কার্টেল কী।।কার্টেল কাকে বলে।।What is Cartel?কার্টেলের শর্তসমূহ আলোচনা? (Conditions of cartel)
কার্টেল কী?।।কার্টেল কাকে বলে?।।What is Cartel?কার্টেলের শর্তসমূহ আলোচনা? (Conditions of cartel) উত্তর: কার্টেল (Cartel) কার্টেল , একটি পণ্যের উৎপাদন বা বিক্রয়ের উপর কিছু ধরণের সীমাবদ্ধ বা একচেটিয়া প্রভাব প্রয়োগের উদ্দেশ্যে স্বাধীন সংস্থা বা ব্যক্তিদের সমিতি। এক কথায় আমরা বলতে পারি, অলিগোপলি বাজারে দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে ফার্মগুলোর মধ্যে অনিশ্চয়তা বিরাজ করতে পারে। এ অবস্থায় প্রতিযোগী ফার্মসমূহ নিজেদের একচেটিয়া মুনাফা বৃদ্ধির লক্ষ্যে প্রতিযোগিতা পরিহারের কথা চিন্তা করতে পারে। দ্রব্যের দাম ও বিক্রয়ের পরিমাণ নির্ধারণে অনিশ্চয়তা এবং পারস্পরিক নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ফার্মসমূহ নিজেদের মধ্যে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হতে পারে। এই চুক্তি গোপনভাবে হতে পারে, আবার অলিখিতভাবেও হতে পারে। অলিগোপলি বাজারে ফার্মসমূহ পারস্পরিক অনিশ্চয়তা দূর করে মুনাফা সর্বোচ্চকরণের জন্য চুক্তিতে উপনীত হয়ে যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে কার্টেল বলে। কার্টেলের উদাহরণ হিসেবে আমরা তেল উৎপাদনকারী বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত ওপেক এর কথা উল্লেখ করতে পারি। কার্টেলের প্রধান লক্ষ্য...