( iii ) আড়াআড়ি স্থিতিস্থাপকতা 


নিম্নে এগুলাে ব্যাখা করা হল :

( i ) দাম স্থিতিস্থাপকতা :

চাহিদার দাম স্থিতিস্থাপকতা একটি মাত্রাগত পরিমাপক কোন দ্রব্যের দামের  ফলে তার চাহিদার পরিবর্তন হয় । দামের কতটুকু পরিবর্তনে চাহিদার কি পরিমাণ পরিবর্তন হয় তা স্থিতিস্থাপকতার সাহায্যে জানা যায় । 


অর্থনীতিবিদগণ চাহিদার দাম স্থিতিস্থাপকতার বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন ।কয়েকজন অর্থনীতিবিদের সংজ্ঞা তুলে ধরা হল :

অধ্যাপক লিপসি এর ভাষায় ,
" Elasticity of demand is the measuse of the responsiveness ; quantity demand to change in price . " 

দাম স্থিতিস্থাপকতা


অর্থনীতিবিদ রায়েন এর মতে , 
“ কোন দ্রব্যের দামের পরিবর্তন ঘটলে ঐ দ্রব্যের চাহিদার পরিমাণ যে মাত্রায় দেয় তাই হল চাহিদার দাম স্থিতিস্থাপকতা । ”


অর্থনীতিবিদ পি . এ . স্যামুয়েলসন এর মতে , 
“ বাজার দামের পরিবর্তনের ফলে কোন দ্রব্যের চাহিদার উপর যে সাড়া জাগে চাহিদার স্থিতিস্থাপকতা তার মান নির্দেশ করে । 

এটি সাধারণত শতকরা পরিবর্তনের উপর নির্ভর করে কিন্তু দ্রব্যের পরিমাণ ও মূল্যের পরিমাপের জন্য ব্যবহৃত এককসমূহের উপর নির্ভর করে না । ”


( ii ) আয় স্থিতিস্থাপকতা :

 ভােক্তার আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হতে পারে । আয়ের পরিবর্তনের সাথে চাহিদার সাড়া দেওয়ার মাত্রাকে আয় স্থিতিস্থাপকতা বলে । 

আয় স্থিতিস্থাপকতা

সুতরাং আয়ের আপেক্ষিক পরিবর্তনের সাথে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক পরিবর্তন হয় , তাদের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে । অর্থাৎ  



 ( iii ) আড়াআড়ি স্থিতিস্থাপকতা:

বাস্তবে দুটি দ্রব্য একে অপরের পরিবর্তক বা বিকল্প । যেমন — চা ও কফি এবং পরিপূরক বা সহযােগী হতে পারে। যেমন — কাগজ ও কালি । দ্রব্যের এ সম্পর্কের উপর ভিত্তি করে আড়াআড়ি স্থিতিস্থাপকতা ধারণার জন্ম হয়েছে । যেমন — চায়ের দাম বাড়লে কফির চাহিদা বাড়বে । আবার কাগজের দাম কমলে কাগজের চাহিদা বাড়ার সাথে সাথে কালির চাহিদাও বাড়বে ।

আড়াআড়ি স্থিতিস্থাপকতা

সুতরাং পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে কোন বিবেচনাধীন দ্রব্যের চাহিদায় যে শতকরা পরিবর্তন আসে তাকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে । 

Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?