মিশ্র অর্থনীতি কি।। মিশ্র অর্থনীতি বলতে কি বুঝ?।।মিশ্র অর্থব্যবস্থা কি বা কাকে বলে।। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য গুলো কি কি।। what is mixed finance।। What are the characteristics of mixed finance
মিশ্র অর্থনীতি কি?।। মিশ্র অর্থনীতি বলতে কি বুঝায়?।।মিশ্র অর্থব্যবস্থা কি বা কাকে বলে?।। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য গুলো কি কি?।। what is mixed finance?।। What are the characteristics of mixed finance? মিশ্র অর্থনীতি(Mixed Finance ) ভূমিকা: ধনতন্ত্র ও সমাজতন্ত্র এই দুই মতবাদের সমন্বয়ে যে ব্যবস্থা বা যে অর্থনীতি গড়ে উঠে তাই হলো মিশ্র অর্থনীতি। বর্তমানে উন্নত বিশ্বসহ উন্নয়নশীল দেশসমূহেও এই মতবাদ ব্যাপক পরিলক্ষিত হয়। বাংলাদেশ, ভারত, নেপাল প্রভৃতি রাষ্ট্রে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। মিশ্র অর্থনীতির সংজ্ঞা : মিশ্র অর্থনীতি বলতে এমন এক অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝায়, যেখানে অর্থনীতির একাংশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং অন্যান্য দিক বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। এ ব্যবস্থা যুগপৎভাবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। A mixed economy is an economic system that accepts both private businesses and nationalized government services, like public utilities, safety, military, welfare, and education. A mixed ...