কৃষির সংজ্ঞা?।।কৃষি কাকে বলে।।What is agriculture৷। বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য।।Characteristics of agriculture in Bangladesh
কৃষির সংজ্ঞা?।।কৃষি কাকে বলে?।।What is agriculture?।। বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য।।Characteristics of agriculture in Bangladesh. কৃষির সংজ্ঞা: সাধারণ অর্থে জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। তবে আধুনিক দৃষ্টি ভঙ্গিতে কৃষি হল এমন এক ধরণের সৃষ্টি সম্বন্ধীয় কর্ম যা ভূমি কর্ষণ, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্চা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। অর্থনীতির আলোচনায় পশু-পালন থেকে শুরু করে শস্য উৎপাদন, বনায়ন, খনিজ ও মৎস্য সম্পদ আহরণ প্রভৃতি সকল প্রকার প্রাকৃতিক সম্পদ আহরণ প্রক্রিয়াকে কৃষির অন্তভুক্তি করা হয়। বাংলাদেশে কৃষিকে তিনটি উপখাতে বিভক্ত করা হয় । যথা- ১) শস্য, ২) বনজ সম্পদ, ৩) প্রাণি সম্পদ। পূর্বে মৎস্য সম্পদও একটি উপখাত হিসেবে কৃষি খাতের অর্ন্তভুক্ত ছিল। বর্তমানে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের হিসেবে মৎস্য উপখাতকে একটি পৃথক খাত হিসেবে গণ্য করা হচ্ছে। বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য: বাংলাদেশ কৃষি ভিত্তিক দেশ হলেও এখনও চাষাবাদ মূলত: জীবনধারণ কেন্দ্রীক। বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ শুরু হয় নি বা কিছু কিছু ক্ষেত্রে সবে মাত্র শুরু হয়েছ...