বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০” (Bangladesh Delta Plan 2100) সম্পর্কিত কিছু প্রশ্ন

 বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০” (Bangladesh Delta Plan 2100) সম্পর্কিত কিছু প্রশ্ন:


১. জাতীয় অর্থনৈতিক পরিষদের (National Economic Council - NEC) সভায় “বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০” পাস হয় কখন?

উত্তর: ৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮। ২১০০ সালে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চাই, তা বদ্বীপ পরিকল্পনায় বলা হয়েছে।

২. কোন দেশের বদ্বীপ পরিকল্পনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা করা হয়েছে?

উত্তর: নেদারল্যান্ডসের (Nederlands); নেদারল্যান্ডস সরকার এ পরিকল্পনা তৈরির জন্য বাংলাদেশকে ৪৭ কোটি ৪৭ লাখ টাকা অনুদান দিয়েছে।

৩. এই পরিকল্পনায় ২০১৮-২০৩০ সাল নাগাদ কতটি পরিকল্পনা নেওয়া হয়েছে?

উত্তর: ৮০টি; এর মধ্যে ৬৫টি প্রকল্প ভৌত অবকাঠামো সংক্রান্ত এবং ১৫টি প্রতিষ্ঠানিক সক্ষমতা ও দক্ষতা উন্নয়ন এবং গবেষণা সংক্রান্ত। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৩ লাখ কোটি টাকা।

৪. এই পরিকল্পনায় কয়টি হটস্পটের কথা বলা হয়েছে?

উত্তর: ছয়টি; ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে যে ছয় ধরনের জায়গাকে বাংলাদেশ বেশি গুরুত্ব দিচ্ছে, সেগুলোকেই ‘হটস্পট’ বলা হচ্ছে। এগুলো হল- উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর এবং আকস্মিক বন্যাপ্রবণ এলাকা, পার্বত্য অঞ্চল এবং নগর এলাকা।

৫. বদ্বীপ পরিকল্পনায় বৃহৎ পরিসরে কয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?

উত্তর: তিনটি; সেগুলো হলো ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূর করা, ২০৩০ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন।

৬. পরিকল্পনাটি প্রণয়ন করেছে কে?

উত্তর: পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (General Economics Division - GED)।

৭. এই পরিকল্পনায় কারিগরি সহায়তা প্রদান করে কারা?

উত্তর: বাংলাদেশী- ডাচ কনসোর্টিয়াম BanDuDeltAS (Bangladesh Dutch Delta Advisory Services) এবং বাংলাদেশী গবেষণা প্রতিষ্ঠান PRI (Policy Research Institute)।

৮. পরিকল্পনাটি বাস্তবায়ন শুরু হলে প্রথম পর্যায়ে ২০৩০ সালের মধ্যে কত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে?

উত্তর: ১ দশমিক ৫ শতাংশ।

৯. এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠিত ডেল্টা তহবিলের আকার কী পরিমাণ হবে?

উত্তর: জিডিপির ২ দশমিক ৫ শতাংশ সমপরিমাণ; এর মধ্যে শতকরা ৮০ ভাগ সরকারি তহবিল হতে এবং শতকরা ২০ ভাগ বেসরকারি খাত থেকে আসবে।

১০. “বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০” প্রণয়নের কাজ শুরু হয় কখন?

উত্তর: ২০১৪ সালে।

আরো পড়ুন...... 


১।সবুজ অর্থনীতি কি|| সবুজ অর্থনীতি কাকে বলে|| what is green economy ||সবুজ অর্থনীতি ও বাংলাদেশ


Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?