রচনা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) || একুশে ফেব্রুয়ারি || ২১শে ফেব্রুয়ারী || শহীদ দিবস
রচনা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস International Mother Language Day|| একুশে ফেব্রুয়ারি|| ২১শে ফেব্রুয়ারী|| শহীদ দিবস রচনা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language) ১।ভূমিকাঃ ‘মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতন। ’ এ কেবল নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত অনুভূতি নয়, এ হচ্ছে সর্বকালের মানুষের চিরন্তন অনুভূতি। মাতৃদুগ্ধ যেমন শিশুর সর্বোত্তম পুষ্টি, তেমনি মাতৃভাষার মাধ্যমেই ঘটতে পারে একটি জাতির শ্রেষ্ঠ বিকাশ। মানুষের পরিচয়ের সেরা নির্ণায়ক মাতৃভাষা। মাতৃভাষা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের এক মৌলিক সম্পদ। মা ও মাটির মতোই প্রতিটি মানুষ জন্মসূত্রে এই সম্পদের উত্তরাধিকারী হয়। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে পূর্ব বাংলার জনগণ রক্তের বিনিময়ে অর্জন করেছিল সেই মাতৃভাষার মর্যাদা।বিশ্ব এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদার স্বীকৃতি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার মাধুর্যে তাই মনে বেজে উঠে- তোমার কথায় কথা বলি পাখির গানের মত... তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত ... ২। মাত...