কৃষি উদ্যোক্তা রচনা।। Agri entrepreneur Essay
কৃষি উদ্যোক্তা রচনা।। Agri entrepreneur Essay ভূমিকা: কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ এবং অধিকাংশ জনগণের জীবন ধারণের প্রধান উৎস, যেখানে দেশের জনসংখ্যা এবং জাতীয় অর্থনীতির একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল। এই খাত খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করে এবং শিল্প খাতের সাথেও ঘনিষ্ঠভাবে যুক্ত। বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ, এবং দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, এবং সামাজিক উন্নয়নের জন্য কৃষির ভূমিকা অপরিসীম। উদ্যোক্তা: উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি নতুন নতুন পণ্য, সেবা বা ব্যবসায়িক ধারণা তৈরি করেন, সেগুলো বাস্তবায়নের জন্য উদ্যোগ নেন, ঝুঁকি গ্রহণ করেন এবং এর থেকে প্রাপ্ত মুনাফা ও পুরস্কার ভোগ করেন। উদ্যোক্তারা প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন পথ তৈরি করেন, বাজারের চাহিদা উপলব্ধি করেন এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। An entrepreneur is an individual who identifies business opportunities, takes on financial risks to start and run a new venture, and brings new products or services to market. কৃষি...