নিম খাজনা কাকে বলে? || নিম খাজনা বলতে কি বোঝায়? || চিত্র সহ নিম খাজনা ব্যাখ্যা কর? || উপ - খাজনা কাকে বলে? || আধা খাজনা কাকে বলে? || (What is Quasi - rent ?)

 নিম খাজনা  কাকে বলে || নিম খাজনা বলতে কি বোঝায় || চিত্র সহ নিম খাজনা ব্যাখ্যা কর || উপ - খাজনা কাকে বলে || আধা খাজনা কাকে বলে || (What is Quasi - rent )



নিম খাজনা(Quasi - rent):


অধ্যাপক মার্শাল অর্থনীতিতে ‘ নিম খাজনা ’ ধারণা প্রবর্তন করে রিকার্ডো ও অন্যান্য ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অপেক্ষা খাজনা তত্ত্বকে আরও প্রসারিত করেন । 
নিও - ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ মনে করেন , খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযােজ্য নয় , বরং যে কোন উপাদানের আয়ের মধ্যে খাজনার অস্তিত্ব থাকতে পারে । এ ধারণার প্রেক্ষিতে নিম খাজনা ( Quasi - rent ) আলােচিত হয় । 

●অধ্যাপক মার্শালের মতে , “ মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয় , তাই নিম খাজনা । 
●ডেভিড রিকার্ডোসহ বিভিন্ন ক্লাসিক্যাল অর্থনীতিবিদের ধারণা অনুযায়ী জমি থেকে যে “ উদ্বৃত্ত আয় হয় তাই খাজনা । 

●কিন্তু মার্শাল মত প্রকাশ করেন যে , কেবল জমিই উদ্বৃত্ত আয় সৃষ্টি করে না বরং মানুষের তৈরি উৎপাদনের উপকরণসমূহ ( যেমন — যন্ত্রপাতি , কলকারখানা , দালানকোঠা প্রভৃতিও ) উদ্বৃত্ত আয় সৃষ্টি করতে পারে । 

●আধুনিক অর্থনীতিবিদ অধ্যাপক পি . এ . স্যামুয়েলসন ( P. A. Samuelson ) বলেন , “ যে কোন উপকরণের যােগান যদি সাময়িকভাবে স্থির থাকে তাহলে তার আয়কে নিম খাজনা বলা চলে । ” ( The return to any factor in temporarily fixed supply is called a Quasi Rent ) 


●অনুরূপ ধারণা প্রকাশ করেন অধ্যাপক D. Salvatore . তিনি নিম খাজনা সম্পর্কে বলেন , ( " ... quasi - rent equals TR minus TVC . ” ) অর্থাৎ , নিম খাজনা হল মােট আয় থেকে মােট পরিবর্তনীয় ব্যয়ের বিয়ােগফল । 


অতএব , মনুষ্য নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা স্বল্পকালে মােট উৎপাদন হতে মােট পরিবর্তনশীল ব্যয়ের অধিক যে আয় পাওয়া যায় , তাকে অর্থনীতিতে উপ - খাজনা , নিম খাজনা বা আধা খাজনা বলা হয় । 


সূত্র  :

 নিম খাজনা = মােট আয় –মােট পরিবর্তনীয় ব্যয় 
               =TR - TVC 
বা , নিম খাজনা =AR - AVC = AFC + অতিরিক্ত আয় , এভাবেও প্রকাশ করা যায় । 


চিত্রের সাহায্যে ব্যাখ্যা 

নিম খাজনা  কাকে বলে?||  নিম খাজনা বলতে কি বোঝায়?||  চিত্র সহ নিম খাজনা ব্যাখ্যা কর?|| উপ - খাজনা কাকে বলে?|| আধা খাজনা কাকে বলে? (What is Quasi - rent ?)
মােট আয় ব্যয়ের প্রেক্ষিতে নিম খাজনা      
(ক )চিত্র 


নিম খাজনা  কাকে বলে?||  নিম খাজনা বলতে কি বোঝায়?||  চিত্র সহ নিম খাজনা ব্যাখ্যা কর?|| উপ - খাজনা কাকে বলে?|| আধা খাজনা কাকে বলে? (What is Quasi - rent ?)
গড় ও প্রান্তিক আয় -ব্যয়ের প্রেক্ষিতে নিম খাজনা 
খ চিত্র

চিত্র বিশ্লেষণ :

 চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ , লম্ব অক্ষে ( ‘ ক ’ চিত্রে ) আয় - ব্যয় , ( ‘ খ ’ চিত্রে ) দাম , গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় এবং আয় দেখান হয় । ‘ ক ’ চিত্রে TR > TVC শর্ত ছায়াকৃত অংশে দেখা যায় বিধায় তা নিম খাজনা হিসেবে বিবেচিত । ‘ খ ’ চিত্রে AR > AVC শর্ত oqo উৎপাদন পর্যায়ে পালিত হয় । এক্ষেত্রে অতিরিক্ত
মুনাফা , স্বাভাবিক মুনাফা বা ক্ষতি স্বীকার করে উৎপাদন যে কোন অবস্থাই স্বীকার করা হয় । ‘ খ ’ চিত্রে অতিরিক্ত মুনাফা দেখানাে হয় এবং নিম খাজনার পরিমাণ = OPoeoqo -O P1bqo = PoP1beo পরিমাণ।


 উপরের আলােচনা থেকে বােঝা যায় যে , নিম খাজনা স্বল্পকালের সাথে সম্পর্কযুক্ত এবং এরূপ খাজনা সে আয়কে নির্দেশ করে যা কেবল স্থির উপকরণের ক্ষেত্রে প্রযােজ্য । দীর্ঘকালে স্থির উপকরণ থাকে না বিধায় তখন এই রূপ খাজনার পরিমাণ শূন্য হয় । 


আর ও পড়ুন...


Comments

Popular posts from this blog

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

GDP ও GNP কাকে বলে? || GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?