গ্লাসগো জলবায়ু সম্মেলন কি?||what is the Glasgow Climate Conference? এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
COP26: গ্লাসগো জলবায়ু সম্মেলন কি?||what is the Glasgow Climate Conference? এবং কেন এটি গুরুত্বপূর্ণ? জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ৩১ অক্টোবর, ২০২১ হতে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগোতে জাতিসংঘের ২৬তম জলবায়ু সম্মেলন COP26 (26th Conference of the Parties) অনুষ্ঠিত হয়েছে, যা ১২ নভেম্বর, ২০২১ পর্যন্ত চলেছে। ২৬তম বার্ষিক শীর্ষ সম্মেলন (কপ ২৬)। পৃথিবীর প্রায় ১২০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ ২০০ দেশের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখানে এক হয়েছেন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা, জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির সহযোগিতা বাড়ানোর তিনটি প্রস্তাব নিয়ে জাতিসংঘের এই সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশও। ১ ও ২ নভেম্বর সম্মেলনের শীর্ষ বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বক্তব্য দেবেন সম্মেলন শুরুর প্রথম দিনেই। ৪৮ দেশের জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামের’ (সিভিএফ) চেয়ারপারসন হিসেবেও তিনি সেখানে ভূমিকা রাখবেন। তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে ‘ন্যাশনালি...